নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

আত্ম কথন (কবিতা)

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০



হৃদয়েশ্বরী ঋতূ
আগে যেমনটা দেখেছ
আমি এখনো তেমনটাই ভিতু,
সাদাসিধে আর ভিষন লাজুক।

ভালবেসে সংগোপনে, নিরর্থক-
সংশয়ের জাল বুনেছিলে মনে।
শত-সহস্র লাঞ্ছনা বঞ্চনা নিভৃতে,
লুকায়িত সঞ্চিত কণ্টক কিনারে।
তোমার ধারনা হয়তো আমি ধূর্ত-
ক্ষুধার্ত, বহু কামনা আমার কাম্য,
আসলেই কি এসব সহজাত সহজলভ্য!
না কি-- আমি নির্লজ্জ-- বুঝাতে ব্যর্থ।।

ক্ষণে ক্ষণে অতৃপ্ত আত্মা অদৃষ্টের খুঁজে,
অসংলগ্ন মরীচিকার পিছু পিছু ছুটে।।
যেদিকেই চাই-- হায়-- কেউ নেই কেউ নেই!
তোমারই প্রতিচ্ছবি অন্যের মাঝে প্রজ্বলিত-
তোমার সাজে আমারই হিয়ার গহীনে খুজে পাই।
ঋতূ-- এখনো কি সংশয়! ভয় নাই-- ভয় নাই,
কোন অবলারেই বক্ষ কোনে দেইনি ঠাঁই।।

দ্বিধা আর ঘৃণার ভাড়াটে দুর্বৃত্তরা হায়--
দিনে রাতে আমায় কুরে কুরে খায়।
মিছরির ছুরি দিয়ে আঘাত হানে সন্তর্পণে--
কেউ দেখে না লালিত দাগের ক্ষত- অন্তরে।।

উৎসর্গ- ঋতু (যদিও এই নামে আমি তাকে কখনোই ডাকিনি)
০৭.০৮.২০১৮
রাত ১০:৩০
গাজীপুর-১৭০৩

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রাকু হাসান বলেছেন: বাশার ভাই কবিতা দারুণ লাগলো ,ভাল কবিতা । প্রথম মন্তব্য করতে পেরে ভাল লাগছে । সেই সাথে প্রথম লাইক :-B

শুভকামনা থাকলো ।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

এ.এস বাশার বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত রাকু ভাই,,,,,দেরিতে রিপলে দেয়ার জন্য...অফিসের কাজে অনেক ব্যাস্ত আছি .... সময় পেলে আপনার নতুন লেখা পড়ব......শুভকামনা আপনার জন্য......

২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

রাকু হাসান বলেছেন: বাশার ভাই আরেক টি কথা বলবো ,মডুরা কয়েকজন কে সেফ ঘোষণা করলো । তার মধ্যে দেখলাম যারা হলো তাদের মধ্যে কয়েকজন অনেক কম পোস্ট দিয়েছে । কমেন্ট ও কম অথচ সেফ হলো সে তুলনায় আপনি ঢের এগিয়ে । এ পোস্টে

এবং ফেসবুকে মডুদের নিক দিয়ে অনুরোধ করলে আপনার প্রথম পাতায় সুযোগ শুধু সময়ের অপেক্ষা বলে আমার মনে হয় ।
আপনার প্রথম পাতার উচ্ছ্বাস প্রকাশের অপেক্ষায় আছি । শুভকামনা থাকলো ।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৯

এ.এস বাশার বলেছেন: হৃদয় কাড়ানো সু-পরামর্শের আন্তরিক ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা রইল।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

কবিতায় ভালোলাগা +++

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

এ.এস বাশার বলেছেন: আপনার প্রীশু টা অনেক ভাল লাগে...স্রাঞ্জি সে...
মন্তব্যের জন্য ধন্যবাদ................

৪| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুন লিখেছেন।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

এ.এস বাশার বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাই... প্রীতি ও শুভেচ্ছা নিয়েন......

৫| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর। +++++++++++++++++++++++++++

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ.............
প্রবাসী ভাইয়ের জন্য আন্তরিক শু-কামনা.....

৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ ! ++

লিখতে থাকুন।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

এ.এস বাশার বলেছেন: মন্তব্য ও পাঠে আন্তরিক ধন্যবাদ.... সৌরভ ভাই...

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ই হয়েছে বলা যায়।

গত কাল অফিসে প্রচন্ড ব্যস্ত থাকায় আপনার দেওয়া লিংকে ঢুকতে পারিনি বলে দুঃখিত।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

এ.এস বাশার বলেছেন: প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা নিয়েন মাইদুল ভাই.......
কবিতা পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত.......

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম গাজী বলেছেন: দারুণ রিখেছেন প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

এ.এস বাশার বলেছেন: সৃজনশীল মন্তব্যের জন্য ধন্যবাদ নিজাম ভাই... প্রীতি ও শুভেচ্ছা জানবেন.....

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি বেশ ভালো লাগলো। ++


শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

এ.এস বাশার বলেছেন: পদাতিক ভাই.... আপনার ভালোবাসার গভীরতা অনেক.....
আপনার প্রতি ভালোবাসা ও শ্রোদ্ধা বেড়ে গেল......

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় ভালো লাগা! শুভেচ্ছা রইল!

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

এ.এস বাশার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডানা ভাই।।।।
প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

রাকু হাসান বলেছেন: বাশার ভাই কি খবর আপনার ,কেমন আছেন,ঈদ কেমন কাটলো ?

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

এ.এস বাশার বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো। আপনার?

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৭

এ.এস বাশার বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্যে।
প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাশারভাই,

৮ তারিখের পরে অনেকদিন হয়ে গেল। নুতন পোস্টের অপেক্ষায় রইলাম।


শুভকামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

এ.এস বাশার বলেছেন:

পদাতিক ভাই একটি উপন্যাস লেখার কাজ চলছে এবং অফিসের কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি।
আজ সকালে আমার জীবনের কয়েকটি লাইন লেখেছি পড়ে ভাল লাগলে মন্তব্য রেখে যাবেন।
উপন্যাস নিয়ে দ্রুত আপনাদের নিকটে আসছি......

অনেক অনেক ভালোবাসা ও শ্রোদ্ধা জানবেন....

১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা অনেক সুন্দর লিখেছেন +


লিখতে থাকুন, শুভ কামনা রইলো।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

এ.এস বাশার বলেছেন: শাহরিয়ার কবীর ভাই লেখা আমি পড়েছি অনেক ভালো লিখেন আপনি।
নতুন লেখা পড়ার নিমন্ত্রন থাকলো....
অনেক অনেক ভালোবাসা ও শ্রোদ্ধা জানবেন...

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.