নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

কল্পনা ও বাস্তবতার মাঝে!

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২




শরতের কাশবনে সাদা সাদা ফুল,
মনের আকাশে-
অজানা খুশি খেলিছে দোল।

ঝিরি ঝিরি বাতাসে উড়ে যেতে চেয়েছি,
কল্পনাই ভেসেছি শুধু-
বাস্তবে উড়ে যেতে পেরেছি কি ?

যেদিকে চেয়েছি শুধু দেখেছি প্রকৃতির বিশালতা,
হারিয়ে যাবার ভয়ে-
আঁকড়ে ধরেছিলাম এক টুকরো তৃনলতা।

বুঝতে পারিনি চোরা বালিতে তার মূল,
শক্ত করে ধরেছিলাম-
এটাই ছিল জীবনের বড় ভুল ।।

বিদ্রঃ কল্পনা মায়াজাল আর বাস্তবতা বেড়াজাল ।।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

ঋতো আহমেদ বলেছেন: বাহ্ সুন্দর ছন্দে লেখা কবিতা। ভালো লাগলো

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

এ.এস বাশার বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি ব্লগে নতুন। আশা করি অনুপ্রেরণা যোগাবেন।

২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

এ.এস বাশার বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাকু হাসান বলেছেন: এত ভাল কবিতা আরও পাঠক পড়ার উচিত,মন্তব্য ও কম ,মন খারাপ করবেন ভাই ...হয়ে যাবে ....আপনার কবিতা যথেষ্ট মান সম্মত লাগছে আমার কাছে ।
নিচের লিংক টা কাজে লাগতে পারে,সময় করে পড়লে ব্লগিং করার ব্যাপারে ,এটা

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

এ.এস বাশার বলেছেন: চির কৃতজ্ঞ রাকু ভাই ।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। তবে কবিতার সাথে ছবির মিল হয়নি, কবিটা যতটা এডাল্ট ছবি ততটা শিশু মনে হল হা হা হা হা

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

এ.এস বাশার বলেছেন: সুক্ষদর্শী আপনি.... সত্যিই একদম মানানসই হয়নি...
এটা আমার সরণেই আসেনি....এখনি সংশোধন করছি...
নেতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ...শুভকামনা ভায়ের জন্য..

৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চালিয়ে যান।
সুন্দর লেখা।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ ইতিবাচক মন্তব্য........
শুভকামনা ভায়ের জন্য.....

৬| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে, সুন্দর ছন্দে সুন্দর কবিতা। ভালো লেগেছে। + +
আপনার প্রথম পোস্ট "বাবা" পড়েও একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন এবং উত্তর দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.