নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

হয়তো বা প্রলাপ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩



১.
কল্পনার অম্বরে ফুটেছে ফুল,
পুলকিত হিয়া খেলিছে দোল।
সঙ্গী বিহীন চাঁদটার পাশে-
কখনো সখনো সেও আসে।

২.
আকাশি-বেগুনি-হালকা হলুদ পরী তুমি,
তোমার যৌবন রূপে পূর্ণ আমার মূরুভূমি,
শ্রাবণের এক পশলা বৃষ্টি হয়ে,
সাজাতে চাই তোমার মৌসুমি।

৩.
হারিয়েছি মন,
খুঁজে ফিরি সারাক্ষণ,
অজানা কিছু না পাওয়ায়,
মন আজ ব্যথিত শূন্যতায়।
কথিত রূপ কথার ভুবনে স্বপ্ন বিলাস,
ঘুমন্ত পরীর দূরন্ত চপলতায়,
শিহরিত মন এপাশ ওপাশ ,
হাত বুলিয়ে অধীর অপেক্ষায়!

৪.
তোমার, ''তুমি'' হতে পারিনি বলে,
তুমি, আমার ''আপনি'' রয়ে গেলে!
প্রেমে ''তুমি'' ডাক বেশ কাছের,
আপনিটা চীনের প্রাচীর ঢের।

৫.
প্রখর রোদে ঘাম হয়ে,
তোর শরীর ছুঁতে চাই!
শ্রাবণের বারি ধারায়---
ঘামের সাথে মিশে যেতে চাই।
মেঘের গর্জনে বিজলি হয়ে---
দামিনী বেগে ঝলসিত করতে চাই তোর মন।
বর্ষার ঘনঘটা বৃষ্টি হয়ে----
উপভোগ করতে চাই তোর আলিঙ্গন!

৬.
নীড় ভাঙ্গা পাখি আর স্বপ্ন ভাঙ্গা মন--
দুজনেই খুজে বেড়ায় সুখের ভূবন।
বাঁশি যদি ভেঙ্গে যায় আগের মত বাজেনা--
মন যদি ভেঙ্গে যায় আগের মত সাজেনা।

৭.
মন খারাপের দেশে---
আমি নিঃসঙ্গ পথিক তোমায় ভালবেসে।
রানী বিহীন রাজ্য আমার---
বাবলা পাতার সিংহাসন,
ভাবনার গভীরে চিবায় যখন অমৃত লাগে।

৮.
তোমায় হারিয়েছি তো কি হয়েছে--- পেয়েছি অন্য ভুবন,
পুরো পৃথিবীটাই তো আমার---শুধু একটু অপেক্ষা বাঁকি আলিঙ্গন।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
প্রতিদিনই ব্লগে অনবেক অনেক কবিতা আসে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

এ.এস বাশার বলেছেন: অনেক পরে প্রতিত্তর দেয়ার জন্য ক্ষমা প্রার্থী।
কেমন আছেন রাজীব ভাই?

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: ৮ ভাল লেগেছে, বাকীগুলোও সুন্দর

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

এ.এস বাশার বলেছেন: আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
ভালো থাকবেন বাকপ্রবাস ভাই।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

নেপচুন নেহাল বলেছেন: সুন্দর,,,,কিন্তু আবেগ প্রবণ....
৮ নং টা একটু বেশি মনে ধরছে ....
ভালো থাকবেন....

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

এ.এস বাশার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার ব্লগে কোন পোস্ট দেখলাম না.....

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সবগুলিকে একসঙ্গে নিয়ে বলবো সুন্দর। ++

শুভকামনা রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

এ.এস বাশার বলেছেন: পদাতিক ভাই আমি অত্যন্ত দুঃখিত দেরিতে প্রতিত্তরের জন্য। ক্ষুদ্র প্রয়াস আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
আশা রাখি ভালো আছেন।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

আরোগ্য বলেছেন: ৪,৬,৮।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

এ.এস বাশার বলেছেন: অত্যন্ত দুঃখিত দেরিতে প্রতিত্তরের জন্য।
ধন্যবাদ জানবেন....

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: ৬ নম্বরটা বেশ ভাল হয়েছে।
পাঠকের মন্তব্যের উত্তর দিন। নয়তো পোস্টে মন্তব্য করার অপশন বন্ধ রেখে তা পোস্টের নীচে উল্লেখ করে দিন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

এ.এস বাশার বলেছেন: অত্যন্ত দুঃখিত খায়রুল ভাই। অফিসের কাজে এতো ব্যস্ত ছিলাম যে ব্লগে এসে একটু ঢু মারবো তারও উপায় ছিলনা। এখন থেকে নিয়োমিত হব ইনশা-আল্লাহ্.....

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: এখন থেকে নিয়োমিত হব ইনশা-আল্লাহ্.... - ধন্যবাদ, সাজেশনটিকে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করার জন্য।
শুভকামনা....

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

এ.এস বাশার বলেছেন: জি ভাইয়া ... শ্রদ্ধা জানবেন...

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক মনোমুগ্ধকর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

এ.এস বাশার বলেছেন: আপু এইগুলো ছোট ছোট কবিতা বিভিন্ন প্রেক্ষিতে লেখা। তোমার সুন্দর মন্তব্যে মন ছুয়ে যায়।
অসংখ্য শুভোকামনা তোমার জন্য...

৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

রাকু হাসান বলেছেন:

বাশার ভাই খুব খুব দুঃখপ্রকাশ করছি :( :( :( । আমি খালি মিস করছি কাছের জনদের লেখা :(
প্রত্যকটি স্তবক আমার ভালো লেগেছে । সহজ সুন্দর ছন্দ।খুব ভালো লিখেছেন । পোস্টটি আরও পঠিত হবার যোগ্যতা রাখে । আমি এই পোস্টের আগে আপনার ব্লগে এসেছিলাম । পোস্ট পাইনি । আমি তিনবার পড়েছি । আপনি খুব ভালো লিখেন । উপরে গুণীরা সে কথাই বলে গেছেন । ব্যস্ততার মাঝেও লিখুন ভাই ।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

এ.এস বাশার বলেছেন: বাশার ভাই খুব খুব দুঃখপ্রকাশ করছি :( :( :( । আমি খালি মিস করছি কাছের জনদের লেখা@ তাতে ক্ষতি কি ? ভালোবাসাতো বেড়েই চলেছে। :)

ব্যস্ততার মাঝেও লিখুন ভাই । @ হ্যাঁ রাকু ভাই লিখেছি কিন্তু সময়ের অভাবে টাইপো করা হচ্ছে না।

আমি এই পোস্টের আগে আপনার ব্লগে এসেছিলাম ।@ হ্যাঁ আমি জানি আপনি এসেছিলেন। অনেক অনেক ভালোবাসা জানবেন।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

আখেনাটেন বলেছেন: চমৎকার লিখেছেন।

বাবলা পাতার সিংহাসনের ধারণাটা কোথা থেকে এল?
নওগাঁর রাস্তাগুলোর পাশে একসময় প্রচুর বাবলা গাছ ছিল।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

এ.এস বাশার বলেছেন: হুম অনেক বাবলা গাছ ছিল। এখন বিলিন হয়ে গেছে অনেকটাই। ছোটবেলাই বাবলা পাতা মুখে দিয়ে চিবাতাম....পরে পানি খেলে মিষ্টি লাগতো......ধারনাটা সেখান থেকেই। অনেকেই হয়তো বুঝেনি ব্যাপারটা। কিন্তু ওই স্তবকটিই আমার প্রিয় ছিল।

আখেনাটেন আপনিই একমাত্র বুঝেছেন ব্যাপারটা।
মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন......

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

নজসু বলেছেন: দাদুকে নিয়ে ছড়া পড়ার পর আপনার ব্লগে ২/১ বার এসেছিলাম নতুন ছড়া পাবার আশায়।
না পেয়ে পরে আসা হয়নি। এখন এসে খুশিতে মনটা ভরে গেল।
আপনার ছন্দমিলগুলো এতো ভালো লাগে তা বলার নয়।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

এ.এস বাশার বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো সুজন ভাই। কিছু দিন থেকে কবিতা লেখার চেস্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। আর অফিসের ব্যস্তা কিছুটা দায়ী, ভাবনাই গভিরতা খুজে পাচ্ছি না।

আপনার ছড়া লেখার হাত ভালো। ছন্দে ছন্দে ছড়া পড়তে আমার খুব ভালো লাগে.....

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

সূর্যালোক । বলেছেন: সুন্দর ছন্দ :)

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

এ.এস বাশার বলেছেন: সূর্যালোক । বলেছেন: সুন্দর ছন্দ :) ধন্যবাদ ভা/পু । পুংতি গুলো ছন্দময় হয়েছে জেনে আনন্দিত।
ভালো থাকবেন সব সময়....

১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

মাহমুদুর রহমান বলেছেন: নীড় ভাঙ্গা পাখি আর স্বপ্ন ভাঙ্গা মন--
দুজনেই খুজে বেড়ায় সুখের ভূবন।
বাঁশি যদি ভেঙ্গে যায় আগের মত বাজেনা--
মন যদি ভেঙ্গে যায় আগের মত সাজেনা।

অসাধারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.