![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
শোনো একটা গল্প বলি। পৃথিবীর
এক পাহাড়ের গভীরে ছিলো গোপন কুঠুরি।
কুঠুরিতে ছিলো বিশাল এক আয়না। আয়নার বয়স
কতো, কেউ জানে না।
এক শিকারি শিকার করতে এসে
পেলো সেই আয়নাটিকে। আয়নার জায়গা হলো
শিকারির ছোট মেয়েটির ঘরে।
মেয়েটি ছিলো খুব সাধাসিধে, আহামরি নয়-
শুধুমাত্র প্রাচীন কারুকার্যে ভরা
সেই আয়নায় হয়ে উঠতো সে রূপবতী!
মেয়েটি ভাবে- আয়না এতো অদ্ভুত কী করে হয়!
আয়না ভাবে- এতো সুন্দর মেয়ে কী করে হয়!
দুজনেই দুজনকে দেখে আর অবাক হয়।
দিন যেতে থাকে।
মেয়েটি আরও বড় হতে থাকে; আয়নায় আরও সুন্দর। বাস্তবে আরও
সাধাসিধে।
মেয়েটার দুঃখ ছিলো আয়নাটি।
আয়নার দুঃখ ছিলো প্রেম। সেই মেয়েটি।
দিন যেতে থাকে।
আয়না- দেখতে থাকে।
মাস যেতে থাকে।
বছর।
একদিন শিকারি মারা গেলো। মেয়েটির বিয়ে হয়ে গেলো।
চলে গেলো অন্য ঘরে- ফেলে গেলো আয়নাটিকে।
আয়না এখন আর কাউকে দেখে না।
অনেকদিন পর ফিরে এসে দেখলো মেয়ে-
আয়নাটি অকারণে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
ইনকগনিটো বলেছেন: কেমন আছেন?
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
তাশমিন নূর বলেছেন: মেয়েটা ভাবে- আয়না এতো অদ্ভুত কী করে হয়!
আয়না ভাবে- এতো সুন্দর মানুষ কীভাবে হয়!
এই দুটি লাইন খুব ভালো লেগেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
ঢাকাবাসী বলেছেন: অসম্পুর্ণ বা বুঝিনি!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
ইনকগনিটো বলেছেন: প্রথমটির সম্ভাবনা খুবই ক্ষীণ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
বাউল আলমগী সরকার বলেছেন: বাহ আসলেই সুন্দর গল্প
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! কবিতা ভালো লেগেছে ! অনেকদিন পরে পরে আসেন ভাই !
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। আবার এলাম।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অনেকদিন পর একদিন ফিরে এসে দেখলো সে-
আয়নাটি কোনো কারণ ছাড়াই টুকরো টুকরো হয়ে
ভেঙে পড়ে আছে।
বিস্বাদের স্বাদ লেগে আছে । ++++++
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কলমের কালি শেষ।
ভালো থাকুন সবসময়।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: মুগ্ধতা +++++++++++
ভালো থাকবা ভ্রাতা
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
ইনকগনিটো বলেছেন: ধইন্যাপাতা ভ্রাতা।
তুমিও ভালো থেকো।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭
ইনকগনিটো বলেছেন: থ্যাঙ্কু ব্রু <3
৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: বোরহেস হয়ে যাইতেছেন দেখি। লেখায় কাচ, আয়না, ভ্রম ঘুরেফিরে আসে বারবার
উপভোগ করছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! অনেকদিন পর!!