নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

বেহায়া মন (কবিতা)

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০



তন্দ্রাচ্ছন্ন আঁখি তব রজনীতে
নীভৃতে স্বয়নে স্বপনে-
দ্বিধান্বিত হৃদয় যপে তোমারে।

কত স্মৃতি কত কথা দর্পণের ন্যায়
ভেসে উঠে মনের পর্দায়-
তুমিহীনা ব্যাথিত হৃদয় শুন্য তাই।

ভিতর বলে আসুক বাহির বলে থাক
বাস্তবতার দাবানলে রুদ্ধ শ্বাস-
বিবেকের দ্বারে বিবেক'ই দংশিত আজ।

বাস্তবতা বড় কঠিন- এখন আর হয় না
দূরত্বটা বড্ড বেশি- মেনে নেয়া যায় না-
তবুও অবাধ্য হৃদয় বারণ শুনে না।

বেহায়া লোভী মন ছুটে যেতে চাই সেই,
বিশ্বাসঘাতিনী অবলার দ্বারে-
শত-সহস্র দ্বিধা- তবুও বারে বারে।


১৬/০৭/২০১৮
০১:১৬:০০

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: ইসলামে কি এই বেপর্দা নারীর ছবি সমর্থন করে? জানি না এটা কোনমেয়ের ছবি, তার অনুমতি কি আছে পাবলিক প্লেসে ব্যাব হার করার?

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

এ.এস বাশার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ছবিটা পরিবর্তন করা হল।

২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: ভালোবাসা

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

এ.এস বাশার বলেছেন: শুভকামনা আপনার জন্য.....

৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

লাবণ্য ২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ .... আপনাদের ভালো লাগাই আমার স্বর্থকতা.......

৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সরল কবিতা পড়ে সুখ পেলাম।

কবিকে অনেক শুভকামনা রইল। লাইকও দিয়েছি ।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

এ.এস বাশার বলেছেন: চির কৃতজ্ঞ ......শুভেচ্ছা নিয়েন.......

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩

নীল আকাশ বলেছেন: কবিতা পুরাই ঝাকানাক হয়েছে.......
দু:খ হলো মেয়েরা কোনদিন ছেলেদের কষ্ট বোঝার চেষ্টা করে না............

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

এ.এস বাশার বলেছেন: জি ভাইয়া ... তবে দুঃখ নাই...
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য চির কৃতজ্ঞ....
ভালো থাকবেন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.