নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৯৯৩ সালের মার্চ মাসের এক রাতে আমার জন্ম। কার চোখে চোখ রেখে আমার চোখ ফোটা জানা নেই। কিন্তু জন্মের পর থেকেই একটা রোগ পেয়ে বসেছে,কারণে অকারণে রেগে যাওয়া।\nবোকা সোকা মানুষ, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এ কারণে খেসারতটা প্রতিনিয়ত দিতে হয়।

অচিকীর্ষু বালক

আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু। আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য, সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়, হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ- প্রত্যঙ্গের।

অচিকীর্ষু বালক › বিস্তারিত পোস্টঃ

★ সত্য-মিথ্যা ★

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সত্য ঢেকে মিথ্যা দিয়ে
কি করবে আর বল,
কু-কাজগুলো ছেড়ে দিয়ে
সত্য পথে চল।
যতই করো ছলচাতুরী
করো বাড়াবাড়ি,
সত্য যখন প্রকাশ হবে
করবে আহাজারি।
হাটঁবে যখন দূর্বাঘাসে
মিথ্যে তরুর ছায়ে,
সত্য তখন কাটাঁর মতন
বিঁধবে তোমার পায়ে।
এখন তোমার মিথ্যে শাসন
জানে না-তো কেহ,
সত্য সে-তো সর্প হয়ে
দংশিবে তোর দেহ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

আমি মিন্টু বলেছেন: বাহ আপনি সুন্দর কবিতা লেখেনতো ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.