নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

একটি হেমন্ত ও আমি

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫



হেমন্তের সকাল।
আবছা কুয়াশা ফাঁড়ি দিয়ে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ। ঘাসের ডগার উপর শিশির বিন্দু চিক চিক করছে। সোনালী ধানের মিষ্টি গন্ধ ও দোয়েলের সুকণ্ঠি সুরে মুখরিত চারিদিক। আমি নিস্তব্ধ প্রকৃতির মায়া জালে দারুন ভাবে প্রকৃতি অবলোকন করতে লাগলাম। মনে অজানা খুশি দোলা দিতে লাগল। নুপূরের শব্দ ভেসে আসছে কানে। আমি সুদৃঢ় ভাবে পশ্চাদ্ধাবন করতে লাগলাম। ধীরে ধীরে নুপূরের শব্দ আমার খুব নিকটে আসছে। মনে হচ্ছে মেঘলার পদাচারন। ভাবনার অন্তরালে কখন যে মেঘলা আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝে উঠতে পারিনি। আমি মেঘলাকে বললাম ধান ক্ষেতের আইলে খালি পায়ে হাঁটবে? মেঘলা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি আর মেঘলা একটা চিকন আইল দিয়ে হাঁটতে লাগলাম। মেঘলা সামনে আর আমি পেছনে। এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছি আমরা। বিন্দু বিন্দু শিশির নুপূর ভিজিয়ে দিচ্ছে মেঘলার। নুপূরে শিশির জমা হয়ে পয়ের পাতা বয়ে গড়িয়ে পড়ছে হেমন্তের স্যাঁত স্যেঁতে মাটিতে। আমি মন ভরে উপলব্ধি করছি মেঘলার পায়ে শিশিরের পিছল পিছল খেলা। মাঝে মাঝে পা পিছলে যাচ্ছে-- একে আপরকে ধরে আমরা সামলিয়ে নিচ্ছি নিজেদের। সূর্যের তাপে শিশির গুলো ধানের ডগা থেকে খসে পড়ছে মাটিতে। ধীরে ধীরে খুলে যাচ্ছে কুয়াশার চাদর। উত্তপ্ত হয়ে উঠছে ধান ক্ষেত। পাকা ধানের ভ্যাপসা মিষ্টি সুবাস পিঠা পুলির জানান দিচ্ছে। জিভে জল টলমল- আমি মেঘলার দিকে তাকিয়ে কিছু একটা বলার খুব খুব চেষ্টা করছি।
রোহানের ধাক্কানিতে ঘুম ভাঙলো। ঘুম কিছুটা নেশার মত লাগছিল। ঘর থেকে বের হতেই শীত অনুভূত হল। চোখ মুছতে মুছতে ব্রাশে পেষ্ট নিয়ে উঠানের দিকে গেলাম। পাশ কেটে রোহান খেজুর রসের হাঁড়ি নিয়ে বাড়িতে ঢুকছে। আমি উঠানে দাড়িয়ে ব্রাশ করছি। চারিদিকে কুয়শায় আচ্ছাদিত। পাখিদের কিচির মিচির শব্দে মন পুলক দিয়ে উঠলো। উঠন থেকে নিচে নেমে যেতেই দেখি মাঠে কৃষকদের ধান কাটার মহাড়া চলছে। মা'কে জিজ্ঞাসা করলাম এটা বাংলার কোন মাস? মা জানালো কার্তিক। মা বাংলা মাস খুব ভালো মনে রাখতে পারেন এতে কোন সন্দেহ নেই। তার পরও মোবাইলে বাংলা মাস ঋতুর সাথে মিলিয়ে নিলাম। কার্তিক ও অগ্রহায়ণ হেমন্ত ঋতু। ভাবতেই মনে চরম সুখ অনুভুত হল। মনে পড়ে গেল ছোট বেলাই পড়েছিলাম বেগম সুফিয়া কামালের ''হেমন্ত'' কবিতা।


======

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাশারভাই,

বেশ সুন্দর লাগলো আপনার লাস্যময়ী হেমন্তের সঙ্গে প্রেমানুভূতিটি।


শুভকামনা জানবেন ।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

এ.এস বাশার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক ভাই।
প্রথম মন্তব্যে চা পানের নিমন্তন্য....

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সনেট কবি বলেছেন: বেশ

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

এ.এস বাশার বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় কবি...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

রাকু হাসান বলেছেন:

একেবাড়ের মনের মত লেখা ! হেমন্ত কাল মনে করিয়ে দিলেন ,যান্ত্রিক শহরে খুবটা প্রকৃতির সাথে সাক্ষাত হয়না । যা পড়েই ভালোলাগা নিই । খুব চমৎকার মেঘলাকে নিয়ে দারুণ ইমেজ পেলাম । +

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

এ.এস বাশার বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই শুভেচ্ছা নিরন্তর।
আমার মনে হয় ছয় ঋতু এখনো প্রাণবন্ত বাংলাদেশে।
বাড়ি এসে খুব উপভোগ করছি। ছুটি কম তাই ব্যক্তিগত কাজ শামলাতেই হিমশিম।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বলেছেন: বেশ সুন্দর লাগলো

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

এ.এস বাশার বলেছেন: ভালো লাগছে জেনে আনন্দিত।
শুভকামনা রইলো।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই.......

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার লেখা। হেমন্তের দারুণ অনুভূতি, অনুভব। লিখুন মন খুলে। +++

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে দারুন অনুপ্রণিত কাওসার ভাই....
বিনম্র শ্রদ্ধা জানবেন.....

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৯

আরোগ্য বলেছেন: প্রকৃতির কোলে হেমন্তের দারুণ চিত্র ফুটে উঠেছে।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

এ.এস বাশার বলেছেন: জি আরোগ্য ভাই চেষ্টা করেছি হেমন্ত ফুটিয়ে তোলার.....
ভালো থাকবেন সব সময়....

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হেমন্ত কাল অনেক সুন্দর। আপনার প্রিয় কাল কি?

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

এ.এস বাশার বলেছেন: হুম গ্রামে হেমন্তকে খুব উপভোগ করতাম। বিকেল বেলা ব্যাডমিন্টন খেলা শুরু করতাম হেমন্তের শুরু থেকেই্। গ্রামে শীত হেমন্ত থেকেই শুরু হয়। হেমন্ত শীত দুইটাই আমার খুব পছন্দের..... অন্যান্য গুলাও ভালো লাগে একেক ঋতুর একেক বৈশিষ্ট আছে...
তোমার কোনটা ভালো লাগে.... :)

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

সদানন্দ দেবনাথ বলেছেন: মন চায় ছুটে যা। লেখা পড়ে লোভ লাগলো।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

এ.এস বাশার বলেছেন: হুম ঘুরে আসুন,,, মন যেখানে ছুটে যায়......
লেখা পড়ে ভালো লেগেছে জেনে আনন্দিত.........

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০

নজসু বলেছেন: সুফিয়া কামালের এই লেখাটা কিছুদিন আগে চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্য বইয়ে ছিল।

পড়লেই আলাদা একটা অনুভূতি হতো।
সেটা ছিল পদ্যে।

আপনার গদ্যটাতে আমার সেই একই রকম সুখানুভূতি হলো।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

এ.এস বাশার বলেছেন: আহাঃ হেমন্ত গ্রামে থাকলে বুঝতেন হেমন্তের সাজ গোজ.....
তবে আগের মত এখন ছেলে মেয়েদের উল্লাস নেই পিঠা পুলির আনন্দে.....
নবান্ন উৎসবের প্রচলন প্রায় বিলুপ্তির পথে....

ভালো থাকবেন শুভ কামনা সব সময়..

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অনুভবের প্রকাশ !! সাথে শৈশবের কবিতা !দারুণ যুগলবন্দী।
অনেক অনেক ভালোলাগা লেখায় ।

শুভ কামনা :)

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

এ.এস বাশার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি....মন ছুঁয়ানো মন্তব্যে
বিনম্র শ্রদ্ধা জেন......
সাথে হেমন্তের শুভেচ্ছা....

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

শিখা রহমান বলেছেন: বাহ!! খুব ভালো লাগলো। পড়তে পড়তে টের পেলাম বাতাসে ভাপাপিঠার গন্ধ, ওম ওম রোদ!!

লেখাটা হেমন্ত সকালের মতোই স্নিগ্ধতায় ছুঁয়ে যায়। ভালো লেগেছে অনেক বাশার।

ভালো থেকো এই হেমন্তে!!

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

এ.এস বাশার বলেছেন: আপুনি তোমার ওম ওম মন্তব্যে মন ছুঁয়েছে.....
তোমার "শব্দ নিয়ে খেলা" এই কথাটা চরম উষ্মতা দেয় আমাকে...
আমি তোমার ফ্যানও বটে...

ভালো থেকো তুমি সব সময় ....
সাথে হেমন্তের শুভেচ্ছা...

১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

মাহমুদুর রহমান বলেছেন: ছবিতে মুগ্ধতা রেখে গেলাম।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩

এ.এস বাশার বলেছেন: অসংখ্য ধন্যবাদ...অনেক গুলো পোস্ট পড়েছেন মন্তব্য করেছেন সুন্দর সুন্দর।
ভালো থাকবেন সব সময়....

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর প্রকাশ! মনোমুগ্ধকর!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

এ.এস বাশার বলেছেন: মেহেদি ভাই ধন্যবাদ জানবেন খুব করে....
ভালো আছেন নিশ্চয়....

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নজসু বলেছেন: কেমন আছেন?
সপ্তাহখানেক দেখা নাই আপনার।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

এ.এস বাশার বলেছেন: হুম ভালো আছি সুজন ভাই। কে বললো আমি সপ্তাহখানেক নাই.. গতকাল একটু বিজি ছিলাম।
সনেট কবিকে নিয়ে সেই কবে পোস্ট দিয়েছেন..... তারপর আজ পেলাম আপনার পোস্ট....
ভালো থাকবেন....

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

নজসু বলেছেন: কি জানি ভাই, আমার মনে হচ্ছিলো আপনাকে অনেকদিন দেখিনা।
মনের টানটা মনে হয় এতটু বেশি হয়েছে।
তাই একদিনেই দীর্ঘ সময় মনে হয়েছে। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪

এ.এস বাশার বলেছেন: দুঃখিত প্রতিউত্তর দেরিতে দেয়ার জন্য... ১ বছর পার করে। আশা রাখি অনেক ভালো আছেন। সুজন ভাই..

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে হেমন্ত বন্দনা। +
হেমন্তের প্রথম দিনে আমিও হেমন্তকে নিয়ে একটা পোস্ট লিখেছিলাম এখানেঃ হেমন্তের এই প্রথম বিকেলে...
অবশ্য আমার সে পোস্টটা আপনি আগেও পড়েছেন এবং একটা মন্তব্যও করেছেন, সেজন্য ধন্যবাদ।
১১ নং প্রতিমন্তব্যে দেয়া ছবিটা চমৎকার! এটা কোন এলাকার?

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩২

এ.এস বাশার বলেছেন: খায়রুল ভাই দুঃখিত প্রতিউত্তর দেরিতে দেয়ার জন্য... হেমন্তের এই প্রথম বিকেল আমি পড়েছি এবং মন্তব্যও রেখে এসেছি,,, আমা রাখি খুব খুব ভালো আছেন.....

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, একটু সময় বের করে আপনার পোস্টে দেয়া পাঠকের মন্তব্যগুলোর উত্তর দিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.