![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
একটা অদৃশ্য হাত প্রতিদিন আমাকে ধরবার জন্য পেছন থেকে ধাওয়া করে। ধরা যাক, যার হাত- তার নাম ডিপ্রেশন।
ডিপ্রেশন মাঝে মাঝেই আমাকে তার বিশাল কব্জি ব্যবহার করে ধরে ফেলে। তখন আমি দৌড়াই। এতো জোরে, যে অস্বাভাবিক অস্বস্তি নিয়ে রাস্তারাও নড়েচড়ে ওঠে। হাতও দৌড়ায়, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে, আরও বেশি গতি নিয়ে। কিন্তু সে কিছুতেই আমাকে তখন আর ছুঁতে পারে না, আমি তাকে আমাদের দৌড় প্রতিযোগিতায় অনেক অনেক পিছে ফেলে দেই। এই ধরা- না ধরা খেলা আমাকে পরিনত করে একজন দক্ষ এসকেপিস্ট রুপে, যে মাঝে মাঝেই চারপাশ থেকে পৃথিবীকেও গায়েব করে ফেলে। এ কথা ভেবে আমার এক ধরণের অহংবোধ হয়, যে আমি ডিপ্রেশনকে ফাঁকি দিয়ে অনেকদূর ছুটে এসেছি। কিন্তু পরক্ষণে সম্বিৎ ফিরে পেয়ে দেখি, বৃত্তাকার পথে সে আমার পিছে নেই; বরং সে ঠিক আমার সামনে সামনে দৌড়াচ্ছে।
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লেগেছে
যে মাঝে মাঝেই চারপাশ থেকে পৃথিবীকেও গায়েব করে ফেলে
এই কথাটা বেশি ভালো লেগেছে।
০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫৯
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, মহামহোপধ্যায়
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: নিয়মিত হন।
০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫৯
ইনকগনিটো বলেছেন: কোথায়?
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২
পাজল্ড ডক বলেছেন: মুক্তি নেই??
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০১
ইনকগনিটো বলেছেন: চেতনা থেকে?
৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪
মিঠু জাকীর বলেছেন: বাহ !
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯
কলমের কালি শেষ বলেছেন: কিন্তু পরক্ষণে সম্বিৎ ফিরে পেয়ে দেখি, বৃত্তাকার পথে সে আমার পিছে নেই; বরং সে ঠিক আমার সামনে সামনে দৌড়াচ্ছে।
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০২
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বৃত্ত ভেঙ্গে ফেলা হোক তবে ....
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০২
ইনকগনিটো বলেছেন: চাইলেই কি আর হয়?
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ডিপ্রেসন ডিপ্রেসন করলেই ডিপ্রেসনে ভুগবেন। চিন্তা বাদ দ্যান সব ঠিক হয়ে যাবে
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০২
ইনকগনিটো বলেছেন: অকা!
৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! নিওমিত যদি হতেন !
আপনার লেখা সবসময়েই আনন্দ দেয় !
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০৩
ইনকগনিটো বলেছেন: শুনে অনেক ভালো লাগলো।
ভালো থাকা হোক, আলম দীপ্র।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬
সালমাহ্যাপী বলেছেন:
সুন্দর ...!
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০৪
ইনকগনিটো বলেছেন: ধইন্যা, আন্টি।
১১| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩৭
ভুত. বলেছেন: আমরা বোধহয় সবাই এই চক্রের মাঝেই বাস করি........
০২ রা জুন, ২০১৫ রাত ১২:০৪
ইনকগনিটো বলেছেন: হতে পারে।
অনেকদিন পর। ভালো আছো?
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো চক্রকাব্য।