নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি কার (কবিতা)

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭




ভাবতে অবাক লাগে তুমি কি-
সেই মায়ের সন্তান?
যে মা পান করিয়েছে-
নিজ বুকের শুদ্ধ স্তন।
যদি তা'ই হয় তবে কি করে পার-
নির্ভীক চিত্তে হাতুড়ি ধরতে,
সহোদর হয়ে সহোদরের বুকের -
তাজা রক্ত ঝরাতে।
তুমি কি সত্যিই সেই মায়ের সন্তান!
যে মা স্বাধীনতার জন্যে-
জলাঞ্জলি দিয়েছে আত্মসম্মান,
হারিয়েছে আপন সন্তান।
জানিনা- এই দাম্ভিকতার বড়াই,
চলবে কত কাল-
দিন-মাস-বছর না-কি শতাব্দী,
জয়ী হবে কি যৌক্তিক সংস্কারের দাবি।
জানি না ! আর কত ঝরবে রক্ত,
খালি হবে আর কত মায়ের বুক।
দাবি আদায় না হলে-
আর কত মায়ের সন্তান রবে অভুক।
স্বাধীনতা তুমি কার-
হাতুড়ি মামুনের! না কি?
নিরস্ত্র সহজ-সরল আমজনতার।
না কি? অন্যায়ের সমর্থনকারী দুষ্টু প্রেতাত্মার।

#কোটা সংস্কার আন্দোলন সফল হোক ন্যায়ের বিপ্লবীরা হোক প্রাণবন্ত।
আমি ব্লগে নতুন আশা করি অনুপ্রেরণা যোগাবেন। ভুল-ক্রটি ধরিয়ে দেবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া। সাম্প্রতিক সময়ের ইস্যু নিয়ে একদম বাস্তব কবিতা।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১১

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তব চিত্র দেখতে পাই। সুন্দর লেখা ছিলো এটি ভালোলাগা রেখে গেলান

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

এ.এস বাশার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আল মামুন ভাই । আপনিও খুব ভাল লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.