নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি মুখর ক্ষণে

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭



আজ এই বৃষ্টি মুখর ক্ষণে,
প্রিয়া তোমায় পড়ছে মনে।
ক্ষণে ক্ষণে পুলকিত হিয়া,
গাহিয়া উঠিতেছে বৃষ্টির গান।
প্রিয়া তুমি কত্ত দূরে-
ভাবিয়া হিয়ার সুতোয় পড়িতেছে টান।।
হৃদয়ের গহীনে কল্পনারা বাধিয়াছে ঘর,
তুমি পাশে থাকলে বুঝিতে প্রিয়া-
আমি তোমার কেমন বর ।।

মনে পড়ে কি প্রিয়া কদম বিহনে,
গোধুলি লগনে শ্রাবণের বারিধারায় বদ্ধ দুজনে,
বাহুখানি ধরিয়া গাহিতেছিলে-
আজই ঝর ঝর মুখরও বাদলও দিনে -
সেই সুর এখনো প্রিয়া বাজিতেছে মনে।।


ছবি: অন্তর্জাল।
--রি-পোস্ট--

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

নতুন নকিব বলেছেন:



অনুভূতির সুন্দর প্রকাশ।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ নকিব ভাই। প্রথম মন্তব্যকারী হিসেবে এক কাপ চা....

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

আরোগ্য বলেছেন: বাশার ভাই, আপনার সুন্দর কবিতা পড়ে বর্ষাকালের মনোরম দৃশ্য মেনে পড়ে গেল।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ আরগ্য ভাই। লিখাটি বর্ষা কালের সময় লেখা, ব্লগের শুরুতে পোস্ট করেছিলাম।
ভালো থাকবেন সব সময়।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: বৃষ্টি আমার অনেক ভালো লাগে । বৃষ্টির সাথে প্রেম ও ভালোবাসার কি দারুন এক সম্পর্ক । বৃষ্টি দেখলেই মন কেমন রোমান্টিক হয়ে যায় ।

কবিতা ভালো লেগেছে ভাইয়া ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

এ.এস বাশার বলেছেন: বৃষ্টি আমার অনেক ভালো লাগে । @ বৃষ্টি আমারও খুব ভালো লাগে আপু। হুম বৃষ্টি দেখলেই মনটাকে ভিজিয়ে নিতে ইচ্ছা করে।
কবিতা ভালো লেগেছে ভাইয়া ।@ কবিতা ভালো লেগেছে জেনে আমি খুব খুব আনন্দিত আপু।

খুব খুব ভাল থাকবেন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

ফেনা বলেছেন: অনেক ভাল হয়েছে।
শুভ কামনা রইল আপনার জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। আপনার কাবিতাও বেশ । সময় করে পড়ে আসবো সব।
ভালো থাকবেন ফেনা ভাই।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা....

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

হাবিব বলেছেন:




ভালো লাগছে। সুন্দর ভাষা প্রয়োগে অসাধারন কবিতা......
আমার আজকের ব্লগে আপনাকে আমন্ত্রন। ঘুরে আসবেন প্লীজ।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জানবেন হাবিব ভাই। হুম ভাই অবশ্যই পড়বো কিছু কবিতা পড়েছি আপনার। আর আপনার উপস্থিত কবিতা অসাধারণ লাগে। সময় করে আবার যাব পড়তে।
ভালো থাকবেন।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

কাওসার চৌধুরী বলেছেন:



বৃষ্টির সাথে আবেগ আর প্রেমের একটি অলিখিত সন্ধি আছে। কবিতায় ভাল লাগা রইলো। +++

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

এ.এস বাশার বলেছেন: হুম ঠিক বলেছেন কাউসার ভাই। বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসাধ্য। কবিতা ভালো লেগেছে জেনে ধন্য।



বিনম্র শ্রদ্ধা জানবেন কাওসার ভাই।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ফেনা বলেছেন: এ এস বাসার - "কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। আপনার কাবিতাও বেশ । সময় করে পড়ে আসবো সব।
ভালো থাকবেন ফেনা ভাই। "

আপনার কথায় অনেক আনন্দ অনুভব করছি।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

স্রাঞ্জি সে বলেছেন:
বাশার ভাই আমরা তাহলে কি খালি মুখে চলে যাব। একটা ভাঙা বিস্কিট হলেও দিয়েন..... :-/

বৃষ্টির ক্ষণে প্রিয়ার কথা মনে পড়ছে। কিন্তু এখন যে রোধে পোড়তে হচ্ছে।


ঠিকাছে ভাই কবিতায় পেলাস.....

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩

এ.এস বাশার বলেছেন: স্রাঞ্জি সে বলেছেন:
বাশার ভাই আমরা তাহলে কি খালি মুখে চলে যাব। একটা ভাঙা বিস্কিট হলেও দিয়েন.....@ জি অবশ্যই খাওয়াবো ভাই কিন্তু আমি এই মুহূর্তে মোবাইলে প্রতিউত্তর করছি সেজন্য দুঃখিত

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

এ.এস বাশার বলেছেন: স্রাঞ্জি সে বলেছেন:

বৃষ্টির ক্ষণে প্রিয়ার কথা মনে পড়ছে। কিন্তু এখন যে রোধে পোড়তে হচ্ছে।@ ইস খুব কষ্ট লাগছে রোদে পুড়ছেন শুনে। গাজীপুর চলে আসেন ভাই বন বাদাড় ঘুরে যান। একদম শীতল হয়ে জাবেন।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নজসু বলেছেন: তালপাকা গরমে বৃষ্টির কথা ভাবতেই মনটা সিক্ত হয়ে উঠলো।
ছন্দমিলে অন্ত কবিতা খুবই মুখরোচক হয়েছে।
ভালো লাগা অব্যহত।
শুভকামনা জানবেন।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

এ.এস বাশার বলেছেন: আহা: তাল পাকার কথা শুনে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ছোট বেলায় তাল কুড়ানোর অন্য রকম আনন্দ ছিল।
কবিতা ভালো লেগেছে জেনে আন্দোলিত।

ভালবাসা জানবেন সুজন ভাই।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাকু হাসান বলেছেন:

আগে পড়েছিলাম মনে হচ্ছে । আবারও পড়লাম । + ভালো কবিতা বারবার পড়তে দোষ নেই :)

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

এ.এস বাশার বলেছেন: রাকু ভাই ভালো আছেন নিশ্চয়ই। হুম ভাই এই কবিতা আপনি আগেও পড়েছেন। চারটি মন্তব্য ও 35 - 40 বার পঠিত তাই ভাবলাম এত ভাল লাগার কবিতা অনেকেই পড়তে পারেনি। সেজন্যই রি-পোস্ট দেয়া।
মন্তব্যে আবার আপনাকে পেয়ে ধন্য হলাম ভাই।
উষ্ণ ভালোবাসার পরশ নিবেন।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ লাগলো।

শুভেচ্ছা আপনাকে ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

এ.এস বাশার বলেছেন: পদাতিক ভাই আপনি এর আগে পড়েছেন কবিতাটি।
আপনাকে মন্তব্যে পুনরায় পেয়ে ভালো লাগলো।
বিনম্র শ্রদ্ধা জানবেন ভাই।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুন কবিতা উপহার দিয়েছেন ভাই,
অতীত যেন ফিরে এসেছে চোখে, মনের সেই চঞ্চলতার অনুভব, রঙিন দিনগুলো কতইনা ভালো ছিল, চিন্তা নাই ভাবনা নাই মনের দৌরাত্ম্য, অবাধ্য ইচ্ছেগুলোই বা কম কিসে ....! এখন তো ইচ্ছে গুলোই মৃতের অভিনয় করে.....!!

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

এ.এস বাশার বলেছেন: খুব দুঃখিত নাঈম ভাই দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য। হুম ঠিকই বলেছেন সেই পুরনো দিনেরই স্মৃতি চারন করেছি মাত্র।
দারুন মন্তব্য করেছেন। ভালো থাকবেন সব সময়।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগি কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: বৃষ্টি মূখর ক্ষণে................. শিরোনামে মুখর বানানটি কি ঠিক আছে?

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

এ.এস বাশার বলেছেন: বিজন দা খুব করে ধন্যবাদ জানবেন। হুম বানানটা ভুল... ঠিক করে দিলাম....কৃতজ্ঞ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লিখেছেন জনাব। বৃষ্টি খুব প্রিয় সকলেরই।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

এ.এস বাশার বলেছেন: ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লিখেছেন জনাব। বৃষ্টি খুব প্রিয় সকলেরই। ;) ভালো লিখেছি জেনে আনন্দিত। হুম বৃষ্টি কম বেশি সবারই ভালো লাগে। পিচ্চি আপুনিকে মন্তব্যে পেয়ে ভালো লাগলো। ভালো থেকো সব সময়...

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পিচ্চি? :(

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

এ.এস বাশার বলেছেন: আমাদের আঞ্চলিক ভাষা। ছোট ভাই বোনদের আঞ্চলিক ভাষায় আদর করে পিচ্চি বলে ডাকি।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

মাহমুদুর রহমান বলেছেন: মনে পড়ে কি প্রিয়া কদম বিহনে,
গোধুলি লগনে শ্রাবণের বারিধারায় বদ্ধ দুজনে।

চমৎকার চরনদ্বয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.