নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত বন্ধুত্ব

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪



তখন ষষ্ঠ শ্রেনিতে পড়ি। আমি বরাবরই আনমনা উড়োল চণ্ডি টাইপের। মেঘলার সাথে নিত্য খুনশুটির কারণে আমি কখনোই বন্ধু শব্দটির মূল্যায়ন করেনি। ক্লাস শুরু করতো ভেংচির ফুলঝুরি দিয়ে। আমার ভিষন অসহ্য লাগতো ওকে। গনিত ক্লাস। মাস্টার মহাশয়ের বীজ গণিতের অমিয় ত্রিপিটক গলাধঃ করণের অপচেষ্টা অব্যাহত। হঠাৎ আমার খেয়ালিপনা লক্ষ করে (a+b)^2 এর সূত্র জিজ্ঞাসা করে বসলেন। আমি দাঁড়িয়ে হতচকিত! কয়েক সেকেণ্ড উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা করে মাথা নিচু করতেই দেখি মেঘলা একটা চিরকুট, হাত পিছনে দিয়ে ধরে আছে। আমি উত্তর দিতে পেরেছিলাম কিন্তু মেঘলাকে হাতের উপর দশটি বেতের প্রহার গপ গপ গিলে ফেলতে হয়েছিল। মেঘলার জন্য খুব খারাপ লেগেছিল সেই দিন। ক্লাস শেষে মেঘলার সাথে দেখা করি। ক্রন্দন রত মেঘলার প্রহার প্রাপ্ত হাতটি আমার হাতে নিয়ে অপলোক দৃষ্টিতে দেখতে থাকি--মনের অজানেতই তার হাতে চুমু এঁকে দেই-- অনুগ্রহের স্বরে তার কাছে ক্ষমা চাই---সে মৃদু হেসে বলেছিল-----ইটস ওকে! তার পর থেকে মেঘলা আমার খুব ভালো বন্ধু।

দুই মাস পরে মেঘলার বাবা মারা যায়। মেঘলাদের বাসাই শোকের মিছিল। মেঘলার মুখের দিকে বারবার তাকনোর চেষ্টা করছিলাম কিন্তু আহঃ ওর মলিন মুখ! যে একবার ওর মুখ খানি দেখেছে দ্বিতীয় বার দেখবার দুঃসাহস করনি নিশ্চিত। সিদ্ধান্ত হয় রাজশাহীতে জানাজা পড়িয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়াতে ২য় জানাজার পর কবরস্থ করা হবে। মেঘলারা চলে গেল! আর কখনো মেঘলার সাথে দেখা হয়নি। এখনো মনে মনে খুঁজি মেঘলাকে।


বিদ্রঃ গল্পটিকে অনু গল্প বলা যায় কি না?
গুনীজনদের মতা মত আশা করছি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তার পর থেকে মেঘলা আমার খুব ভালো বন্ধু।
............................................................................
মনে মনে সবাই বন্ধু থাকে,
শুধু থাকে অপেক্ষায়

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

এ.এস বাশার বলেছেন: হুম ঠিক বলেছেন স্বপ্নের শঙ্খচিল। বন্ধুত্ব থেকে যায় শুধু বেড়ে যায় অপেক্ষা.........

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: না এটা অণুগল্প হবেনা। এটা একটা গল্প হবার দাঁড়প্রান্তে আছে। দুইটা ঘটনা উপস্থাপনা করেছেন মাত্র। এটা গল্পের সূত্রপাত হতে পারে তবে পুরোপুরো গল্প হয়ে উঠেনি। এটাকে গল্পে নিতে চাইলে আরো এগুতে হবে। যেখানে শেষ করেছেন সেটাকে রোমন্থন পর্ব ধরে।
অণুগল্পে রুপ দিতে চাইলে আরো কিছু ঘটনা এনে টুইস্ট করা যায়।
-
আমি শুধুমাত্র কমেন্ট করলাম পাঠক বিচারে। আমাকে যদি বলা হয় যা বললাম করে দেখাতে আমি পারবনা, সে ক্ষমতা থাকলে আমি মোটামোটি গল্পকার হতাম। তায় পাঠক বিচারে কমেন্ট করলাম।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

এ.এস বাশার বলেছেন: হুম এখন ক্লিয়ার বড় ভাই। আপনার মুল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা.....

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

লাবণ্য ২ বলেছেন: যেটুকু লিখেছেন ভালো লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

এ.এস বাশার বলেছেন: লাবণ্য ২ আপনাকে অসংখ্য ধন্যবাদ....
অনেক দিন পর পেলাম আপনাকে.....

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

আখেনাটেন বলেছেন: ব্লগার বাকপ্রবাসের সাথে একমত।

তবে অনুগল্প না হলেও আর একটু টেনেটুনে ভালো একটি গল্প হিসেবে চালিয়ে দেওয়া যেতে পারে। :D

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

এ.এস বাশার বলেছেন: হুম মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। দেখি টেনে টুনে মসলা মিষিয়ে গল্প বানানো যায় কি না......

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: এইটাকে এলোমেলো মনের কথা বলা যায়!

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

এ.এস বাশার বলেছেন: গল্পের কথা গুলি কি মনের বাহিরে থেকে আসে.........

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

শামস্ মুকিত বলেছেন: ভাল লাগল পড়ে৷।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত।
ধন্যবাদ নিবেন...

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: পুরানো স্মৃতি বেশ ভালো লাগলো। কী আর করা যাবে। আমাদের এসবের মধ্যে দিয়েই যে এগিয়ে যেতে হবে। মেঘলা যেখানেই থাকুক ভালো থাকুক। আর আপনার হৃদয়ে স্মৃতি হয়েই রয়ে যাক আজীবন ।

শুভকামনা বাশারভাইকে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

এ.এস বাশার বলেছেন: মন্তব্য + লাইক খুব খুব করে ধন্যবাদ জানবেন পদাতিক ভাই। একটু গল্প লেখোর বৃথা চেষ্টা মাত্র তাছাড়া আর কিছুই না.....।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: এটা কিছুতেই অনুগল্প না।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

এ.এস বাশার বলেছেন: হুম রাজীব ভাই বুঝেছি। এটা একটি গল্প......এটাকে আরো রসালো করা যেত.....
ব্লগে অনুগল্প লিখেন এমন কারো নিক জানা থাকলে জানাবেন,,,,
অনু গল্প নিয়ে পর্যালোচনা মূলক পোস্ট পড়েছি কিন্তু সঠিক অনুগল্প কি রকম হয়?
সে রকম গল্প পড়া হয়নি....

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

আরোগ্য বলেছেন: বাশার ভাই এটাতো পরমাণু গল্প হয়ে গেল।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

এ.এস বাশার বলেছেন: পরমাণু বা অনু গল্প কোনটাই হয়নি এটি নিছক একটি গল্পের শরু........
উপরের মন্তব্য গুলো দেখুন.......
পড়েছেন মন্তব্য করেছেন এ জন্য অসংখ্য ধন্যবাদ.....

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

ভুয়া মফিজ বলেছেন: আমিও বাকপ্রবাসের সাথে একমত।
আর ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীর জন্য পাকনামোটা একটু বেশী হয়ে গেল না!! :P
তবে ভালো গল্প হয়ে উঠার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। লিখতে থাকুন।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

এ.এস বাশার বলেছেন: জি ঠিকই বলেছেন.....কিছু কিছু পাকনা থাকে এই রকম.....চোখে না দেখলে অবিশ্বাস্য। মন্তব্যে অনুপ্রেরণা ভরপুর...চেষ্টা করব এটাকে গল্পে রুপ দিতে। বাঘমামার ইন্টারভিউ পড়ে অনেক ভালো লেগেছিল...আজ আবার ঘুরে আসলাম আপনার ব্লগ থেকে। আপনার ইচ্ছে পূরনের সব পর্ব পড়বো......অসাধারন লেখেন আপনি......
ভালো থাকবেন সব সময়.....

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

ভুয়া মফিজ বলেছেন: view this link

উপরে একটা লিংক দিলাম। পড়ে দেখতে পারেন। কিছুটা আইডিয়া হয়তো পেলেও পেতে পারেন। ;)

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মাহের ইসলাম বলেছেন: ভালো লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জানবেন মাহের ভাই....

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কো এডুকেশানে এসব কমন ঘটনা...

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

এ.এস বাশার বলেছেন: একদম ঠিক বলেছেন.....

১৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮

বাকপ্রবাস বলেছেন: অণুগল্প গ্রুপ view this link

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

এ.এস বাশার বলেছেন: বড় ভাই অনেক উপকৃত হয়েছি লিংকটা পেয়ে.....

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

রাকু হাসান বলেছেন:

খারাপ লাগলো । মেঘলার হারি েযাওয়া েদেখে । নিশ্চয় মেঘলাও মিস করে আপনাকে ।+

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

এ.এস বাশার বলেছেন: হযতো বা মসি করে রাকু ভাই...... ছোট বেলার কাহিনী আর একটু বেশি মসলা মিসালে অতিরঞ্জিত লাগতো....
আপনাকে পেয়ে ভালো লাগলো ভাই....

১৬| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

মাহমুদুর রহমান বলেছেন: গল্প ছোট হলেও ভাষাগুলো বেশ আবেগঘন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ মাহমুদুর ভাই..

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ব্লগার বাকপ্রবাসের ২নং মন্তব্যের সাথে একমত।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

এ.এস বাশার বলেছেন: আমিও একমত.। ধন্যবাদ প্রিয় ভাই...

১৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: এটা কোন গল্প হয়ে উঠেনি এখনো, দুটো ঘটনা বর্ণিত হয়েছে মাত্র।
মেঘলার বাবার মৃত্যুর দিনে আপনি কি কোনভাবে তাকে সাহায্য করতে পেরেছিলেন, কোন কাজে বা কথায়?

২১ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৪

এ.এস বাশার বলেছেন: আমি কোন সাহায্য করতে পারিনি। আত্নীয় ও মানুষের সমাগমের দরুন মেঘলাকে শান্তনাটুকুও দিতে পারিনি। শুধু তাকিয়ে ছিলাম।

১৯| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪০

করুণাধারা বলেছেন: এটা একটা ছোট স্মৃতিকথা। অনুগল্পের বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণত ১০০ শব্দের মধ্যে হবে, এবং গল্পের শেষে গিয়ে একটা টুইস্ট থাকবে

তবে আপনার স্মৃতিকথা পড়তে ভালই লেগেছে।

০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৮

এ.এস বাশার বলেছেন: হুম অনুগল্প সম্পর্কে ধরনা ক্লিয়ার। এখন আমি একজন অনুগল্পের ছোট্ট ফ্যান।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.