![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
পাথর
-------
জীবন; কার চোখের স্বপ্ন- জানি না।
সেই শুষ্ক নীল পাথরের চোখ।
ইদানীং সবকিছু এতো নির্বিকার লাগে
যেন-
কোথাও কোনো ঢেউ নেই।
প্রাণের স্পন্দন নেই।
শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি।
পাক্ষিক
--------
এতোটুকু জীবন। ঘরের
মধ্যিখানে ঘর আর হাওয়া। খবর রাখি না-
নখের; ঘড়ি কীভাবে কাটায় তার সময়। রাতের
সমুদ্র থেকে দীর্ঘ পায়ে উঠে এলো কেউ।
ছোট মোমবাতি দপ করে নিভে যায় হেমন্তের বাতাসে।
একটা বিষণ্ণ জানালা- বারবার খুলে গেলো
বকুলফুলের ঘ্রাণে।
আমরা অনেক সময় চাঁদ নিয়ে অনেক
কথা বলি; কিন্তু আমরা বুঝি না- চাঁদ মূলত
কিসের সাথে সম্পর্কিত।
কবি, আপনি হয়তো জানেনও না
বরিশালে কোনো এককালে আপনার একজন প্রেমিকা
ছিলো।
ছায়া ও নৈকট্য
-------
যেভাবে খুলে দিলে আমার অন্তর্বাস।
পারলে সেভাবে খুলে দিও
বেদনা।
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৯
হাসান মাহবুব বলেছেন: শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি
কত সহজে কত গভীর বোধের সন্ধান!
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা
৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩২
লেখোয়াড়. বলেছেন:
গভীর এবং অসাধারণ।
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪২
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, লেখোয়াড়
শুভ কামনা রইলো।
৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: পাথরটা ভালো হইছে।
আহা, ইদানিং এতো নির্বিকার লাগে!!
শুভকামনা রইলো।
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১১ ই জুন, ২০১৫ রাত ৮:৩৩
মহামহোপাধ্যায় বলেছেন: একটার চেয়ে আরেকটা সেরা। দারুণ অনুভব করলাম।
ভালো থাকুন। শুভেচ্ছা রইল
১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মহামহোপধ্যায়।
ভালো থাকা হোক নিরন্তর।
৬| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:২৩
আহমাদ ইবনে আরিফ বলেছেন: ছায়া ও নৈকট।।
সার্থকতা আসলে শব্দের ব্যাপ্তিতে নয়, ভাবের।
সত্যখানা আবার প্রমাণিত হল এ লেখায়, ধন্যবাদ।
১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৬
ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ সকাল ১১:০৯
সুমন কর বলেছেন: ভাল লাগল।