নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার কে ধন্যবাদ দেরীতে হলে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটি স্বপ্ন পূরুন করতে যাচ্ছে। সেটা হল হাইওয়ে তথা মহাসড়ক ট্যাক্স।
"সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোতে টোল আদায়ের পরিকল্পনা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ‘টোল নীতিমালা-২০১৪’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এই নীতিমালার আওতায় পর্যায়ক্রমে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। ১৩টি ক্যাটাগরিতে যানবাহন চলাচলের জন্য টোল দিতে হবে। এই টোল শুরু হবে সর্বনিম্ন ৫ টাকা থেকে। সড়ক ও সেতু থেকে আদায় করা টোল সড়ক উন্নয়ন তহবিলে যাবে যা দিয়ে সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানান সচিব"।
সূত্রঃ http://mzamin.com/details.php?mzamin= MTYzMTM=&s=MQ==
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫
ইনফা_অল বলেছেন: কুকুরটা কে আর কেইবা তার বাচ্চ?
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
গোল্ডেন গ্লাইডার বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০
ইনফা_অল বলেছেন: মন খারাপ করলেন কেন?
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৯
রাজীব বলেছেন: প্রতিদিন মালিক সমিতি, শ্রমিক সমিতি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে যদি পরিবহন থেকে হাজার হাজার টাকা চাদা তোলা যায়, তাহলে সরকারকে মাত্র ৪০০ টাকা দিতে সমস্যা কোথায়?
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
ইনফা_অল বলেছেন: সুন্দর বলেছেন
৪| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৬
কামের কথা কন!! বলেছেন: ট্যাক্স দিতে কোন সমস্যা নাই কিন্তু যে দেশের অন্য দেশের (ভিক্ষার টাকা বলেন আর অনুদান বলেন) দেয়া টাকার ৭০% এ যায় আমলা রাজনীতি বিদ দের পকেটে সে দেশে এই ট্যাক্স দিয়ে রাস্তার কতটুকু উন্নয়ন হবে সেটা ভেবে দেখার বিষয় আগে।
কানাডার বেগম পারা, মালায়শিয়ার এম এইস ২ এই সব ৭০% টাকা নিয়ে চলে যায় আর আমাদের কিষান রা আলু নিয়ে রাস্তায় দাড়িয়ে আত্তহুতি দিতে যায়। আবার সেই কিষান দেরকে মেরে ফেলার জন্য নদী থেকে পানি সরিয়ে নিয়ে আমাদের নদী খালি করে আমাদের প্রিতিবেশি দেশ। আর আমরা বসে বসে আঙ্গুল চুশি আর গ্রিনিস রেকর্ড করার জন্য শত কুটি টাকা চাদা তুলি।
we are one of the fucking bloody and nasty nation and that's why our leader are same like us. As a bustard nation we deserve it.
২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৮
ইনফা_অল বলেছেন: ষ্টেশন গুলাতে আর রাস্তার মোড়ে মোড়ে এর চেয়ে বেশি চাদা দেওয়া লাগে। সুতরাং রাস্তার টোল, নো ইস্যু!
৫| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩১
চলতি নিয়ম বলেছেন: এইটা একটা চরম বাজে কাজ হবে। এটা করার সময় এখনো হয় নাই।
তার আগে নেতারা ট্যাক্স ফ্রী গাড়ী আমদানি সুযোগ বাদ দেয় না কেন?
ন্যাম ফ্লাটের টেলিফোন বিল সময় মত দেয় না কেন?
২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
ইনফা_অল বলেছেন: ন্যাম ফ্লাটের টেলিফোন বিল সময় মত নিশ্চয়ই অন্যায়। তবে হাইওয়েতে যদি জররী যানবাহন নিরাপদে সময়মত জানযট মুক্ত ভাবে চলাচল করতে পারে তবে কেউ মনে হয় না করবে না। তবে তার আগে পুলিশের চাদা আর মস্তানদের চাদা বন্ধ করতে হবে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৫
পথহারা নাবিক বলেছেন: কুকুরের বাচ্চা দেশটারে শেষ কইরা ফেলাইলো!!