নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি একটি লেখায়া ইমদাদুল হক মিলনের সাথে হুমায়ুন আহমেদের একটি সাক্ষাৎকার পড়ছিলাম একটি উদ্বৃতি খুব ভাল লেগেছিল সেটা সবার জন্য তুলে দিলাম "
মানুষের দুটি দিক আছে। অন্ধকার দিকও আছে, আলোকিত দিকও আছে। মানুষের আলোকিত দিক নিয়ে কাজ করার একটা আনন্দ আছে। আলোর স্পর্শটা শরীরের দিক থেকে বোঝা যায়। মানুষের অন্ধকার দিক নিয়ে কেউ যখন কাজ করে, সে ওই অন্ধকার দিকের স্পর্শটা শরীরে কিন্তু অনুভব করে। আমি মনে হয় এই স্পর্শ এড়ানোর জন্যই বেশির ভাগ সময় আলোকিত অংশ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার নিজের ভেতরেই তো অন্ধকার আছে, বাড়তি অন্ধকার স্পর্শ করব কেন? বরং আলো স্পর্শ করি, অন্ধকারটা কমাই।"
আসুন হুমায়ূন আহমেদ এর মত আমরা আমাদের মধ্য থেকে অন্ধকার কমানোর চেষ্টা করি
©somewhere in net ltd.