![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু। আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য, সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়, হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ- প্রত্যঙ্গের।
শিল্পীর সোনালী তুলির আঁচড়ে ভেসে উঠে তার স্বপ্নের বিশাল জগৎ। কবির কাব্যে ফুটে উঠে তার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা অনেক রহস্যময় কথা। ফুটে উঠে কত আশা, কত সাধ, কত নীল স্বপ্ন। তেমনিভাবে প্রভু ‘কুন’ শব্দের হালকা তুলি দিয়ে এ বসুন্ধরাকে সুন্দর ও মনোরম করে সৃষ্টি করেছেন। সাজিয়েছেন এ পৃথিবীর প্রতিটি রঙিন পাতাকে সুন্দর করে। আর এ পৃথিবীকে তার নির্দিষ্ট কাল র্পযন্ত টিকিয়ে রাখার জন্য মনোনীত করেছেন মানুষকে এবং দান করেছেন মানুষকে তার জীবনের র্সবাধিক গুরুত্বর্পূণ অংশ যৌবনকাল, যৌবনকাল হলো মানব জীবনের ভরা বসন্তকাল। শৈশব থেকে র্বাধক্য পর্যন্ত বির্স্তীণ জীবন-সাহারায় সর্বাধিক গুরুত্বর্পূণ অংশ হলো এই যৌবনকাল। শারীরিক ক্ষমতা, সিদ্ধান্তের দৃঢ়তা, স্বপ্নের প্রাচুর্য আর প্রতিযোগিতার চিন্তার জোরে একজন যুবক এমন অসাধ্যকে সাধন করতে পারে যা সে কৈশরেও ভাবেনি, যৌবনের এই দৃঢ়তা ও স্বপ্নচারিতাহ মূলত মানব জীবনের প্রতিষ্ঠা ও সফলতার সিঁড়ি, সম্ভবত এই কারণেই যুগ-যুগান্তরে সকল বিপ্লবী মহা মানবরাই তাদের দর্শন ও লক্ষ্য বাস্তবায়নের জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন, এই যুব সম্প্রদায়কে। কারণ যৌবনদীপ্ত এই মানব কাফেলার উচ্ছল শক্তি অঙ্গীকার নির্ভীক পদচারণা আর সাহসী হুংকারে সদা কম্পিত থাকে তার চারপাশ তাই কোন সমাজকে শান্তিময়, স্থিতিশীল, সমৃদ্ধ ও আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে ঢেলে সাজাতে হবে সেই সমাজের যুব শক্তিকে। অঙ্গীকারে অবিচল পদক্ষেপে সাহসী বিশ্বাসে অনড়, চিন্তার দূরদর্শী , চেতনায় সদা উদ্যমী এই যুব সম্প্রদায়কে বাদ দিয়ে কিংবা উপেক্ষা করে সুস্থ ও সমৃদ্ধ সমাজ নির্মানের কথা মানেই অলসের স্বপ্ন বিলাস। সচেতন নাগরিক মাত্রই উপলব্দি করে থাকবেন যে, আজ দেশময় বরং বিশ্বময় যে অস্থিরতার নৈরাজ্য ও জঘন্যতার প্রতিযোগিতা চলছে, এর মূল কারণ হলো যুব শক্তির অধ:পতন আর আধুনিক সময়-কালের নাটের গুরু সকল নষ্ট মিডিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য হলো এই যুব সম্প্রদায়। আজ জীবনের সকল ক্ষেত্রেই যখন আমরা পতন ও পচন এবং অবক্ষয়ের অতলে লীন হতে চলেছি তখন রুগ্ন পৃথিবীকে সুস্থ করে গড়ে তোলার জন্য আমাদেরকে অগ্রনর হকে হবে যার উত্তম আদর্শ ও নমুনা হলো রাসূল (সা এর জীবন। আর ধ্বংস নয়, সৃষ্টি ও সৃজনের এ পথে হোক আমাদের জীবনের নবযাত্রা ও নবঅভিযান।
©somewhere in net ltd.