নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

নিশীথের গল্প (কবিতা)

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬




নিশী যখন আসে-
কষ্টের নীল ভেলা ভাসে,
কৃষ্ণ নিশীথের খাঁজে খাঁজে-
জীবনের কত গল্পই না মিশে থাকে।

এখানে দুঃখ আছে-
মাঝে মাঝে সুখও আসে,
কখনও হাসা হাসি!
আবার কখনও দুঃখের বানে ভাসা ভাসি।

তন্দ্রাহীন দুটি আঁখি-
উড়ে যেতে দেখেছে কত পাখি,
নিরাশার স্বপ্ন নিয়ে হতাশ দৃষ্টিতে-
কে জানে হয়ত- সরাক্ষণ ভিজে চলেছে নয়নের বৃষ্টিতে।

জোছনা মাখা রাতে-
ঝিঁঝিঁ পোকার ডাকে,
রয়েছে কত কান্নার শব্দ,অজানা-
কাউকে দেখিনি, দিয়েছে এতটুকু সান্তনা!

এক সাগর দুঃখ নিয়ে-
কেউবা হেসেছে কেউবা কেঁদেছে,
হৃদয়ের কুটিরে লুকিয়ে রেখেছে কত না জানা কষ্ট,
এক নিশীতেই শেষ হয়ে যায় কি- জীবনের সব গল্প?



১৫.০৭.১৮
০০:৪৫:০১

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

এ.এস বাশার বলেছেন: আপনার কিছু লেখা পড়েছি অসাধারণ লেখেন আপনি। অবসরে সব লেখা পড়ব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লিখেছেন ।।ভালো লাগলো।।


আপনার লেখা কি প্রথম পাতায় স্থান পেয়েছে???

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

এ.এস বাশার বলেছেন: না মামুন ভাই। ব্লগে আমি জন্ম নিলাম মাত্র।
কবিতা ভাল লেগেছে জনে অনুপ্রাণিত হলাম।
আপনার ব্লগ ঘুরে আসব একদিন।
শুভকামনা আপনার জন্য।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

এ.এস বাশার বলেছেন: অনুপ্রাণিত হলাম আপনাকে ধন্যবাদ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

নীল আকাশ বলেছেন: ভাই, আপনার মনে তো বেজায় দু:খ দেখছি !!!!!!!!!!!!!!
২টা কবিতা পড়লাম ২টাই ছ্যাকা খাওয়া .......
প্রেমের কবিতা নাই ?
এমনই জীবন টা অনেক ছোট!! এত দু:খ নিয়ে বেচে থেকে কি লাভ...
লাকি ভাইয়ের এই কবিতা টা পড়ে দেখেন!!!!!! Click This Link

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

এ.এস বাশার বলেছেন: জি ভাই... এটাই আমার অনুপ্রেরণা........

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১

নীল আকাশ বলেছেন: অনুপ্রেরণা কে শক্তিতে পরিনত করুন!!!!!!!!!!
একটা মেয়ের জন্য এত সুন্দর একটা জীবন নষ্ট করার কোনো মানে হয় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.