![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
অতি উত্তুঙ্গে স্ফীতাকার একটা দিন- প্রবল;
তবে সময়টাকে দীর্ঘায়িত করে দেওয়া যায়-
আমি জানিও না, চূড়া থেকে সময় কিভাবে গড়িয়ে পড়ে বালু হয়ে,
বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল
আর ধ্বংসের ঘ্রাণ-
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো
শ
নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;
অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হোক দীপ্র।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। কিন্তু বাস্তবতা হইল- ব্যস্ততা কবিকে ব্লগ থেকে দূরে নিয়ে গেছে। কবিকে দেখি না আগের মত!
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
ইনকগনিটো বলেছেন: বাস্তবতা টেনে নিয়ে গেলো না আমাকে। বরং আগে ব্লগে টেনে নিয়ে আসতো। সেই টান পাই না।
ধন্যবাদ ভাই। কেমন আছেন? নিশ্চয়ই ভালো।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
আবু শাকিল বলেছেন: দারুন হয়েছে কবি
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো
শ
নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২
জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম কবিতা পাঠে ও স্লো মোশানের কারুকাজে!
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
ইনকগনিটো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;
অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।
চমৎকার লিখেছেন ভ্রাতা+
অনেক শুভকামনা
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রাতা।
শুভকামনা থাকে সবসময়ই।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১
নেক্সাস বলেছেন: অনেকদিন পর কবি আপনাকে দেখলাম.সুন্দর লিখেছেন। কেন যে এমন লিখতে পারিনা
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪
ইনকগনিটো বলেছেন: এপ্রিলে আবার এলাম! কবি কেমন আছেন?
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল ভালো লাগলো এই লাইনটা।
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪
ইনকগনিটো বলেছেন: আমার ভালো লাগে বরং "ধ্বংসের ঘ্রাণ"
ধন্যবাদ হামা ভাই।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্!
কবিতায় জানাচ্ছি আন্তরিক ভালোলাগা........
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।
অনুভব টা এমনি বুঝি ? সবার জন্য ?
মুগ্ধতা জানবেন
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬
ইনকগনিটো বলেছেন: যদি এমন হইতো আসলেই!!! কিছুই অনুভব করি না!!!
কবি। আপনার অনুভূতির খবর কি?
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । ++++
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭
ইনকগনিটো বলেছেন: বের হইলো একটা। ঢাক ঢোল পিটানো হয় না অতো অবশ্য।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
ইখতামিন বলেছেন: ++++
অনেক সুন্দর
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৪
আরজু পনি বলেছেন:
কী হলো ?
মন্তব্যগুলোর জবাব নেই কেন ?
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮
ইনকগনিটো বলেছেন: এই যে!! জবাবগুলো অদৃশ্য করে রেখেছিলাম আর কি।
এখন দেখা যায়?
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাবনা টা সুন্দর। কাচফুল, বাতাসে ধ্বংসের ঘ্রাণ। স্পর্শহীন উন্মাদনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
আলম দীপ্র বলেছেন: স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।
বাহ ! বেশ লাগলো !