নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

আনমনে পিছু ফেরার টান

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯




আজ ভোর বেলায়
পাখিদের কুজনে,
পুলকিত হিয়া আনমনে
কল্পনার গগনে স্মৃতি কুড়ে,
আল্পনায় খচিত তরী বেয়ে
কুহু কুহু রবে বলে গেল,
তাহারেই পড়ে মনে।।

মাছরাঙ্গা আর কোকিলের গানে
প্রকৃতি যেন ফিরে পেল নতুন প্রাণ।
হিয়ার মাঝে বাজিতে লাগিল,
আনমনে পিছু ফেরার টান।।

তখনও হিয়া গাহিতেছিল কল্পনার গান,
খানিক সময় বাদে মনে হল,
দোয়েলের শীষে যন্ত্রনার বান!
কল্পনার প্রায় অবসান-
টুনাটুনি টুনটুন করে বলে গেল,
ফিরিস নারে ফিরিসনা !
এ যে পিছু ফেরার টান।।

২১.০৭.২০১৮
ভোর- ০৫:০৩:০০
মীর্জাপুর, গাজীপুর-১৭০৩

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

এ.এস বাশার বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ... ভালো লিখতে পেরেছি জেনে ভিষন অনুপ্রাণিত.......
নিরন্তর শুভকামনা রইল....

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

রাকু হাসান বলেছেন: বাহ বাহ ,চমৎকার কবিতা আপনার । ভোরের যেন স্বচ্ছ চিত্রকল্প করেছেন ,কবিতায় । কবে যে আপনার লেখা প্রথম পাতায় পাব । খুব তাড়াতাড়ি আপনার লেখা আমি প্রথম পাতায় চাইবো । দোয়া থাকলো বাশার ভাই । কবিতা তে লাইক দিতেই হয় ,

ভাল থাকবেন ,পাশে থাকবেন,লিখুন পড়ছি ,পড়বো

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

এ.এস বাশার বলেছেন: বাহ বাহ ,চমৎকার কবিতা আপনার । ভোরের যেন স্বচ্ছ চিত্রকল্প করেছেন ,কবিতায় । কবে যে আপনার লেখা প্রথম পাতায় পাব ।
অনেক অনেক ভালবাসা ও ধন্যবাদ রাকু ভাই হৃদয় কাড়ানো মন্তব্যের জন্য। আপনিও ভাল লেখেন আমি জানি, আমি তেমন কিছুই না, আমার লেখা আপনাদের ভালবাসার ফসল মাত্র। এরকম মন্তব্য পেলে লেখার উদ্যম বেড়ে যায়। আশা করি পাশে থাকবেন আমি একটি উপন্যাস লেখছি ইনশা-আল্লাহ সেটা প্রথম পাতাতেই পড়তে পারবেন খন্ডাকারে............
শুভকামনা ও ভালবাসা রইল আপনার জন্য....

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

রাকু হাসান বলেছেন: বাশার ভাই ! আপনার মন্তব্য পেয়ে ,আবার মন্তব্য করতে আসলাম । খুব সুন্দর করে প্রতি উত্তর দিয়েছেন । আমার প্রশংসাকরেছেন । আমি চেষ্টা করি ভাল করতে , এখনো মাত্র ,একটি গল্প কবিতা দিলাম , এখনো অনেক পরিক্ষার বাকি আছে । নিজেকে প্রমাণ করাও , তবে যা দেওয়া হয়েছে তাতে আপনাদের ভাল লেগেছে ,জেনে আমার লেখা সার্থক হয়েছে ,সেটাই ভাল লাগা । ইনশাআলআহ্ চেষ্টা থাকবে ভাল করার ।

আপনার উপন্যাসের কথা শুনে সত্যিই ভাল লাগছে । লিখুন ...পড়বো ..প্রথম পাতায় আসুন ,খুব তাড়তাড়ি ,আমাার বিশ্বাস আপনা প্রথম পাতার কুব বেশি ধেরি নেই ।

প্রথম পাতায় চাই আপনাকে খুব তাড়তাড়ি ,

শুভরাত্রি ভাই

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ পুঃমন্তব্যের জন্য....
নিরন্তর শুভকামনা রইল..

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামনা রইলো ।
কবিতা পাঠে অনেক ভালো লেগেছে।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১২

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠ ও ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত ..... নিরন্তর শুভকামনা ও ভালবাসা রইল আপনার জন্য....

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

সামিয়া আক্তার শেহা বলেছেন: খুব ভাল লাগল।
আপনার জন্য শুভ কামনা রইল।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

এ.এস বাশার বলেছেন: খুব ভাল লেগেছে জেনে পুলকিত ও আনন্দিত....
আপনার জন্যও শুভ কামনা রইল.......

৬| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

অফ টপিকঃ কবিতা'টি পড়ে ২০১৪-১৫'র কথা খুব মনে পড়তে। তখন অন্ত্যমিল ছাড়া কবিতা চিন্তাও করতে পারতাম না।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫

এ.এস বাশার বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুনায়েদ ভাই আপনার সৃজনশীল মন্তব্যের জন্য।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা সুন্দর। এই কবিতায় কিছু শব্দ বা ভাব পুরোনো ধাচের। এটার দুইটা ধারণা হতে পারে, ওল্ড ইজ গোল্ড আবার পড়তে গিয়ে সমসাময়িক বিচ্যুতি এমনটাও হতে পারে।

শুভেচ্ছা জানিয়ে রাখলাম নতুন ব্লগার তায়।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

এ.এস বাশার বলেছেন:
সে দিন ভোরের আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। পাখিদের কলকাকলি শুনতে বেশ লাগছিল!....
মনের অজান্তেই ভাষাগুলোর উদয়..... ওল্ড ইজ গোল্ডই বলতে পারেন...
সৃজনশীল মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ...
আপনার লেখা কবিতা আমার ভাললাগে.....

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাশার ভাই

দারুন কবিতা লিখেছেন। শুধু কবিতা নয় আরও অন্য কিছু পোস্ট করুন,

সুন্দর মতামত দিন, ব্লগে সময় দিন দেখবেন সেফ হয়ে গেছেন।

ভাল থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

এ.এস বাশার বলেছেন: অফিসের কাজের চাপে লেখার সময় পাচ্ছি না মাইদুল ভাই.....গঠন মূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ... সময় পেলে নিশ্চয় লিখব... আপনিও ভাল থাকবেন....

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর ।

শুভেচ্ছা নিয়েন।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.