নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

নিয়তির বিভীষিকা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪




অভিমানী তুমি আমি সব ভুলে এক হলাম,
কেউ ভাবেনি তুমি আমি পুরনো যুগোল ছিলাম-
যেন এক জোড়া কপোত কপোতী হানিমুনে এসেছে
অতিথিরা ভেবেছে হয়তো- নব দম্পতি এরা,
ভালোবাসার রঙ্গিন উন্মাদনায় মেতেছে।

পুনর্মিলন শেষে বিদায়ের ঘনঘটা ঘন্টা নাড়ে,
বুকটা ফেটে চৌচির হয়ে যায়- দেবনা তোমায় দেবনা যেতে!
সখি মোরে জাপটে ধরে কান্নায় ঢলে পড়ে,
সান্ত্বনার এক পশলা বৃষ্টি বিসর্জন দিয়ে বলি তারে-
আমি হারিয়ে যাবনা এইবার রব তোমারই পাশে।

কিন্তু বেলা শেষে কি হল! সেই তিক্ততায় নেমে এলো-
যখন দূরে চলে যাই ভুলে যাও আমাদের মিলন মেলা।
পুরনো দ্বন্দ কলাহোল নিয়ে অবিরাম কর খেলা।
কিসের অভাব তোমার- অপূর্ণতা কোথায়,
আমিও পাইনি খুঁজে, তাই এবার চির বিদায়!

আর হয়তো হবেনা দেখা তোমার আমার,
গত হয়ে গেল ভালোবাসার সন্ধিক্ষণ আবার-
হৃদয় নিংড়ানো জমানো ভালোবাসা ঢেলে দিয়ে
শূন্য আমরা, দ্বিধাগ্রস্ত পুরনো স্মৃতির তিক্ততা নিয়ে।
শেষ হয়ে গেল সব, থাকলো না আর কোন অস্তিত্ব,
হয়তো বিধাতাই চান না আমাদের পুনর্মিলন!
তাই এত দ্বিধা-দ্বন্দ-বাঁধা শত এবং অসীম দূরত্ব।


ছবি: রাজশাহী পদ্মা গার্ডেন ও পদ্মা নদীর দৃশ্য।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

সূচরিতা সেন বলেছেন: চমৎকার করে ফুতিয়ে তুলছেন কবির ভাবভঙ্গিময় কবিতায়। ভাল লাগা রেখে গেলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা। গঠন মূলক মন্তব্য লিখতে উৎসাহ যোগায়।
ভালো থাকবেন সব সময়।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাশারভাই,

বাহা! ভাবনার কথামালায় মুগ্ধ হলাম।

শুভকামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

এ.এস বাশার বলেছেন: পদাতিক ভাই আপনার ভালবাসাই সিক্ত হলাম।
বিনম্র শ্রোদ্ধা জানবেন.....

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বলেছেন: শিক্ষণীয়।ভালো লাগলো পড়ে ভাইয়া।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

এ.এস বাশার বলেছেন: গঠন মূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সাইন বোর্ড বলেছেন: বেশ কয়েকটি কবিতা পড়লাম, ভাল লাগল, তবে কবিতায় কথার বিস্তারের চেয়ে ভাবনার বিস্তার বেশি থাকা দরকার । শুভ কামনা রইল ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা।
বেশ কিছু কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো।
বিনম্র শ্রদ্ধা জানবেন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহজসরল সাবলীল পোস্ট। ভা‌লো লাগ‌লো। ***

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

এ.এস বাশার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন...

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা সাহিত্যের সব চেয়ে কঠিন শাখা। আপনি সেই শাখায় বিচরণ করছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

এ.এস বাশার বলেছেন: আবারও মন্তব্য রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা গুলো পড়েছি,সাজ্জাদ ভাই। মালোয়েশিয়ার খুব গুরুত্ব পূর্ণ তথ্য সম্বলিত লেখা যা প্রবাসী ভাইদের খুব উপকারে আসে।
সকলের ভালোবাসা ও আশির্বাদ লেখায় প্রেরণা যোগায়।আশা করি পাশে থাকবেন।
বিনম্র শ্রোদ্ধা জানবেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাকু হাসান বলেছেন: খুব ভাল লিখেছেন । কবিতায় কবির আক্ষেপ পেলাম । কবিতায়+ । আমি অপনার প্রথম পাতায় আগমনের অপেক্ষায় আছি । শুভকামনা । ভালবাসা থাকবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে মুগ্ধতা। অনেক অনেক ভালোবাসা রাকু ভাই। আপনার লেখা লেখার ধরন আমার খুব খুব ভালো লাগে।

এই লেখা দিয়ে প্রথম পাতায় আসতে দেয়া যায় কি না সে বিষয়ে মুডুরা হয়তোবা অনেক ভাবছেন। আমি মেইল করেছিলাম। কোন উত্তর দেয়নি। কোনো পরামর্শ থাকলে জানাবেন।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

রাকু হাসান বলেছেন: ভাই আমি অনুরোধ করবো ,সেটার পাশাপাশি আপনি Click This Link পোস্টে মন্তব্য করে রাখুন । সাথে ফেসবুকেও জানান । খুব তাড়াতাড়ি হয়ে যাবেন :-B । বলে দিলাম,,,আপনি িএ কাজ করে মিষ্টি রেডি করতে থাকুন । শুভকামনা ও দোয়া আছে আমার আপনার উপর ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

এ.এস বাশার বলেছেন:

প্রিয় রাকু ভাই আপনার পরামর্শে কাভা ভাইয়ের পোস্টে মন্তব্য রেখে আসলাম এবং ফেসবুকেও জানিয়ে রাখলাম।
দোয়া করবেন যেন তাড়াতাড়ি প্রথম পাতায় লেখার অনুমতি পাই।
হলুদ গোলাপের শুভেচ্ছা নিবেন.....

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

ঋতো আহমেদ বলেছেন: বাহ, বেশ ভালো। এভাবে সংখ্যায় ভাগ করে দিয়েছেন যে !

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

এ.এস বাশার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ঋতো ভাই। আমিও ভেবেছিলাম বিষয়টা নিয়ে.......

বেগুনি গোলাপের শুভেচ্ছা নিবেন....

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব ভাল লেগেছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

এ.এস বাশার বলেছেন: আপনাদের ভালো লাগায় কবি স্বর্থকতা......মন্তব্যে কৃতজ্ঞতা....

প্রীতি ও শুভেচ্ছা নেবেন মেহেদি ভাই.....

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


কোন এক সময়, কিছু কিছু বিষয়, নিয়ন্ত্রের বাহিরে চলে যায়

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪

এ.এস বাশার বলেছেন: একদম খাঁটি কথা দাদু। কিছু সময় কিছু বিষয় অনুকুলে থাকা আবশ্যক.....

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় বাশারভাই,

সেফ পোস্টের শিরোনাম 'তীর্থের কাক ' করুন। তির্থ বানানটি ঠিক নয়। যথারীতি এই কমেন্টটি ডিলিট করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.