নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা চাইতে হবে মৃতের আত্মিয়ের কাছে

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

ইসলামী আইনে ক্ষমা চাইতে হবে মৃতের আত্মিয়ের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে নয়।



সে প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হারাম করেছেন; কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি। অতএব, সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। সূরা বনী ইসরাঈল:৩৩

হে ঈমানদারগন! তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যাক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা আল বাক্বারাহ:১৭৮

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

সত্যের পথে আরিফ বলেছেন: আলহামদুলিল্লাহ!

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ইনফা_অল বলেছেন: আলহামদুলিল্লাহ!

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: নিহতের আত্মিয়ের কাছে ক্ষমা চাইবার বিধান থাকলে কি আর ফেণীর গডফাদার তাহের পুত্র বিপ্লব নামের সোনার ছেলেকে বাঁচানো যেত?

কাদের মোল্লা কার কাছে ক্ষমা চাইত? হযরত আলীর কোন আত্মীয়ই তো বেঁচে নেই।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

ইনফা_অল বলেছেন: প্যাচের কিছু নেই। ছেলে বেঁচে না থাকলে মেয়ের কাছে ক্ষমা চাইবে, মেয়ে বেঁচে না থাকলে বউয়ের কাছে, নইলে মার কাছে, নইলে বাবার কাছে। কাছের আত্মিয় না থাকলে দূরের আত্মিয়ের কাছে। একেবারে আত্মিয় না থাকলে ক্ষমা চাওয়ার/পাওয়ার প্রশ্নই উঠে না।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কিছুক্ষন আগে
কেমন যেন কাঁঠাল পাতার গন্ধ পাইলাম।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

ইনফা_অল বলেছেন: রতনে চেনে আর কুত্তা চেনে ...ু

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৭

নিয়েল হিমু বলেছেন: মনে রাখতে হবে এটা গনপ্রজাতন্ত্রী রাস্ট্র কোনো ইসলামিক স্টেট না তাই এখানে সংবিধান পবিত্র গ্রন্থ ।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

ইনফা_অল বলেছেন: দুঃখিত। সংবিধান পবিত্র গ্রন্থ হলে এতো কাটা ছেড়া হয় কি করে

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৬

ইনফা_অল বলেছেন: নিয়েল সাহেব, মাননীয় প্রেসিডেন্ট কামরুজ্জামান বা অন্যান্য যেকোন ফাঁসির আসামী কে বর্তমান আইনের আওতায় ক্ষমা করে দিতে পারেন। মনে রাখবেন বর্তমানে প্রেসিডেন্ট নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.