নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

“বাবা” (কবিতা)

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪



আজ অবদি দিতে পারিনি কিছু,
শুধু দিয়েছি কষ্ট,ঝরিয়েছি অশ্রু।
তুমি নিঃস্বার্থ ছিলে,ছিলে অকৃপন,
চাহিবা মাত্র দিয়েছ উজাড় করে-
সাধ্যের মধ্যে পেরেছো যত টুকুন।

নতুন শার্ট নতুন প্যান্ট পরেছি শুধু আমি,
এসবের সামান্য টুকুও তুমি পরোনি জানি।
মাকে দিতে পারনি ভালো শাড়ি-গহনা,
শুধুমাত্র আমার দিকে চেয়ে সয়ে গেছো যত যাতনা।

আমি তখন ছোট্ট ছিলাম
একটু একটু মনে পড়ে,
ঘন কালো মেঘ পুরো আকাশ জুড়ে,
হঠাৎ বাজ পড়ার শব্দ!
আমি ভয়ে চিৎকার দিয়ে উঠেছিলাম।
তুমি কোথা থেকে দৌড়ে এসে
আমায় বুকে তুলে জড়িয়ে নিলে।
আদর করে অভয় দিলে।

যখন পূর্নতা পেয়েছি গতরে বেশ শক্তি,
গায়ের জোরে সব করেছি,
করিনি এতটুকু শ্রদ্ধা-ভক্তি।
তবুও তুমি রাগ করনি,
মায়ের অভিমানী দৃষ্টি যখন আমার দিকে-
তখন বলেছ থাকনা ওরা ছেলে মানুষ,
ওদের আছে কি আর অত হুশ?
আমি বুঝিনি, বুঝিনি তখন,
তুমি ছিলে কতটা আপন॥

বিঃদ্রঃ এটা আমার প্রথম লেখা ব্লগে সবাই অনুভুতি জানাবেন।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল।

শুভ কামনা হ্যাপি ব্লগিং।

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ আপনাকে... স্রাঞ্জি সে ।

২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

উম্মে সায়মা বলেছেন: বাবাকে নিয়ে অনুভূতির প্রকাশ ভালো লাগল। বানানের প্রতি আরেকটু মনযোগী হবেন আশা করি।
সুন্দর হোক ব্লগীয় পথ চলা.....

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ আপনাকে। মনযোগী হব ইন্ শা-আল্লাহ্।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


খুব ভাল লিখেছেন! শুভেচ্ছা ও শুভকামনা!

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

এ.এস বাশার বলেছেন: অনুপ্রাণিত হইলাম। ধন্যবাদ আপনাকে .....ভ্রমরের ডানা ।

৪| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

রাকু হাসান বলেছেন: অন্য রকম কবিতা ,বাাবকে নিয়ে ..শুভ ব্লগিং । সঠিক ভাবে আপনার পোস্টে কমেন্টের প্রতি উত্তর করতে নিচের ছবির লাল দাগ অংশে ক্লিক করলে অপশন আসবে ,তখন লিখে প্রতিউত্তর দিলে,যে কমেন্ট করেছে নোটিফিকেশন পাবে । বুঝতে পারবে আপনি তার কমেন্টের প্রতি উত্তর কি লিখেছেন । অন্য রকম কবিতা ,বাাবকে নিয়ে ..শুভ ব্লগিং । সঠিক ভাবে আপনার পোস্টে কমেন্টের প্রতি উত্তর করতে নিচের ছবির লাল দাগ অংশে ক্লিক করলে অপশন আসবে ,তখন লিখে প্রতিউত্তর দিলে,যে কমেন্ট করেছে নোটিফিকেশন পাবে । বুঝতে পারবে আপনি তার কমেন্টের প্রতি উত্তর কি লিখেছেন ।

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

এ.এস বাশার বলেছেন: নতুন তাই অজানা অনেক কিছু । ধন্যবাদ আপনাকে সঠিক নিয়ম শেখানোর জন্য।মনে রাখব আপনাকে।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই...

৬| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

বাকপ্রবাস বলেছেন: শুভ ব্লগিং। সুস্থ্য, সুন্দর এবং দীর্ঘায়ু ব্লগ জীবন কাম্য

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭

এ.এস বাশার বলেছেন: আপনারা পাশে থেকে অনুপ্রেরণা যোগালেই....
আমার ব্লগ জীবন সার্থক হবে...
আপনার মেয়েকে নিয়ে একটা ছড়া পড়লাম...অসাধারন হয়েছে...
আপনার মেয়ে এবং পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করি...

৭| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটি পড়ে গেলাম। বাবাকে নিয়ে ব্যক্ত অনুভূতি স্পর্শ করে গেল।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। শুভ ও নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.