| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দ্রনাথ
বিপুল এক মহাদেশ এশিয়া। আয়তনে, সম্পদে ও দারিদ্রে। পর্বত-সমুদ্র-মরুর সহাবস্থানের মত বিচিত্র এর মানুষগুলো, বিচিত্র এর হাজার হাজার বছরের কথ্য-লেখ্য সাহিত্যের ঐতিহ্য। ইউরোপ, আমেরিকা এমন কি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কবিতা অকবিতায় আমাদের কত আগ্রহ অথচ নাড়ির কাছে আরশি নগরটি যেন গেঁয়ো যোগী। কেমন লিখেছেন এশীয় কবিরা? তারা কি আধুনিক, উত্তর আধুনিক নাকি প্রাগৈতিহাসিক? এশিয়ার সব দেশেই কি কবিতার চর্চা হয়? হয় বটে, তবে তার উৎকর্ষ এক নয়। কোথাও কোথাও কবিতা এখনো চর্যাপদের যুগে। কোথাও ইন্টারনেট-জগতে প্রবেশ তো দূরের কথা, কোন আন্তর্জাতিক ভাষায়ও অনূদিত হয়নি। বিশ্বায়নের যুগে তাদের কবিতা বস্তুত প্রত্নসামগ্রী। এর বিপরীতে অনেক দেশেই অসাধারণ কবিতা লেখা হচ্ছে। কবিরা লিখছেন বিশ্বমানের কবিতা। এশিয়ার কবিতা এ উপমহাদেশের উল্লেখযোগ্য দেশগুলোর কবিতার অনুবাদ। অমৃতা প্রীতম, ফয়েজ আহমদ ফয়েজ, নিশিওয়াকি, জুনঝাবুরা কিংবা মাহমুদ দারবিশের মতো প্রবীনেরা যেমন আছেন, তেমনি আছেন লেন এনগুয়েন, গু চেং কিংবা অহিলা সম্বামূর্তির মতো নবীন কবিরা। অভিজ্ঞতা ও অভিনবত্বের মেলবন্ধন। এশিয়ার কবিতাই বলে দেয়, আমাদের আরশি নগর অত্যুচ্চ না হলেও তুচ্চ নয়।
এই যে সাহেব, আপনিই কি ফটোগ্রাফার?
আমি রাধা ও কৃষ্ঞের সাথে একটি ছবি তুলতে চাই।
রাধা থাকুন আমার বামে, কৃষ্ঞ ডানে
এবং আমি মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওভাবে।
রাধা ঠাকুরুণ, একটু সরুন, প্লিজ।
দুজনের মাঝখানে আমাকে একটু জায়গা দিন।
দূর! আমাকে দিয়ে কিচ্ছু হবে না। অমন শক্ত হয়ে আছেন কেন?
তাহলে কিন্তু সবাই বলতে শুরু করবে আপনি তক্তা-ঠাকুরুন।
এসো, কাছে এসো, আমার কৃষ্ঞ ঠাকুর,
কাঁধে হাত রেখে গলা জড়িয়ে ধরো। এই তো বেশ, বেশ!
রাধা, আপনার ঈর্শা হচ্ছে! নিশ্চিন্ত থাকুন,
আমি বোম্বে ফেরার আগে আপনার কৃষ্ঞকে আপনার কাছে ফেরত দিয়ে যাবো।
এ ছবিতে চমৎকার সব রঙ দেবেন, বুঝলেন তো ফটোগ্রাফার সাহেব?
আমার শাড়ির রঙ হবে কিন্তু নীল, রাধারও তাই।
আমি এক চক্কর মেলা দেখে আসছি,
দোল খাবো চড়কি দোলনায়।
একটা কম্বলও কিনতে হবে আমার নিজের জন্যে,
আর সময় পেলে মৃত্যকূপে উঁকি মেরে দেখব।
এই আধঘন্টার মধ্যে ফিরে আসছি,
এর মধ্যে ছবিটা হয়ে যাবে নিশ্চয়, কী বলেন?
-অরুণ কোলাতকার (ভারত)।
*কবিতাটির পূর্ণ শিরোনাম: 'পুন্ধরপূরের পথে তীর্থযাত্রায় এক দেহপসারিণী বার্ষিক আশাধি মেলার ফটোগ্রাফারের তাঁবুতে'
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬
ইন্দ্রনাথ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
২|
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯
কবীর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
শুভ ব্লগিং.........
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ইন্দ্রনাথ বলেছেন: অনুপ্রানিত হলেম।
৩|
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ফারহানা তাবাসসুম বলেছেন: খুব সুন্দর
২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩
ইন্দ্রনাথ বলেছেন: আপনাদের ভাললাগায় আমার সাধণা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৩
প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে, অন্যরকম ভাব আছে কবিতায়।