![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু। আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য, সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়, হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ- প্রত্যঙ্গের।
বাংলা ভাষার স্বদেশ আমার
রক্ত দিয়ে কেনা,
বীর সেনাদের যায় কি দেয়া,
পরিশোধের দেনা?
যে ভাষারই জন্য মা-গো
ঝরলো কত কলি,
সে ভাষাতেই মা-গো তোমায়
মা-মা আমি বলি।
স্বৈরাচারীর আদেশ পৌঁছে
প্রতিবাদের কর্ণে,
সেই সেনারা মিলে গেল
বাংলা ভাষার বর্ণে।
ফাগুন এলে বাংলা যেন
নতুন রূপে সাজে,
সালাম রফিক-তাদের কণ্ঠ
দুঃখের বীণায় বাজে।
©somewhere in net ltd.