নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

তীর্থের কাক অবশেষে আনন্দ উল্লাস!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১



সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার যার অশেষ কৃপায় এখনো শ্বাস প্রশ্বাস চলমান। সহব্লগার বৃন্দ আন্তরিক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানবেন। আপনাদের ভালোবাসায় আজ আমিও সেফ হলাম। এখন থেকে আমার লেখাও প্রথম পাতায় আসবে। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মডু বৃন্দকে। সেফ হওয়ার আনন্দে কি করব বুঝতে পারছি না। কি ভাবে লিখলে কৃতজ্ঞতা প্রকাশিত হয় এই মুহূর্তে বুঝানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। তারপরও যাদের ভালোবাসায় আজ আমি সিক্ত তাদের নাম গুলো স্মরণ করতে চাই। তার আগে সবাই মিষ্টি মুখ করে নিন।



প্রথমেই বলতে হয় রাকু হাসান ও পদাতিক চৌধুরী ভাইয়ের কথা দুই ভাইয়া সব সময়ই আমার পাশে ছিলেন। যাদের ভালোবাসা সীমাহীন। সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন। আমাকে কখনও হতাশ হতে দেননি। আমার সেফ হওয়ার পেছনে রাকু ভাইয়ের বিশেষ অবদান আছে। অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়ের জন্য।
ঋতো আহমেদ ও বাকপ্রবাস ভাই আমার ভুল গুলো ধরিয়ে দিতেন। ভুল ধরার পিছনে পদাতিক ভাইয়েরও বিশেষ অবদান আছে। যারা ভুল ধরিয়ে দেয় তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

এছাড়াও যাদের অনুপ্রেরণামূলক মন্তব্যে আমার লেখা সার্থকতা খুজে পেত তাদের নাম আমি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিকতার সহিত স্মরণ করছি।
রাজীব নূর ভাই, সেলিম আনোয়ার ভাই, চাঁদ গাজী দাদু, সনেট কবি, লাবণ্য 2, উদাসী স্বপ্ন, নীলআকা৩৯, কাইকর, কথার ফুল ঝুড়ি!, স্রাজ্ঞি সে, ভ্রমরের ডানা, উম্মে সায়মা আপু, স্বপ্নবাজ সৌরভ, আখেনাটেন, জুনায়েদ বি রহমান, মো: মাইদুল সরকার, মো: নিজাম গাজী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাওসার চৌধুরী, ল, সাইন বোর্ড, সুচরিতা সেন, শামচুল হক, শাহরিয়ার কবির, নীলপরি, রোকনুজ্জামান খান, সামিয়া আক্তার শেহা, পবিত্র হোসাইন, আব্দুল্লাহ আল মামুন আরও অনেকে। যারা মন্তব্য না করে ভিজিট করেছেন ও আমার লেখা পড়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সত্যি কথা বলতে যে লেখায় কোন ইতি বাচক বা নেতি বাচক মন্তব্য থাকেনা সে লেখা একেবারেই মূল্যহীন। তাই যে লেখাটি পড়বেন ইতি বাচক বা নেতি বাচক মন্তব্য করার চেষ্টা করবেন।

ব্লগের আরো যাদের সাথে এখনো পরিচয় হয়নি তারা প্রস্তুত থাকুন এক কাপ গরম গরম গ্রীন টি নিয়ে। আগে অবশ্য লাল চা খেতাম! যেহেতু সামু একটি লেখার মুক্ত মঞ্চ সুতরাং এখানে মতামত ও লেখার ভিন্নতা থাকবেই। তাই বলে চা খাওয়াবেননা তা হবেনা। ;)

পরিশেষে সকলের আশীর্বাদ চাই।

মন্তব্য ৬৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।
অনেক শুভ কামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে আনন্দিত। দোয়া করবেন পাঠককে যেন ভালো লেখা উপহার দিতে পারি।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

কামরুননাহার কলি বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ কলি আপা...
আশা করি পাশে থাকবেন......

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা। হ্যাপী ব্লগিং। নিরাপত্তা অটুট থাকুক । !:#P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

এ.এস বাশার বলেছেন: বিনম্র শ্রোদ্ধা জানবেন সেলিম আনোয়ার ভাই।
আপনারা আছেন বলেই নতুন প্রজন্মের সৃষ্টি.....আশা করি নতুনদের অনুপ্রেরণা যোগাবেন...

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসংখ্য অসংখ্য মোবারকবাদ
অনেক শুভ কামনা।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

এ.এস বাশার বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।
উষ্ম ভালোবাসা জানবেন......

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভেচ্ছা, প্রথম পাতায় স্বাগতম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

এ.এস বাশার বলেছেন: দোয়া করবেন তারেক_মাহমুদ ভাই....
মন্তব্যে জন্য ধন্যবাদ........

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন ও শুভেচ্ছা।

সাধরণ মানুষের পক্ষে লিখুন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

এ.এস বাশার বলেছেন: সাধরণ মানুষের পক্ষে লিখুন ... ইনশা আল্লাহ দোয়া করবেন দাদু যেন সাধরণ মানুষের পাশে থাকতে পারি.....
আপনারা আছেন বলেই নবীনদের আগমন,,,,,,,,

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

অচেনা হৃদি বলেছেন: প্রথম পাতায় স্বাগতম ভাইয়া।
:)
আপনার লেখা পড়তে সুযোগ পাইনি কখনো। তবে আপনার মন্তব্যগুলো চমৎকার।

এবার প্রানখুলে লিখতে থাকুন, অনেক শুভকামনা রইল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

এ.এস বাশার বলেছেন: আপনার লেখা পড়তে সুযোগ পাইনি কখনো। তবে আপনার মন্তব্যগুলো চমৎকার। @ ধন্যবাদ হৃদি আপা। আমি আমার শুরু থেকেই আপনার লেখা পড়ি এবং মন্তব্য করি।

এবার প্রানখুলে লিখতে থাকুন, @ :) আপনারা পাশে থাকলেই কেবল এটা সম্ভব।
ভালো থাকবেন সুস্থ থাকবেন....

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: আমি ব্লগ খোলার পর কেমনে কেমনে জানি সেফ হয়ে গেলাম, বেশি সময়ও লাগেনি মনে হয়। তখন সেফ হওয়ার গুরুত্ব এত বুঝিনি। এখন সেফ হয়ে অনেকে আনন্দিত হয়, উৎসাস প্রকাশ করে আমি এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি।
শুভকামনা আপনার জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

এ.এস বাশার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নূর আলম হিরণ ভাই। সত্যিই আমি খুব আনন্দিত। অনেকে এক বছর লিখেও সেফ হতে পারে না সেখানে আমি মাত্র দুই মাসেই সেফ। বুঝুন এবার আনন্দ কোথায়।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

রাকু হাসান বলেছেন:

প্রকৃতিকে আরও অপরুপ করতে এখন শরৎ ধরায়। সে শরৎ কে বরণ করে নিতে শিউলিরা এমে এসছে ।আর আমি আপনাকে বরণ করে নিতে শিউলি নিয়ে হাজির হয়েছি । সেই শিউলি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন বাশার ভাই ।

আমাকে যেভাবে উপস্থাপন করেছেন সেটাই সত্যিই আপ্লুত আমি । সবার প্রতি আপনার স্যেজন্যবোধ দারুণ । আমি যেহেতু প্রথম পাতায় একটু আগে এসেছি তাই আমার দায়িত্ব ছিলো ,একটু তথ্য দিয়ে সাহায্য করা ,মনে হচ্ছে সেটা সার্থক । এভাবেই তথ্য সহযোগিতা পাক নতুনরা সেই প্রত্যাশা সবার কাছে ।প্রথম পাতার ব্যাপারে আপনার কমেন্টে বলেছিলাম .......খুব তাড়াতাড়ি হয়ে যাবেন :-B । বলে দিলাম,,,আপনি িএ কাজ করে মিষ্টি রেডি করতে থাকুন । শুভকামনা ও দোয়া আছে আমার আপনার উপর ।
দেখলেন তো হয়েই গেলেন :) ।আমি দেখছি ভবিষ্যৎ বলে দিতে পারি ,জ্যোতিষ হয়ে গেলাম নাকি ;) ।ভাইয়ের জন্য অসংখ্য শুভকামনা । এখন থেকে আপনার কবিতা প্রথম পাতায় আসবে জেনে খুব ভাল লাগেছে । :-B

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

এ.এস বাশার বলেছেন: কি দিয়ে করি আরাধনা,
দিয়েছেন শিউলির অভ্যর্থনা।
আমি দিলেম কাশফুল---
জানি না অতি তুচ্ছ হয়ে গেল কি না!!


ভালোবাসায় ভরপুর নিবেদিত প্রান--
সবের তরে বিলিয়ে দেন, যেন অফুরান!
সে আর কে বলুন-----
সে যে আমার প্রিয় ভাই--- রাকু হাসান।।
উদার মনের মানুষ সে যে,
সজাগ থাকেন দিনমান-
নবীন দেখলেই ঝাপিয়ে পড়েন-
অনুপ্রেরণা যোগান অবিরাম!!

প্রান ঢালা ভালোবাসা রইল রাকু ভাই,,, সত্যিই আপনি জ্যোতিষ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ভুয়া মফিজ বলেছেন: অভিনন্দন আপনাকে। অাশাকরি, চমৎকার সব লেখা খুব শীঘ্রই পাবো!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

এ.এস বাশার বলেছেন: ইনশা-আল্লাহ সে দিন আর বেশি দূরে নেই। আশা করি পাশে থাকবেন.....

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: অভিনন্দন ভাইয়া

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

এ.এস বাশার বলেছেন: Mehedi Hasan Hasib আপনিও দ্রুত প্রথম পাতায় চলে আসবেন। কখনো হতাশ হবেন না। আপনার লেখার মান ভালো আছে। আমরা পাশে আছি সব সময়।
ধন্যবাদ....

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন সব সময়।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:

অভিনন্দন

অভিনন্দন

ফন্ট পেইজে এবার মাতিয়ে রাখুন। আপনার কবিতা দিয়ে।


-বাসার ভাই মিষ্টি দিয়ে কই উধাও হয়ে গিয়েছেন। একটা কথা। মিষ্টি খেয়ে যে। রস লেপ্টে আছে হাতে। মানে একটা টিস্যু দিলে।

ভাল হত :>

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

এ.এস বাশার বলেছেন: স্রাঞ্জি সে @ অফিসের কাজে ভিষন ব্যস্ত ছিলাম আজ। সকালে কোন রকম লিখে পোস্ট করতে পেরেছি মাত্র।
মিষ্টি যখন খাইয়েছি টিস্যু তো পাবেনই..... এই নিন...টিস্যু........

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন।



অভিনন্দন। আপনার অগ্রযাত্রা শুভ হোক।

সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনার মত মননশীল একজনকে প্রথম পাতায় ঠাঁই করে দেয়ায়।

আপনার অগ্রযাত্রা শুভ হোক।

সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনার মত মননশীল একজনকে প্রথম পাতায় ঠাঁই করে দেয়ায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

এ.এস বাশার বলেছেন: দোয়া করবেন নতুন নকিব ভাই। আপনার ইসলামীক কবিতা ও ইসলামের বিষয় ভিত্তিক লেখা আমার খুব ভালো লাগে।...

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:
প্রথম পাতায় আপনাকে স্বাগতম; অভিনন্দন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

এ.এস বাশার বলেছেন: @ আগগে জনাব আশীর্বাদ দিন.....
যেন আপনার মত লিখতে পারি......

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

জাহিদ অনিক বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ অনিক ভাই.........

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পার্টি হবে বস।।। পার্টি হবে।।। ভালোবাসা রইলো।।। পার্টি হবে বস।।। পার্টি হবে।।। ভালোবাসা রইলো।।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

এ.এস বাশার বলেছেন: বাস জমে গেল আড্ডা মিষ্টি সাথে ঝাল মুড়ি........

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দোয়া চাই।।। ভালোবাসা চাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

এ.এস বাশার বলেছেন: ভালোবাসি তো........পাশে থাকবেন আশা করি,,,,,

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন। নিয়মিত থাকুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ। নিয়মিত আছি এবং থাকব......

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

মিষ্টি যখন খাইয়েছি টিস্যু তো পাবেনই..... এই নিন...টিস্যু........



ধন্যবাদ বাসার ভাই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

এ.এস বাশার বলেছেন: স্রাঞ্জি সে আপনার লেখা ভালো লাগে.... সময় মত পড়ে আসব,,,,,
আশা করি মিষ্টি খেয়ে তৃপ্তি পেয়েছেন......

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

স্রাঞ্জি সে বলেছেন:
খাইছি।

বেশ লাগল।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সনেট কবি বলেছেন: খুব খুশীর বিষয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

এ.এস বাশার বলেছেন: জি প্রিয় কবি.. অনেক খুশি আজ...
ক্ষুদ্ররা যখন বৃহৎ কিছু পাই তখন তারা আবেগি মনটাকে আটকে রাখতে পারে না...
মন্তব্যে আপনাকে পেয়ে ধন্য হলাম.....

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জীবন ফুলে-ফলে ভরে উঠুক, আর ব্লগ ভরে উঠুক ভালো ভালো লেখায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

এ.এস বাশার বলেছেন: আপনার জীবন ফুলে-ফলে ভরে উঠুক, আর ব্লগ ভরে উঠুক ভালো ভালো লেখায়। @ জি আশীর্বাদ দিন...যেন আপনাদের মত সুন্দর সুন্দর লেখা পাঠককে উপহার দিতে পারি.....

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ ! মন্তব্যে কৃতজ্ঞতা.....

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

হাবিব ইমরান বলেছেন: শুভেচ্ছা ৷

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ ! মন্তব্যে কৃতজ্ঞতা.....

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় বাশারভাই,

স্যরি ! স্যরি ! স্যরি। দেরীতে আসার জন্য স্যরি।

আমি একটু আগে ব্লগে এসে প্রথমে শ্রদ্ধেয়া চঞ্চল হরিনীআপুর পোস্টে কমেন্ট করে আপনার পোস্টটি চোখে পড়লো। দারুণ আনন্দ পেলাম আপনার আজকের এই মানোন্নয়নে। অভিনন্দন আপনাকে । এবার সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন।

অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় বাশারভাইকে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

এ.এস বাশার বলেছেন: দেরি করে আসলেন! তাতে ক্ষতি কি আপনাকে শেষ পর্যন্ত পেয়েছি আমি ধন্য।

এবার সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন।@ কথা দিচ্ছি আমার পরবর্তী পোস্ট আপনাদেরকে মুগ্ধ করবে।
বিনম্র শোদ্ধা ও অফুরান ভালোবাসা জানবেন.....

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

মোঃ হোসাইন খাঁন বলেছেন: শুভকামনা রইলো ভাই । আমি ব্লগে নতুন সেফ হবার কয়েকটি টপিক জানাতেন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

এ.এস বাশার বলেছেন: আপনার ব্লগ আমি দেখে এসেছি,,,,,,,সুন্দর সুন্দর লেখা পোস্ট করুন....
অন্যান্য ব্লগাদের লেখাই সুন্দর সুন্দর মতামত দিন......
আপনিও সেফ হয়ে যাবেন........শুভকামনা রইল আপনার জন্য,,,,,,

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: এ.এস বাশার ,



স্বাগতম ।
শ্বাসপ্রশ্বাস আরো যুগ যুগ ধরে চলবে এ আশা রাখছি । সে শ্বাস যেন আমাদের আশও মেটায় ।

শুভেচ্ছান্তে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

এ.এস বাশার বলেছেন: শ্বাসপ্রশ্বাস আরো যুগ যুগ ধরে চলবে এ আশা রাখছি । সে শ্বাস যেন আমাদের আশও মেটায় । @ জি দোয়া করবেন আহমেদ জী এস ভাই যেন সুন্দর চির সবুজ বৃক্ষ রোপন করতে পারি আপনাদের জন্য....শ্বাসপ্রশ্বাস অবিরত থাকুক অবিরাম.......

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

রাকু হাসান বলেছেন: কিছু কারণে মনটা আনমনা ছিলো । আজ টি তিনটি কারণে অনেক ভাল লাগছে । তারমধ্যে একটি কারণ হলো আপনার পোস্ট ও কবিতা । সত্যি আপ্লুত । কিভাবে যে অনুভূতি প্রকাশ করবো বুঝতেছি না ।

তুচ্ছ হলো না ,তুচ্ছ হলো না
কিভাবে করি স্রষ্টার উপহার অবমাননা ,
আজি তিনেক কারণে মন ছিলো ভারি
প্রাণচঞ্চল কবিতাখানি মন টা দিল ভরি
এক খন্ড শরৎ যেন নামিল ,করিলো মিলনমেলা

নগন্যজন কে করিলেন অনন্যজন,
থাকুন হৃদমাঝারে হয়ে প্রিয়জন।
কি দিয়ে করিবো আপনার স্তুতি,
ছন্দ বা উপমা ধরিছে না কোনো স্মৃতিি,
এতই অনুর্বর মাথা নিয়ে আছি বাঁচি।

পিচঢালা পথেও যদি চলে আপনার রথ,
অবলীলায় হয় যেন সেই ব্রত।
ফুলের সৌরভের মত হোক আপনার সাহিত্যকর্ম,
এই পোস্ট সেই সে দিন করুক প্রাণভরে গর্ব ।

ভালবাসায় সিক্ত আমিিএভাবেই ভালবাসায় বাঁচতে চাই কবি ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

এ.এস বাশার বলেছেন: ভাইয়ের প্রতি ভাইয়ের অপার ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক যুগ থেকে শতাব্দী অবিরত.....
অসাধারন পুংতিমালায় আমি ঋদ্ধ.....সব সময় হাসি খুশি থাকুন সুস্থ থাকুন......
আপনার ভালোবাসায় ভরে উঠুক সামু ব্লগ.......

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুভকামনা আপনার জন্য, ব্লগিয়ের পথে দেখা হবে আশা করি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জানবেন। অবশ্যই দেখা হবে ইব্‌রাহীম ভাই......
ভালো থাকবেন....

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

আবু মুহাম্মদ বলেছেন: দীর্ঘ ৮ মাসেরও অধিক সময় পেরিয় গেল কিন্তু আমি আজও সেফ হতে পারলাম না। কারণ কি কারো জানা আছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

এ.এস বাশার বলেছেন: নিয়তির বিভীষিকা এই পোস্টের রাকু হাসান নামের ভাইটির মন্তব্য গুলি অনুস্বরণ করুন। আর মিষ্টি রেডি করতে থাকুন। আশাকরি আপনিও খুব তারা তারি সেফ হয়ে যাবেন।
শুভকামনা রইল আপনার জন্য......

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন :)

স্বাগতম :) চলুক ব্লগাভিযান অন্তহীন

+++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ...........চলছে চলবে অভিযান অন্তহীন!

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

স্রাঞ্জি সে বলেছেন:


নতুন লিখা দইন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

এ.এস বাশার বলেছেন: স্রাঞ্জি সে ভাই অফিসের ব্যস্ততার মাঝে একটি ব্যতিক্রমী পোষ্ট দিলাম আশা করি ভালো লাগবে.......
লেখার প্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ...

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: নিরাপদ ঘোষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা!
তবে এটাই শেষ কথা নয়। এখন মানসম্মত লেখা দিয়ে ব্লগে ইতিবাচক অবদান রাখুন, অন্যের লেখায় মন্তব্য রেখে নিজের ভাবনাগুলোকে সবার সাথে শেয়ার করুন। কোন ক্যাচালে জড়াবেন না, তবে সুস্থ বিতর্কে অংশ নিতে চাইলে যুক্তির সাথে নিজ বক্তব্য উপস্থাপন করুন। এ পোস্টে মন্তব্যের সংখ্যা দেখে মনে হচ্ছে আপনার প্রাথমিক মিথষ্ক্রিয়া ভালই হয়েছে, এটাকে এগিয়ে নিয়ে যান। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

এ.এস বাশার বলেছেন: জি জনাব চেস্টার ক্রটি থাকবে না। কিন্তু মাঝে মাঝে অফিসের কাজের চাপে একদমই নাজেহাল হয়ে পড়ি।
আশা করি গুনীজনদের আশীর্বাদ অনুপ্রেরণা যোগাবে......

৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে আনন্দিত। দোয়া করবেন পাঠককে যেন ভালো লেখা উপহার দিতে পারি।

ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.