নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি মূখর ক্ষণে

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪



আজ এই বৃষ্টি মূখর ক্ষণে,
প্রিয়া তোমায় পড়ছে মনে।
ক্ষণে ক্ষণে পুলকিত হিয়া,
গাহিয়া উঠিতেছে বৃষ্টির গান।
প্রিয়া তুমি কত্ত দূরে-
ভাবিয়া হিয়ার সুতোয় পড়িতেছে টান।।
হৃদয়ের গহীনে কল্পনারা বাধিয়াছে ঘর,
তুমি পাশে থাকলে বুঝিতে প্রিয়া-
আমি তোমার কেমন বর ।।

মনে পড়ে কি প্রিয়া কদম বিহনে,
গোধুলি লগনে শ্রাবণের বারিধারায় বদ্ধ দুজনে,
বাহুখানি ধরিয়া গাহিতেছিলে-
আজই ঝর ঝর মূখরও বাদলও দিনে -
সেই সুর এখনো বাজিতেছে প্রিয়া মনে।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাক্য গঠন অনেক সুন্দর হয়েছে। তবে বানানের বিষয়ে আরেকটু খেয়াল রাখবে হবে।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

এ.এস বাশার বলেছেন: জি,,, বানানের দূর্বলতা আছে। ধন্যবাদ আপনাকে। বানান শুদ্ধ করতে চেস্টা করবো।।

২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার ব্লগের কবিতার শুরুটা আমার থেকেও সুন্দর! চালিয়ে যাবেন!

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

এ.এস বাশার বলেছেন: হে গুনগ্রাহী- আপনার মন্তব্যে ভিষন অনুপ্রাণিত। এভাবেই পাশে থাকবেন, সাথে আছি আপনাদের।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

লাবণ্য ২ বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

এ.এস বাশার বলেছেন: আপনিও বেশ ভাল লিখেন। মন্তব্যে অনুপ্রাণতি।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

এ.এস বাশার বলেছেন: আপনাকে ধন্যবাদ রাজীব নুর ভাই। আপনার পোষ্ট গুলো একদিন পড়তে আসব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.