নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এশিয়ার কবিতা . . .সুরেশ রণ্জ্ঞন বসাক।

ইন্দ্রনাথ

বিপুল এক মহাদেশ এশিয়া। আয়তনে, সম্পদে ও দারিদ্রে। পর্বত-সমুদ্র-মরুর সহাবস্থানের মত বিচিত্র এর মানুষগুলো, বিচিত্র এর হাজার হাজার বছরের কথ্য-লেখ্য সাহিত্যের ঐতিহ্য। ইউরোপ, আমেরিকা এমন কি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কবিতা অকবিতায় আমাদের কত আগ্রহ অথচ নাড়ির কাছে আরশি নগরটি যেন গেঁয়ো যোগী। কেমন লিখেছেন এশীয় কবিরা? তারা কি আধুনিক, উত্তর আধুনিক নাকি প্রাগৈতিহাসিক? এশিয়ার সব দেশেই কি কবিতার চর্চা হয়? হয় বটে, তবে তার উৎকর্ষ এক নয়। কোথাও কোথাও কবিতা এখনো চর্যাপদের যুগে। কোথাও ইন্টারনেট-জগতে প্রবেশ তো দূরের কথা, কোন আন্তর্জাতিক ভাষায়ও অনূদিত হয়নি। বিশ্বায়নের যুগে তাদের কবিতা বস্তুত প্রত্নসামগ্রী। এর বিপরীতে অনেক দেশেই অসাধারণ কবিতা লেখা হচ্ছে। কবিরা লিখছেন বিশ্বমানের কবিতা। এশিয়ার কবিতা এ উপমহাদেশের উল্লেখযোগ্য দেশগুলোর কবিতার অনুবাদ। অমৃতা প্রীতম, ফয়েজ আহমদ ফয়েজ, নিশিওয়াকি, জুনঝাবুরা কিংবা মাহমুদ দারবিশের মতো প্রবীনেরা যেমন আছেন, তেমনি আছেন লেন এনগুয়েন, গু চেং কিংবা অহিলা সম্বামূর্তির মতো নবীন কবিরা। অভিজ্ঞতা ও অভিনবত্বের মেলবন্ধন। এশিয়ার কবিতাই বলে দেয়, আমাদের আরশি নগর অত্যুচ্চ না হলেও তুচ্চ নয়।

ইন্দ্রনাথ › বিস্তারিত পোস্টঃ

আমার মুখচ্ছবি!

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

মনে হচ্ছে
একটা কিছু হারিয়ে ফেলেছে,
কিংবা কিছু যেন ভুলে গেছে,
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?

কুকুরের মতো হেঁটেই চলেছে
রুগ্ন যন্ত্রণাবিদ্ধ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?

দুই লাঠির ওপর শিলাখন্ড যেন
শিলাখন্ডের মাথায় একটি কুমড়ো
শিশুরা হল্লা করে টানছে
বলছে লোকটি মানুষ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?

সত্যকে বিস্মৃত
মিথ্যাকে আবাহনকারী
আমি নামছি তো নামছিই
কিন্তু দাবি করছি, অবরোহণ নয়, আরোহণই করছি
চতুষ্পার্শ্বের বাতাস দূষিত করে
তাকাই না, দেখি না চারপাশ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?



রূপহীন অবয়ব
অনুভূতিহীন ভাষা
আত্মাহীন মানুষ
চারপাশে ভাবনা কুলুপ লাগানো
ওই তো আমার প্রতিচ্ছবি
পথ বেয়ে হেঁটেই চলেছি।


-সিদ্ধিচরণ শ্রেষ্ঠা (নেপাল)।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রথমকথা বলেছেন: সত্যি বলছি লেখাটা ভাল লেগেছে, ব্যতিক্রম লেখা। শুভ কামনা।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

ইন্দ্রনাথ বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:১১

কল্লোল পথিক বলেছেন:







চমৎকার কবিতা।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৫

ইন্দ্রনাথ বলেছেন: নমষ্কার বাবু।

৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৭

অরুনি মায়া অনু বলেছেন: আমিও তো ভাবনায় পড়ে গেলাম লোকটি কে হতে পারে।
নাহ আপনি মানুষ। আপনার ভাষা আছে,দেহে আত্মা আছে,ভাবনার প্রতিফলন আছে।
পথ বেয়ে একজন মানুষ হেটে চলেছে।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩

ইন্দ্রনাথ বলেছেন: যদি সে মানুষ হত তাহলে মানুষের মতন ব্যবহার করা হোক! তাকেও কেউ বিশ্বাস করুক কিন্তু সেটাত হয়নি! তাই মনে হয় কবিতার ভিতরের সত্তাকে দড়া যায় না, সে অবিনস্সর। যখন দড়া ছোয়া মধ্যে থাকে তখন অবহেলা গ্রাস করে নেয়। পরকে আপন করে নেওয়া চাট্রিখানী কথা না! মানুষ না, দেবতা না, পিশাচও না। এ এক নতুন অস্তিত্ব।

৪| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:১৩

কবীর বলেছেন: চমৎকার কবিতা B-) ;)

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৭

ইন্দ্রনাথ বলেছেন: হু , . . ।

৫| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩২

মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর

৬| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: এক সময়ের সহ নেপালী গবেষক ড: বিরন্দ্রের কাছ হতে তাঁর দেশের বিখ্যাত কবি সিদ্দী চরণ শ্রেষ্টার নাম ও তার কির্তি কথা শুনেছিলাম । শুনেছি তিনি ছিলেন নেপালের বিল্পবী কবি , তার কবিতায় থাকত বিপ্লবের মন্ত্র, তাঁর কবিতা নাকি সে সময়কার স্বৈরাচারী রানা শাসনের বিপক্ষে জনমনে অগ্নিস্ফুলিঙ্গ জাগাত , আর এ জন্য নাকি তাকে দীর্ঘ ১৮ বছর জেলও খাটতে হয়েছিল । ড: বিরেন্দ্র তার রুমে বসে শ্রেষ্ঠার বিখ্যাত একটি কবিতা পাঠ করে শুনিয়েছিল , সব কথা এখন মনে নেই তবে একটি কথা কয়েকবার উচ্চারিত হয়েছিল ‘অকালদুঙ্গা’ সেটা নাকি ছিল তার জন্মস্থান । প্রায় ভুলতে যাওয়া এমন একজন নিকট এশিয় কবির কবিতার বাংলানুবাদ পাঠ করতে পেরে আজ কবিকে ভাল করে চিনতে ও জানতে পারলাম ।
অনেক ধন্যবাদ এত সুন্দর মনোমুদ্ধকর সাবলিল ছন্দময় অনুবাদের জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৭| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৩১

কবীর বলেছেন: রূপহীন অবয়ব
অনুভূতিহীন ভাষা
আত্মাহীন মানুষ


ব্যখ্যা দেওয়ার মত ভাষা আমার জানা নাই।

ভালো থাকুন দাদা।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৩

ইন্দ্রনাথ বলেছেন: এইত মনের অভিব্যক্তিগুলো কত সুন্দর ব্যক্ত করলেন। আপনিও অসংখ্য ধন্যবাদ জানবেন ভাই্।

৮| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন: দাদা শ্রেষ্ঠা সম্পর্কে বলা কথায় ভুল কি কোথাও আমার হয়েছে । অনেকদিন আগে শুনা কথা, সব ঠিকমত মনে নেই, । ভুল কিছু হলে জানালে বাধিত হব ।

২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২২

ইন্দ্রনাথ বলেছেন: আপনি একদম সঠিক বলেছেন। আসলে এত সুন্দর করে মন্তব্য করেছেন সেখানে সংক্সিপ্ত করে কিছু বলতে নিজের কাছে কেমন লাগছে। তাই একটু সময় নিয়ে গোছিয়ে আপনার মন্তব্যের জবাব দিতে সময় নিচ্ছি।
আমার মনে হয় না আপনি সাহিত্যাঙ্গণের কোন বিষয় নিয়ে সহজে ভুল করবেন। এই দেশের খাটি মৃত্তিকার মানুষ আপনি, মন্তব্যে ভালোলাগা জানবেন।

এসবই ভগবানের কৃপা!

৯| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা , খুব প্রিত হলাম ।
ভগবানের কৃপা সকলের তরে
হোক এই মোর কামনা ।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

ইন্দ্রনাথ বলেছেন: এখনও আমি সেই প্রতিউত্তর তৈরি করতে পারি নি :(

ভগবানের কৃপা।

১০| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৬

টাইম টিউনার বলেছেন: দারুন লিখেছেন ।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০

ইন্দ্রনাথ বলেছেন: এগুলা আমার লেখা না, অনুবাদ করা। ঠুকে রেখেছি বিনোদনের জন্য। :)

১১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

টাইম টিউনার বলেছেন: হুম .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.