নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

দাদুকে নিয়ে দুষ্ট মিষ্ট কবিতা

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২



রুম ঝুম বৃষ্টি ধারায়,
তোমায় মনে পড়ে,
গামছা খানি কাঁধে জড়ায়ে,
ছুটে যেতাম শিব গাঁঙ্গের পাড়ে।
তখন অনেক ছোট্ট ছিলাম,
মনে পড়ে না অনেক কিছু,
শুধু এটুকুই বলতে পারি দাদু,
কখনো ছাড়োনি আমার পিছু।
পাড়ার সব ছেলেরা মিলে,
করতাম যখন খেলা,
হৈ হুল্লোড়ে ভরে যেত,
শিব গাঁঙ্গের জলা।
তুমি বলতে হয়ছে খেলা,
এবার বাড়ি চল,
বলতাম আমি- আর একটু দাদু,
এখনো থামেনি শ্রাবণ ঢল।
অনেক সময় রেগে গিয়ে,
চুপটি করে কানটি ধরে,
আলতো করে মলা দিয়ে বলতে,
মা যে তোর চিন্তা করছে।
এবার বাড়ি চল বলছি!
উফ্ ও দাদু লাগছে তো !
ছাড়ো না এবার কানটি,
বাড়ি যাবার আগেই,
নেবে না কি প্রাণটি?
কানটি তুমি ছেড়ে দিয়ে,
জাপটি দিয়ে তুলে নিতে কাঁধে।
অবুঝ হৃদয় বুঝেনি তখন-
যখন তুমি ছিলে।
স্নেহ মাখা আদর গুলি পড়ছে এখন মনে।


কবিতাটি অনেক আগের লেখা,এইচএসসি পরীক্ষার পর সম্ভবত ঠিক মনে নেই,কিছুটা সংস্করণ করা হয়েছে।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল লাগল কবিতা পাঠে । +++

কিন্তু আমি দাদুর সংস্পর্শ পায়নি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

এ.এস বাশার বলেছেন: আমি যৌথ পরিবারে বড় হয়েছি। দাদু আমাকে খুব ভালোবাসতো স্রাঞ্জি সে ভাই।
আহাঃ শুনে খারাপ লাগলো আপনি দাদুর সংস্পর্শ পাননি....
প্রথম মন্তব্যে চায়ের নিমন্ত্রন্য....


২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সেদিন কী পাবো ফিরে???

সুন্দর ।


শুভকামনা রইল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

এ.এস বাশার বলেছেন: আহা! সেদিন কী পাবো ফিরে???@ ভাই সত্যই বড়ই রঙ্গিন ছিল দিন গুলি। মনে পড়লে এখনকার দিনগুলি আর্টিফিসিয়াল মনে হয়।
প্রীশু নিয়েন......

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: আজ তিনমাস হল আমার দাদা চলে গেছেন :( আপনার লেখায় আবার ভীষণ মনে পড়ে গেল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

এ.এস বাশার বলেছেন: Mehedi Hasan Hasib বলেছেন: আজ তিনমাস হল আমার দাদা চলে গেছেন :( আপনার লেখায় আবার ভীষণ মনে পড়ে গেল। দাদা আসলে অন্যরকম, মা বাবার কাছে চেয়ে যখন পছন্দের জিনিস পেতাম না তখন দাদুই ছিল শেষ ভরসা।
ভালবাসা জানবেন মেহেদী ভাই।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: অনেক মিস করি পুরনো সেই দিনগুলোকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

এ.এস বাশার বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: অনেক মিস করি পুরনো সেই দিনগুলোকে।@ আসলে ছোটবেলার স্মৃতি গুলি খুব মধুর হয়ে থাকে। সময়ের বিবর্তনে মানুষ আর্টিফিসিয়াল হয়ে যাচ্ছে......
মন্তব্যের জন্য ধন্যবাদ.......

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

এ.এস বাশার বলেছেন: শ্রদ্ধা জানবেন.......

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

বাকপ্রবাস বলেছেন: ছেলেবেলা, গ্রাম, স্নান, দাদু, গামছা ইত্যাদি স্মৃতি সম্বলিত নষ্টালজিয়া

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

এ.এস বাশার বলেছেন: বাকপ্রবাস বলেছেন: ছেলেবেলা, গ্রাম, স্নান, দাদু, গামছা ইত্যাদি স্মৃতি সম্বলিত নষ্টালজিয়া ঠিক বলেছেন ভাইয়া এই শব্দগুলোর মধ্যে একধরনের কম্পন রয়েছে যা মনকে পুলকিত করে।
ভালো থাকবেন সব সময়.....

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

হাবিব ইমরান বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

এ.এস বাশার বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন.........

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: দাদু কে নিয়ে দুষ্ট ও মিষ্ট কবিতা ভালো লেগেছে ।

আমার দাদু অনেক ছোটবেলায় মারা গিয়েছে কিন্তু বাবা মা এর কাছে ওই সময়ের দাদু ও আমাকে নিয়ে কিছু মজার কথা শুনেছি খুব ভালো লাগে ওইগুলো ভাবলে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

এ.এস বাশার বলেছেন: দাদু কে নিয়ে দুষ্ট ও মিষ্ট কবিতা ভালো লেগেছে ।@ কথার ফুলঝুরি! প্রীতি ও শুভেচ্ছা নিয়েন। অনেক দিন পর আপনার দেখা পেলাম বলতে পারেন সেফ হওয়ার পর প্রথম।


আমার দাদু অনেক ছোটবেলায় মারা গিয়েছে কিন্তু বাবা মা এর কাছে ওই সময়ের দাদু ও আমাকে নিয়ে কিছু মজার কথা শুনেছি খুব ভালো লাগে ওইগুলো ভাবলে । শুনে খারাপ লাগছে আপনি আপনার দাদুর সান্যিধ্য পাননি। আমার দাদু খুব ন্যায় পরায়ন ছিলেন। খুব ভালবাসতেন আমাদের দু ভাই বোনকে। সমস্ত আবদার দাদুকে দিয়েই ফলপ্রসু করতাম। দাদুর সাথে অনেক স্মৃতি আছে আমার। কোন একদিন হাজির হব সে গুলো নিয়ে। আমার খুশি গুলো ভাগা ভাগি করব আপনাদের সাথে।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নজসু বলেছেন: দাদুর সাথে কতনা মজা করেছেন।
আফসোস আমি কখনও আমার দাদাকে দেখিইনি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

এ.এস বাশার বলেছেন: সমবেদনা জানাই। দাদু গত হবার পর খুব বেশি মিস করি তাকে,,,,
ভালো থাকবেন....

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হলো আমি কখনও দাদুকে নিয়ে কবিতা লিখি নাই।
যখনই আফসোস করতে যাব, তখনই মনে পড়লো- আরে আমি তো কবিতা লিখতেই পারি না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

এ.এস বাশার বলেছেন: রাজীব ভাই প্রীতি ও শুভেচ্ছা নিয়েন.....
চেষ্টা করুন একটা হযবরল কবিতা লিখে ফেলুন,,,,, বাকিটা আমরা সামলে নিব। B-) ;)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাকু হাসান বলেছেন: এ যেন আমার দাদু কে নিয়ে আমার হাতের লেখা কবিতাটা । শৈশব মনে পড়ছে ।দাদুদের আদর স্নেহ বকা আহ কত ভালো লাগে । েএখনও দাদু সেই আদরেই রাখতে চাই । এমন টপিক নিয়ে কবিতা লেখায় অভিনন্দন বাশার ভাই । আর প্রথম মন্তব্যকারী চা পান করানো টা খুব ভালো লাগছে :) । শুনেছি আগে এই নিয়ম ছিলো সামুতে । আমি পাইনি । অামি চেষ্টা করি এটা বজায় রাখতে । আপনার পোস্টে তা দেখে ভালো লাগছে আমার । :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

এ.এস বাশার বলেছেন: বরাবরই আপনার মন্তব্যে মন ছুয়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি......
চা পান করানোটা আপনার কাছ থেকেই শিখেছি....আমি জানতাম না সামু তে এরকম হত......
দুই লাইন কবিতা আপনার জন্য....

শৈশব মানেই স্মৃতি মাখা আনন্দ...
দাদুর মুখের দুষ্ট মিষ্ট ছন্দ-
যতবারই শুনেছি লাগেনিতো-মন্দ!! B-) ;)



১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জানবেন.....জনাব....

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো।

আপনার দাদুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানবেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

আরোগ্য বলেছেন: যদি আমার দাদু থাকতো।শৈশবে মারা যান

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

এ.এস বাশার বলেছেন: আরোগ্য বলেছেন: যদি আমার দাদু থাকতো।শৈশবে মারা যান




শুনে ব্যথিত হইলাম ভাইটি,
দাদু থাকিতে বুঝিয়া উঠিনি-
ভালোবাসা ছিল কত খাঁটি।
যখন তিনি গত হইলেন বুঝিলাম-
উপলব্ধিতে কতখানি ঘাড়তি!!

মন্তব্যে ব্যতিত হৃদয় আরোগ্য পেল ভাইটি.....
অসীম ভালোবাসা জানবেন.......

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

এ.এস বাশার বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানবেন সামচুল ভাই... মন্তব্যে আপনাকে পেয়ে ধন্য।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

এ.এস বাশার বলেছেন: নিরন্তর শুভকামনা।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ মাশাআল্লাহ্‌। অনেক ভালো লিখেছেন স্যার। এমন হাজারো দাদু দের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

এ.এস বাশার বলেছেন: ফারিহা হোসেন প্রভা দয়া করে স্যার বলে সম্বধন করবেন না। ব্লগে আমরা সবাই ভাই বোন সম্বধন করি। আমার জানা মতে তুমি হচ্ছো ব্লগের সর্ব কনিষ্ঠ ছোটবোন সুতরাং তুমি আমাদের অনেক স্নেহের এবং আদরের ছোটবোন। তোমাকে তুমি করেই বলব এখন থেকে আপত্তি থাকলে জানাতে দ্বিধা করবেনা আশা করি। :) :)

ব্লগে তোমার উপস্থিতি খুব আশা জনক এভাবেই চালিয়ে যাও তবে নিজের পড়াশুনা বজায় রেখে। আশাকরি প্রথম পেজে তোমাকে খুব দ্রুত দেখতে পাব। :)
বাহ মাশাআল্লাহ্‌। অনেক ভালো লিখেছেন স্যার। এমন হাজারো দাদু দের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইলো। @ কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম বোন। আসলে দাদুরা অন্যরকম। দাদুর সাথে বেড়াতে যাওয়া, বাজারে যাওয়া, খেলার মাঠে যাওয়া, গোসল করতে যাওয়া এসব স্মৃতি সত্যিই অনেক মধুর। বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তারা এসবের সাথে খুব পরিচিত। বোন অনেক কথা বললাম হয়তো মনে করতে পার ভাইয়াটা খুব বাচাল ;) B-) ;) । পরিশেষে তোমার মঙ্গল কমনা করি। ভালো থেকো। :) :)

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি ভাল লেগেছে; সুখপাঠ্য। +++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

এ.এস বাশার বলেছেন: শ্রদ্ধেয় কাওসার ভাই উষ্ম ভালোবাসা জানবেন।
কবিতা সুখপাঠ্য হয়েছে যেনে আনন্দিত।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দাদিকে নিয়ে সুন্দর ভালোবাসা প্রকাশ পেয়েছে । ভালো লাগলো খুব

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

এ.এস বাশার বলেছেন: দাদি নয় দাদাকে নিয়ে মামুন ভাই। সম্ভবত টাইপো মিসটেক,,,,,,
মন্তব্যে আপনাকে পেয়ে ভালো লাগলো,,,,,,,

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দাদার কথা মনে পড়ছে খুব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

এ.এস বাশার বলেছেন: আপনার দাদু কি বেঁচে আছেন? বেঁচে থাকলে আমার সালাম জানাবেন।
মারা গেলে ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাঁকে জান্নাতবাসি করুন......

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

অচেনা হৃদি বলেছেন: অনেক আগের লেখা!
পড়ে ভালো লাগলো। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

এ.এস বাশার বলেছেন: অচেনা আপু কেমন আছেন...?
কবিতা ভালো লেগেছে যেনে আনন্দিত.....

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

প্রথমকথা বলেছেন: ছন্দময় কবিতা খুব ভাল লেগেছে, আরেকটু এডিট করলে আরো সুন্দর ছন্দময় হবে। ভাললাগা রেখে গেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন,,,,
অবসরে চেস্টা করবো,,,,
ধন্যবাদ।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই প্রীতি ও শুভেচ্ছা নিয়েন.....
চেষ্টা করুন একটা হযবরল কবিতা লিখে ফেলুন,,,,, বাকিটা আমরা সামলে নিব


ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.