নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক রহমানে বাবা আপনাদের স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে লালা বের করে ফেলত।
আর এখন আপনারা তার ছেলের নাম বলতে বলতে মুখ দিয়ে লালা বের করে ফেলছেন।
তোফায়েল আহমেদ তারেককে উদ্দেশ্য করে বলেন, আরে আহাম্মক, লেখাপড়া জানে না। তোর বাপ কি নির্বাচিত প্রতিনিধি ছিল? তোর বাপ আমাদের স্যার বলতে বলতে মুখে লালা বেরিয়ে যেত।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তারেক জিয়া অর্ধশিক্ষিত,
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘এক অর্বাচীন যুবক ইতিহাসের নতুন ব্যাখ্যা দিতে শুরু করেছে।
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘খালেদা জিয়া অশিক্ষিত, তাঁর ছেলেও অশিক্ষিত। তারেক জিয়া জাতির পিতার সঙ্গে বেয়াদবি করেছেন।
হুইপ আতিউর রহমান আতিক বলেন, ‘তারেক জিয়া যা বলেছে, তা সংবিধানের লঙ্ঘন। ইতিহাস বিকৃতির জন্য তার বিচার হতে হবে।’
আওয়ামী লীগের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ‘চোরচোট্টারা বিদেশে বসে চিৎকার করছে। সে দৃষ্টি আকর্ষণের জন্য এসব করছে।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তারেক জিয়া চারবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন।
তারেক রহমানকে পাকিস্তানের ‘এজেন্ট’ আখ্যায়িত করে হানিফ অভিযোগ করেন,
াত্রলীগের নেতারা এ বিষয়টি নিয়ে তারেক জিয়াকে ‘ফকিরনির পুত’ বলে মšত্মব্য করেছেন।
সুত্রঃ
Click This Link
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
ইনফা_অল বলেছেন: খিস্তি খেউর এর দিন শেষ। মুজিব নগর সরকারের স্বাধীনতার ঘোষনাপত্র অন লাইনে পাওয়া যায় আর ১২ই জানুয়ারী ১৯৭২ এর ইতিহাস ও মুছা সম্ভব নয়।
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
ইনফা_অল বলেছেন: খিস্তি খেউর কারো কারো ট্রেডমার্ক !
২| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪
চলতি নিয়ম বলেছেন: শিক্ষিতের লজিক একধরনের, অশিক্ষিতের আরেক।
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫
ইনফা_অল বলেছেন: প্রশ্ন হল কারা বা কে শিক্ষিত
৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
পাগলা ভাই বলেছেন: হাওয়ামী বুদ্ধি বেশ্যাদের ঘুম হারাম করে দিয়েছেন তারেক রহমান
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
ইনফা_অল বলেছেন:
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ঘাইডা খুব লাগচেগো, গ্যালারীতে বইসা হাতাতালি দিতাচি।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
ইনফা_অল বলেছেন: এভাবে বলতে হয় না...
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬
একজন ঘূণপোকা বলেছেন:
মজার ব্যাপারটা কি জানেন, তারেক অনেক প্রমান ইভেন তাদের নিজেদের লেখা বই থেকেও কোট করে প্রমান দিয়েছেন।
কিন্তু তারা প্রমানের ধারে কাছে না গিয়ে খালি খিস্তি খেউর শুরু করছে।