নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

আঙ্গুর ফল টক!

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮




কেন এই শূন্যতা -
কিসের অপূর্ণতা!
মাঝে মাঝেই ফিরে আসে,
শরীরকে চুর্ণ বিচূর্ণ করে দেয়।
মনটাকে ফেলে দেয় গহীন অরণ্যে,
যেখানে সবুজের দেখা নেই,
পত্র বৃন্ত নেই-- নেই ডাল পালা,
হয়তো বৃক্ষের অস্তিত্ব আছে বলেই-
যত জালা!
নয়তো এক পশলা বৃষ্টির অপেক্ষা!
বিহানে- মধ্যাহ্নে- অপরাহ্নে- নিশীথে,
অসহ্য তিতিক্ষা!
অবশেষে অভুক্ত!
ক্রোধান্বিত!
নিশাকরের পানে চেয়ে-
নিজেকে শুধরে নেবার প্রতিজ্ঞা।

নিশাকর যেমন করে- ক্ষয়ে যায়---
আবার নিজ গুনে পূর্ণতা পায়!!


ছবিঃ অন্তরজাল।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

হাবিব বলেছেন:




অপূর্ণতা ভরে যাক পূর্ণতায়,
টক আঙুর ফল হাতের নাগালে এসে মিষ্টি হোক+++

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে মুগ্ধতা .... .....
ভালো থাকবেন নিরন্তর.....

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

নজসু বলেছেন: প্রাপ্তির অঝোর ধারা ঝরুক শুন্য হৃদয়ে।
মুছে যাক সব অপূর্ণতা।
হতাশা কেটে, আঁধার দূরে পালিয়ে যাক।



১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

এ.এস বাশার বলেছেন: সুজন ভাই.... কবিতাটি সবার উদ্যেশেই....
আপনার মন্তব্যে ভিষন অনুপ্রাণিত....
ভালো থাকবেন নিরন্তর....

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

রাকু হাসান বলেছেন:

শেষ দুটি লাইন চমৎকার লাগলো ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাকু ভাই.... শেষ দুটি লাইন কবিতার সারাংশ বলতে পারেন,,,,,,

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, প্রিয় বাশারভাই,

আঙ্গর ফল এখানে টক হয়নি, বরং বেশ মিষ্টি !!! বেশ সুন্দর হয়েছে কবিতা

++

শুভকামনা জানবেন ।


১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

এ.এস বাশার বলেছেন: প্রিয় পদাতিক ভাই.... লাইক ও মন্তব্যে ভিষন অনুপ্রাণিত......
তবে কবিতার চেয়ে মন্তব্য একটু কড়া মিষ্টি..... :) :)

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল মন্দ মিলেই তো প্রকৃতি অবয়ব.........

কবিতায়+++

অনিঃশেষ শুভকামনা।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

এ.এস বাশার বলেছেন: প্রকৃতি তার আপন গতিতেই চলে শুধু মানুষ গুলো পথ পাল্টাই খারাপ থাকার মধ্য থেকে......
নিরন্তর শুভকামনা আপনার জন্যও.....

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: শেষ কবে যে আংগুর ফল খেয়েছিলাম মনে নেই।

৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৪০

এ.এস বাশার বলেছেন: আংগুরের দাম সহনীয় অবস্থায় আসলে কিনে খেয়ে নিয়েন :P মাহমুদুর ভাই...

৭| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: আঙুর ফল নাগালের মধ্যে না পেলে টক, পেলে মিষ্টি।

২১ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৬

এ.এস বাশার বলেছেন: জীবনে একজন ভালো সঙ্গী গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.