![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু। আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য, সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়, হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ- প্রত্যঙ্গের।
তোমার সাথে আমি অনেক সময় কাঁটিয়েছি। তোমাকে আমার অনেক কথা শুনিয়েছি। সময়ে অসময়ে তোমার কাছে ছুটে গিয়েছি। কখনো গভীর নির্জন রাতে। কখনো সদ্য জেগে চোখ মেলে। দুঃখের সময়, হতাশার সময় তোমার কাছে হাজির হয়েছি। চোখের অশ্রু ফোটা তোমাকেই দেখিয়েছি। সুখ আনন্দের দিনে তোমাকেই অকৃত্রিম হাসি দেখিয়েছি। তুমি সবসময় আমাকে সঙ্গ দিয়েছো, আমার থেকে মুখ ফিরাওনি। অথচ আমার সাধারণ ব্যস্ততা আমাকে তোমার থেকে গাফেল রেখেছে। তবুও তমি রাগ করো নি, আমি তোমার কাছে যেতেই তুমি সব রাগ ঝেড়ে আমাকে কাছে টেনে নিয়েছো, সঙ্গ দিয়েছো। যতটুকু সময় চেয়েছি তুমি মানা করো নি। আমি রাগ করলেও তুমি রাগ করো নি। আমি না ডাকেলেও তুমি ডাকা বন্ধ করো নি। আমার কোন সময় তোমার জন্য নির্ধারিত ছিলো না অথচ তোমার পুরো সময় ছিলো আমাকে ঘিরে। তুমি কতবার ডেকেছ আমি সাড়া দেই নি। তুমি কত সময় অপেক্ষা করেছো আমি যাই নি।
“তোমার অভিসারের পূর্ণ হয়েছে।” এতো কিছুর পরও তুমি সাড়া দিয়েছো মুখ ফিরাওনি। কাছে এসেছো পিছু হটো নি। অপেক্ষার প্রহর গুনেছো রাগ করো নি। তবুও মিলনে অভিসারে প্রেরণা দিয়েছো, বিচ্ছেদের অভিসারে সান্ত্বনা দিয়েছো।
হে স্মৃতিজড়িত দিনলিপিখাতা! তোমাকে আমার খুব মনে পড়ে।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৩
অচিকীর্ষু বালক বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
ফেরদৌসা রুহী বলেছেন: পড়ার সময় বুঝতেই পারিনি দিনলিপিখাতা নিয়ে লিখছেন
খুব ভাল লিখেছেন।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪
অচিকীর্ষু বালক বলেছেন: পড়া শেষে অন্য ভাবনা থেকে ফিরে এসেছেন সেটার জন্য ধন্যবাদ!
৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬
সকাল রয় বলেছেন: ভালো লাগলো
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪
অচিকীর্ষু বালক বলেছেন: ধন্যবাদ।
৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
ইয়েলো বলেছেন: সুন্দর লিখেছেন
৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর বাক্যসয়লাবে দিনলিপি প্রিতি ফুটাতে পেরেছেন।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
অচিকীর্ষু বালক বলেছেন: ধন্যবাদ।
৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো অনেক।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
অচিকীর্ষু বালক বলেছেন: ধন্যবাদ।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
হাফিজ রাহমান বলেছেন: পুষ্পের সৌরভ পেলাম আপনার কলমে। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।
সুপার লাইক।