![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু। আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য, সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়, হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ- প্রত্যঙ্গের।
বই পড়ার নেশা হয়েছে ছেলেবেলাতেই ৷ সম্ভবত পাঁচ কিংবা ছয় বছর বয়সে আব্বু "মজার মজার গল্প" নামে একটা বই কিনে দিয়েছিলেন ৷ সেইযে গল্পের প্রেমে পড়েছি , আজও সেই প্রেমে ভাটা পড়েনি ৷ বরং প্রেমের তালিকায় নাম বেড়েই চলেছে ৷ গল্পের সাথে যোগ হয়েছে কবিতা, উপন্যাস, আত্মজীবনী, ইতিহাস ইত্যাদি ৷ একটা দীর্ঘসময় পর্যন্ত গল্প-উপন্যাসের কাহিনী,কবিতার ভাষ্য কিংবা ইতিহাসের চমকপ্রদ তথ্যই ছিল আমার বই পড়ার মূলকারণ ৷ তখনো ভাষায় স্বাদ আস্বাদন করতে শিখিনি ৷ ভাবিনি, কিভাবে শব্দের সাথে শব্দ গেঁথে বাক্যের মালা বানাতে হয় ৷ শব্দেরও যে আলাদা স্বাদ আছে, আছে নানা গন্ধ ; তা ছিল অজানা ৷ আর কোনকিছু লিখতে ইচ্ছে হওয়া তো অনেক দূরের কথা ৷ সেসময় আমার সামনে এই নতুন জগতের দ্বার উন্মোচন করেছিল একটি সাহিত্য পত্রিকা ৷ তার নাম "পুষ্প "৷ নামের মত গুণেও পত্রিকাটি ছিল পুষ্পের সৌরভে সুরভিত ৷ ("ছিল" বলছি এজন্য যে,বর্তমানে পুষ্পের "প্রস্ফুটন" বন্ধ রয়েছে ৷) পুষ্পে থাকত নানা রঙের, নানা ঘ্রাণের ছোট বড় অনেক লেখা ৷ বিষয়বস্তুর বিভিন্নতা থাকলেও পুষ্পের মূললক্ষ্য ছিল শিশু-কিশোর এবং তরুনদের সাহিত্যচর্চার পথ দেখানো ৷ "পুষ্প " শিশু-কিশোর,তরুনদের জন্য 'প্রস্ফুটিত' হলেও তার সৌরভ থেকে বড়রাও বঞ্চিত হতনা ৷ "পুষ্প " দুটি পর্বে প্রকাশিত হয়েছে ৷ প্রথম পর্বে ১লা জুমাদাল আখের ১৪২০ হিজরী থেকে ১৪২৩ হিজরীর শাবান পর্যন্ত ২২ টি সংখ্যা এবং দ্বিতীয় পর্বে ১৪২৮ হিজরীর শাবান থেকে ১৪৩২ হিজরীর জুমাদাল উলামা পর্যন্ত ২০টি সংখ্যা প্রকাশিত হয়েছিল ৷ পুষ্পে নিয়মিতভাবে যে বিভাগগুলো থাকত সেগুলো হল :
★প্রথম কথা
★স্বর্ণাক্ষরে: ( বাণী)
★আমার প্রতিজ্ঞা :
★সম্পাদকীয়:
★কোরআনের আলো, হাদীসের আলো: ( একটি আয়াত ও একটি হাদিসের অনুবাদ ও ব্যখ্যা)
★আলকোরআন সম্পর্কে, বিশ্বনবী সম্পর্কে ( বড় মণীষীদের মন্তব্য)
★আন্তর্জাতিক সংবাদ ( পর্যালোচনা)
★জাতীয় সংবাদ ( পর্যালোচনা)
★রম্যরচনা ( "রসের কলমদানি" এর শুরুতেই লেখা থাকে, "ইহা রসে টইটম্বুর একখান লেখা ৷ সুতরাং হে আকলমন্দ পাঠক! ইহাকে বেশী কাত করিয়া পড়িও না, তাহাতে রসটুকু পড়িয়া যাইতে পারে ৷" গোলাম হোসেন নামে একজন অজ্ঞাত ব্যক্তি রম্য কথাবার্তায় সমাজ,রাজনীতি, বিজ্ঞান সহ নানা বিষয়ের অসংগতি তুলে ধরেন ৷)
★বিশেষ লেখা ও প্রবন্ধ
★প্রকৃতির টানে / পর্যালোচনামূলক লেখা
★ভ্রমণকাহিনী
★বিশেষ চিঠি /পুষ্পের প্রতি ভালবাসা
★মর্মস্পর্শী / মৃত্যুর স্মরণে লেখা
★উপদেশমূলক লেখা / বিশেষ চিঠি
★শেখসা'দীর গুলিস্তাঁ ( শেখসা'দীর উপদেশমূলক ঘটনার ছন্দে ছন্দে অনুবাদ ৷)
★ধারাবাহিক লেখা [ "মুসলিম উম্মাহর অধঃপতনে বিশ্বের কী ক্ষতি হল "( যা বহুভাষায় অনূদিত , চিন্তাবিদ ও বোদ্ধা পাঠকমহলে সমাদৃত এবং বাদশাহ ফয়সাল পুরস্কার অর্জনকারী আরবী রচনা "মা যা খাসিরাল আলামু বিনহিত্বাত্বিল মুসলিমিন " এর বাংলা অনুবাদ ) সহ আরো কয়েকটি বইয়ের ধারাবাহিক অনুবাদ]
★তোমাদের চিঠি আমাদের পত্র ( "তুমি রসগোল্লার মত একটা চিঠি পাঠাও, আমি তোমাকে চমচমের মত একটা পত্র দেবো ৷ পুষ্পের পাঠক বন্ধুরা সেই রসগোল্লা আর চমচম খেয়ে বলবে, আহা! কী মজা! " সম্পাদক ভাইয়া আর পাঠকদের মজার খুনসুটির বিভাগ
সাথে সম্পাদক ভাইয়ার খোঁচা ফ্রি
)
★রোজনামচার পাতা
★এসো কলম মেরামত করি ( এই বিভাগে লেখালেখির কায়দা-কানুন, বহুল প্রচলিত ভুল সংশোধন, সাহিত্য-সমালোচনা সহ সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করা হত )
★বানানের জলসা ( নানা শব্দের বানান নিয়ে লেখা রম্যধাঁচের রচনা)
★তোমাদের লেখা আমাদের দেখা ( এই বিভাগে পাঠকদের লেখার ত্রুটি বা ভালদিক নিয়ে আলোচনা করা হত ৷)
★তোমাদের পাতা /তোমাদের লেখা ( পাঠকের লেখার বিভাগ)
★কিশোর পাতা
★কে তিনি
★কচিকাঁচা / কচি হাতের লেখা / ছোটদের রোজনামচা
★শেষের পাতা
এছাড়া কয়েকটি অনিয়মিত বিভাগও ছিল ৷
পুষ্পের প্রতিটি সংখ্যার মলাটে লেখা রয়েছে :
পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য
★
ঈমান ও উন্মাহকে সামনে রেখে যারা মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো ৷
★
এযুগের কলম- জাদুগরদের মোকাবেলায় মুসার "আছা" (লাঠি) হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো ৷
★
যারা চায়, আমার কলমের কালিতে লিখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো ৷
আর এখনো যারা ঘুমিয়ে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো ৷
★
হে বন্ধু!এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও ৷ আমরা চলে যাব, তোমাদের রেখে যাব ৷ তোমরাই হবে আগামী দিনের দিশারী,ভবিষ্যতের কান্ডারী ৷
*********************************
"পুষ্প " থেকে আমি অনেককিছুই পেয়েছি ৷ প্রাপ্তিগুলো সংখ্যায় এতবেশী যে, নির্দিষ্ট করে বলা আমার জন্য কঠিন ৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি হল, যেসময় আমি কোনকিছু লেখার কথা কল্পনাও করতে পারিনা সেসময় পুষ্পের লেখাগুলো পড়ে মনে হত " ইচ্ছে করলে আমিও এমন লিখতে পারবো "৷ আমি মনে করি , পুষ্পের প্রতিটি পাঠকেরই একটিবারের জন্য হলেও এমনটি মনে হয় ৷
আজ হয়তো "পুষ্প " কাগজে প্রস্ফুটিত হচ্ছেনা , কিন্তু পাঠকের মনে "পুষ্প" যে বীজ বুনে দিয়েছে তা থেকে প্রতিনিয়ত ফুটছে নতুন নতুন পুষ্প ৷ আমার বিশ্বাস, আরো বহুকাল এভাবে নতুন নতুন পুষ্প ফুটবে, সুরভিত করবে সবাইকে ৷ পুষ্প বেঁচে থাকবে তার পাঠকদের হৃদয়ের সিঞ্চনে ৷
••••••••••••••••••••••••••••••••••
★
যারা পুষ্প পড়তে পারেননি কিংবা কয়েকটি সংখ্যা পড়েছেন তাদের জন্য তিনটি সুখবর ৷
★
(১)পুষ্পের সবগুলো সংখ্যা দুই ভলিউমে: "পুষ্প সমগ্র" ও "পুষ্প দ্বিতীয় প্রকাশনা" নামে "দারুল কলম "( ইসলামী টাওয়ার ,বাংলাবাজার) থেকে প্রকাশিত হয়েছে ৷
★
(২) পুষ্পের অফিসিয়াল ওয়েবসাইটও আছে, যাতে ইতোমধ্যে দ্বিতীয় প্রকাশনার কয়েকটি সংখ্যা আপলোড করা হয়েছে ৷ ওয়েব সাইটের ঠিকানা http://alqualam.com/
★
(৩)পুষ্পের pdf সংস্করণও তৈরি করা হচ্ছে ৷ ইতোমধ্যে দ্বিতীয় প্রকাশনার কয়েকটি সংখ্যা প্রস্তুত ৷ স্ক্যানার এর দক্ষতায় মানও বেশ ভাল ৷ pdf গুলো পাবেন এই সাইটে Click This Link
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
অচিকীর্ষু বালক বলেছেন: এই প্রশ্ন কেন চাঁদগাজী ভাই?
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
জনাব মাহাবুব বলেছেন: ভাল একটি বইয়ের সন্ধান দিলেন?
পড়ে দেখতে হবে
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
অচিকীর্ষু বালক বলেছেন: জি ভালো পত্রিকা, পড়ে দেখতে পারেন। তবে এখন তা সাময়িকের জন্য প্রকাশ বন্ধ।
৩| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭
রহমত উল্লাহ চৌধুরী বলেছেন: লেখককে কিভাবে ধন্যবাদ জানাব জানিনা। আমি অনেক খোঁজ নিয়েছি, পাইনি। এখন প্রবাসে থাকি। অনলাইনে অনেক খুঁজেছি, পাইনি। অসংখ্য ধন্যবাদ লেখককে।
পুষ্প নিয়ে অনেক কথাই বলা যায়। আমার প্রথম ভাল লাগা একটি পত্রিকা। লেখক হওয়ার জন্য, ভাল অনুভুতি জাগানোর জন্য, শিশুদের মনে ভালবাসার বীজ বপন করে পুষ্প।
আল্লাহ তায়ালা সম্পাদক উত্তম প্রতিদান দান করুক।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
হাফিজ রাহমান বলেছেন: চমৎকার লিখেছেন বালক ভাইয়া ! লেখালেখির সাথে আমার পরিচিত হবার পথে পুষ্পের অনেক বড় ভূমিকা রয়েছে। এক আধটু লেখারও সুযোগ হয়েছে সেখানে। আপনার রিভিউটি পড়ে অতিশয় মুগ্ধ হলাম। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
"প্রথম পর্বে ১লা জুমাদাল আখের ১৪২০ হিজরী থেকে ১৪২৩ হিজরীর শাবান পর্যন্ত ২২ টি সংখ্যা এবং দ্বিতীয় পর্বে ১৪২৮ হিজরীর শাবান থেকে ১৪৩২ হিজরীর জুমাদাল উলামা পর্যন্ত ২০টি সংখ্যা প্রকাশিত হয়েছিল ৷ "
-পুস্প কি আরবদেশে প্রকাশিত হয়েছিল?