নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে কিছু আরব দেশ কেন আছে সেটাই বুজলাম না?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮



ইরাকে আইএস বিরোধী অভিযানে বৃটেনের পাশাপাশি যোগ দিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ড বেলজিয়াম ও ডেনমার্ক। যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমনের নেতৃত্বে আছে।

ইহুদী নাসারা'রা ইসলামের বিরুধী হবে এটাই স্বাভাবিক। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কেন রয়েছে সেটাই তো বুঝলাম না?





সুত্রঃ Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

চাঁন মিঞা সরদার বলেছেন:
কারন সেই সব দেশের শাসকেরা ইহুদি নাসারাদের গোলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

ইনফা_অল বলেছেন: তাহলে কি ওই গুলে শুধুই আরব দেশ, মুসলিম দেশ তথা ইসলামিক দেশ নয়?

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

চাঁন মিঞা সরদার বলেছেন:
মুসলিম দেশ আর ইসলামিক দেশ এক নয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

ইনফা_অল বলেছেন: বুঝায়ে বলেন

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই ধর্ম দিয়ে যে দেশ চলে না, তা নিশ্চই বুঝে গেছেন...!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

ইনফা_অল বলেছেন: আপনার জানার কিছু কমতি আছে মনে হয়, নেপাল রাষ্ট্রীয় ভাবে হিন্দু ধর্মের দেশ। এরা কি চলছে না? এ রকম আরো উদাহরন দেওয়া যাবে...।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: আই এস আই একটা সন্ত্রাসী গোষ্ঠী, যাদের টার্গেট কেবল নিরীহ নিরস্ত্র মানুষ। কেবল তাই নয়, তারা ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে ইসলামী মূল্যবোধেরও ক্ষতিসাধন করে চলেছে। বলা হয়ে থাকে, এই গোষ্ঠীটি আমেরিকার তৈরি। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি করার জন্যই এই গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। অচলাবস্থা তরি করার মত প্ল্যাটফরম হয়েছে - এখন আর এই গোষ্ঠীটির কোন প্রয়োজন নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

ইনফা_অল বলেছেন: আই,এস সন্ত্রাসী গোষ্ঠী ! তাহলে আমেরিকা কি? আর বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কেন আমেরিকার সাথে যোগ দিল?

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

পরিবেশ বন্ধু বলেছেন: এরা পা চাটা গোলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৩

ইনফা_অল বলেছেন: তাহলে আই।এস কারা?

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

ইলি বিডি বলেছেন: বলেছেন: আই এস আই একটা সন্ত্রাসী গোষ্ঠী, যাদের টার্গেট কেবল নিরীহ নিরস্ত্র মানুষ। ভাই ধর্ম দিয়ে যে দেশ চলে না, তা নিশ্চই বুঝে গেছেন...!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

ইনফা_অল বলেছেন: আই,এস সন্ত্রাসী গোষ্ঠী ! তাহলে আমেরিকা কি? ধর্ম দিয়ে দেশ না চললে নেপাল চলছে কেমনে?

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

হেডস্যার বলেছেন:
ফ্রান্স, নেদারল্যান্ড বেলজিয়াম ও ডেনমার্ক, যুক্তরাষ্ট্র .....এইগুলার সাথে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আলু, পটল, মুলা, কলা.....ইত্যাদির পার্থক্য হইলো একদল দাড়ি রাখে, জুব্বা পরে আর আরেকদল পরে না।
দেখতেই আলাদা কিন্তু আকামে এক।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

ইনফা_অল বলেছেন: বক্তব্যের সাথে কিছুটা একমত

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আম্রিকার আল কায়েদার মতো নিজেরাই আইএসরে তৈরী করছে।...

আল কায়েদা যেখানে আস্তানা গাড়ছে- আম্রিকা সেটাই দখলে নিছে। এখন এইটা সবাই বুইঝা ফেলায়.. নতুন মাল লাগবে - তাই হল আইএস..

আরব দেশগুলো তাদের রাজতন্ত্র প্রতিষ্ঠা থেকে টিকিয়ে রাখা সবের জন্যই ইহুদীদের সব দিয়ে থুয়ে বসে আছে- তাই জ্বি হুজুরী করা ছাড়া পথ নাই।

মুসলমানদের ঠেকাতে বহু বিভক্তির খেলায় -ফেরকা মাজহাব আর দল উপদলে ভাগ হয়ে তাদের ক্রীড়নক হয়ে খেলছে কেবল .. বোধহীন।



২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

ইনফা_অল বলেছেন: বোধহীন আমরা। যারা আমেরিকা কর্ত্বক ইরাকের প্রায় ২০ লক্ষ মানুষ মারা যাবার পরও ঘরে বসে থেকে কুরআনের আয়াতের অপব্যাখ্যা করি।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

এস এম ইসমাঈল বলেছেন: আসল কারন গদি ঠিক রাখা, সব ডলারের খেলা, বুঝলেন ভায়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.