নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এশিয়ার কবিতা . . .সুরেশ রণ্জ্ঞন বসাক।

ইন্দ্রনাথ

বিপুল এক মহাদেশ এশিয়া। আয়তনে, সম্পদে ও দারিদ্রে। পর্বত-সমুদ্র-মরুর সহাবস্থানের মত বিচিত্র এর মানুষগুলো, বিচিত্র এর হাজার হাজার বছরের কথ্য-লেখ্য সাহিত্যের ঐতিহ্য। ইউরোপ, আমেরিকা এমন কি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কবিতা অকবিতায় আমাদের কত আগ্রহ অথচ নাড়ির কাছে আরশি নগরটি যেন গেঁয়ো যোগী। কেমন লিখেছেন এশীয় কবিরা? তারা কি আধুনিক, উত্তর আধুনিক নাকি প্রাগৈতিহাসিক? এশিয়ার সব দেশেই কি কবিতার চর্চা হয়? হয় বটে, তবে তার উৎকর্ষ এক নয়। কোথাও কোথাও কবিতা এখনো চর্যাপদের যুগে। কোথাও ইন্টারনেট-জগতে প্রবেশ তো দূরের কথা, কোন আন্তর্জাতিক ভাষায়ও অনূদিত হয়নি। বিশ্বায়নের যুগে তাদের কবিতা বস্তুত প্রত্নসামগ্রী। এর বিপরীতে অনেক দেশেই অসাধারণ কবিতা লেখা হচ্ছে। কবিরা লিখছেন বিশ্বমানের কবিতা। এশিয়ার কবিতা এ উপমহাদেশের উল্লেখযোগ্য দেশগুলোর কবিতার অনুবাদ। অমৃতা প্রীতম, ফয়েজ আহমদ ফয়েজ, নিশিওয়াকি, জুনঝাবুরা কিংবা মাহমুদ দারবিশের মতো প্রবীনেরা যেমন আছেন, তেমনি আছেন লেন এনগুয়েন, গু চেং কিংবা অহিলা সম্বামূর্তির মতো নবীন কবিরা। অভিজ্ঞতা ও অভিনবত্বের মেলবন্ধন। এশিয়ার কবিতাই বলে দেয়, আমাদের আরশি নগর অত্যুচ্চ না হলেও তুচ্চ নয়।

ইন্দ্রনাথ › বিস্তারিত পোস্টঃ

বাঁদুর,

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ২:১৮

একটা ছোট বাঁদুর ছানা এত সুন্দর হতে পার! সৌন্দর্যটা কি? হঠাত করে মনের কল্পণা-কে ছাড়িয়ে যাওয়া নতুন কোন আবিষ্কার। এই যেমন অন্ধকারকে এতটাই আপন করে নিয়েছিলাম আর আজকে একটা বাঁদুর ছানার জন্য দরজা জানালা উদুম করে ফ্যান অফ করে বসে আছি। লিখার ছিল অনেক কথা, ছোটখাট গল্পাকারে একটি উপন্যাস। হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি থেকে কুড়িয়ে নেওয়া কোন সুখ স্বপ্নের নির্বাসন। তার বোঝি হয় না পাওয়া, ভালোবেসে মন্দকে স্বীকৃতি দেওয়া। মানুষই একমাত্র প্রাণী যাকে সৃষ্টি করে ঈশ্বরের মনে বিপাক দেখা দেয় আর প্রশ্নের উদ্রেক হয়। তার নিজের বানানো সিস্টেমে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয় যেটাতে আঁটকে পড়ে আছে মানবমনের সত্তা।
নিভেজাল সত্য বলতে হয়ে গেছে অবজ্ঞা, পৃতিবী ছড়িয়ে যাক যৌনতায় আর সস্তা হোক ভালোবাসা।
আসলে জীবনে পছন্দের যা কিছু ছিল তা অন্যের কাছে বিরক্তি ও অবহেলার স্বীকার!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ২:৪৭

কবীর বলেছেন: পৃতিবী ছড়িয়ে যাক যৌনতায় আর সস্তা হোক ভালোবাসা।
B-) B-) B-)

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯

ইন্দ্রনাথ বলেছেন: বাঁদুরের ঝুলিতে ভালোবাসা রেখে গেলে. দিদি।
মানবতর চিকিতসা হচ্ছে বিবেকের সুস্থতা।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: হুম এই মানুষই কখনো কখনো ভালবেসে মন্দকে গ্রহণ করে। কিন্তু তাই বলে ভালবাসা কি আদৌ সস্তা হয়ে যায়? কে জানে কার ভালবাসায় বিশুদ্ধতা কতটুকু। ভালবাসি এই কথাটি শুধু মুখে বলাই যথেষ্ট নয়। বাঁদুরের ন্যায় ঝুলে ঝুলে অনেক ভালবাসারই মৃত্যু হয়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:১৯

মশিউর বেষ্ট বলেছেন: যৌনতার বৃত্তে আটকা সূর্য় আর পৃথিবী। মাঝখানে চাঁদ এসে বাড়াল বিপত্তি।

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০১

নীলাঞ্জনানীলা বলেছেন: ভালোবাসা আছে এখনও। তবে দূর্লভ হয়ে গেছে।

খুব ভালো লিখেছেন। ++++

৫| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০০

সোহাগ সকাল বলেছেন: অনেক হতাশায় নিমজ্জিত নাকি? :P

শুভ কামনা রইলো।

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ফারহানা তাবাসসুম বলেছেন: সুন্দর।।

৭| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন ইন্দ্রনাথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.