নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবসময়ই কিন্তু তাকে কাজে লাগানোর সক্ষ্যমতাই আপনাকে বদলে দিবে।

এ.এস বাশার

অবসর পেলেই লিখতে ,পড়তে, ভাবতে ও শব্দ নিয়ে খেলা করতে ভালো লাগে।

এ.এস বাশার › বিস্তারিত পোস্টঃ

আমতা আমতা প্রেম

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০



সেই আম বাগানে কড়কড়ে দুপুর বেলা,
যখন সবাই ক্লান্ত প্রায়, বিছানায় সুয়ে পড়া সারা।
কক্ষনো আসবি না, ভুলাবি না মন,
জানালার পাশে ফিসফিসিয়ে সারাক্ষণ।
তুই আমার জালা, আবার থাকতে পারি না তোকে ছাড়া ।
তোর শরীরে মুকুলের গন্ধ,
আমাকে করে রাখে মুগ্ধ ।
কি আছে তোর ঐ বাঁকা চোখে!
আর ঐ চাঁদের মোতন ঠোঁটে।
সারাক্ষণ মনটা আমার তোর পানে ছুটে !

আর কক্ষনো ডাকবি না ঐ আম বাগানে।

তোর সাথে কতই না চলে আড়ি,
তবু কেন যাসনা আমায় ছাড়ি?

তোর পায়ের নুপুরের শব্দে,
বিভোরিত আমার মন,
অচেনা কেউ পাশ দিয়ে গেলে,
মনে হয় এই বুঝি এলি, ভাবি সারাক্ষণ।
পা যেন তোর শিল্পির কারুকার্য মন্ডিত অপরূপ সৃষ্টি,
অন্যের মাঝেও যে তোকে খুঁজে বেড়ায় ,
পড়ে যায় তাদের পায়েও দৃষ্টি।

মাঝে মাঝে তুই হয়ে যাস বিষ,
যতই দূরে যাই মনে রাখবি-
তুই যে আমার আম বাগানের ভালোবাসা,
মগডালে বসে থাকা কোকিলের শিস।

ছবিঃ অন্তর্জাল।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন:



তোর সাথে কতই না চলে আড়ি
তবু কেন যাসনা আমায় ছাড়ি?

ভালো লেগেছ....................।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই.....কবিতাটি দশম শ্রেণীর স্মৃতি মিশ্রিত। আমি যখন একাদশ শেণীতে তখন লেখা।
ভালো থাকবেন....

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


চিটচিটে ঘামের শরীরের গন্ধ কি কবিতার বিষয়, নাকি পর্ণের বিষয়?

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

এ.এস বাশার বলেছেন: ওই রকম কিছু চিন্তা করে লিখিনি। তবে আপনি বললেন বিষয়টি মাথায় রাখলাম.....পর্ণ বিষয়টা আমাকেও নাড়া দিল.... ধন্যবাদ বিষয়টি মাথায় দেবার জন্য......

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: চাঁদগাজী ভাইকে দেখলাম সকলের পোস্টেই একটা নেতিবাচক মন্তব্য করবেন।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

এ.এস বাশার বলেছেন: মেহেদী ভাই কি আর বলব উনি সিনিয়র ব্লগার। একটু নমনীয় ভাবে নিলেই পারতেন।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরোহী আশা বলেছেন: অনেক ভালো লাগলো ++

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ জানবেন আরোহী আশা। আমার ব্লগে স্বাগতম।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

রাকু হাসান বলেছেন:


শেষ দু’লাইনে বেশি ভালো লাগা । ।কোকিলের সূর রুপকটা ভালো লেগেছে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

এ.এস বাশার বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন রাকু ভাই। কবিতার একটা লাইন পরিবর্তন করতে চাই। কি বলেন?

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: 'চোখে তার শিশিরের ঘ্রান'...
জীবন বাবুর মতোন এরকম একটা লাইন আর কোনো কবি কি লিখতে পেরেছেন?

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

এ.এস বাশার বলেছেন: রাজীব ভাই... মানুষ বকতে বকতে বক্তা হয়। এই রকম হাজারো কবিতা বড় বড় কবিরা লিখে পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। সুতরাং আমি নগন্য।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

নজসু বলেছেন: হঠাৎ কিংবা ধীরে যেভাবেই ভালোবাসা আসুক না কেন
কারও জীবনে বলে কয়ে আসে না।
হঠাৎ করে মানুষের জীবনে আসে,

হতাশা থাকলেও সব হতাশা ছাপিয়ে মানুষ ভালোবাসে,
মানুষ জীবনের তাগিদে ভালোবাসে।

ভালোবাসা অমর হোক।

একরাশ ভালো লাগা।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

এ.এস বাশার বলেছেন: মানুষ জীবনের তাগিদে ভালোবাসে। হু একদম খাঁটি কথা। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন সব সময়।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

রাকু হাসান বলেছেন:


সেই লাইন নিয়ে আামার আপত্তি নেই । আমি ইতিবাচক হিসাবে দেখছি । ব্লগে এর চেয়েও নেতিবাচক লাইন দেখে আসছি । আপনারটা ইতিবাচক হিসাবেই দেখছি । সিদ্ধান্ত আপনার । আমার মতামতটা রাখলাম মাত্র । অনেক শুভকামনা ।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

এ.এস বাশার বলেছেন: রাকু ভাই ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। অবশেষে লাইনটি পরিবর্তন করে দিলাম। কয়েকদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। ব্লগে সময় দিতে পারিনি।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি কিন্তু আমার ছিল। গতকালই দিয়েছিলাম।
শিরোণামটি ভালই দিয়েছেন।

মানুষ প্রথমে প্রেমে পড়লে বেশ আমতা আমতা করে।

হা হা হা .......

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

এ.এস বাশার বলেছেন: বিজন দা আপনার লাইক ও সুন্দর মন্তব্যর জন্য খুব আন্তরিক ধন্যবাদ জানবেন। হুম যখন প্রথম প্রেমে পড়েছি তখন আমতা আমতাই করতাম। হা হা হা.....
আপনার কবিতা সংকলন খুব জনপ্রিয় হয়ে উঠেছে...... ভালো থাকবেন,,,সময় পেলেই আসব দেখা করতে.....

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।তবে চিট চিটে ঘামে ভারা শরীরের গন্ধ, না দিলে ভালো হত।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ মাহমুদুর ভাই। হুম লাইনটি পরিবর্তন করে দিলাম। ভালো থাকবেন....

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতার প্রতিটি চরণের বাক্যগুলো বুঝতে হলে দরকার একটি সুস্থ মন। আমার কাছে অনেক ভালো লেগেছে কবিতাটি। +++

১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

এ.এস বাশার বলেছেন: মন্তব্যে বিষম ভালোলাগা। ছোট বোন কেমন আছো।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

নজসু বলেছেন: আপনিও ভালো থাকবেন।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাকু হাসান বলেছেন:

বাশার ভাইকে দেখি বেশ ক’দিন । কি হয়েছে ? জানান দিন । ফিরে আসুন ।

১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০

এ.এস বাশার বলেছেন: দুঃক্ষিত রাকু ভাই মন্তব্যের প্রতিত্তর দেরিতে হওয়ার কারনে। আমি আছি আপনাদের সাথে থাকবো ইনশা-আল্লাহ। নতুন জীবনের সূচনায় নিজেকে নিয়ে খুব ব্যাস্ত ছিলাম। দোয়া করবেন সামনের পথ চলা যেন সহজ হয়। আশাকরি আপনি সহ পরিবারের সকলে ভালো আছেন।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)
ছবিটা ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ । প্রতিউত্তর দেরিতে দেয়ার জন্য দুঃখিত..।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২

এ.এস বাশার বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। ভালো আছেন আশাকরি।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: ছবিটা এবং শিরোনামটা সুন্দর। কবিতা মোটামুটি।
আপনার এর আগের পোস্ট একটি হেমন্ত ও আমি পড়ে আমি একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে এসে দেখে নেবেন।

১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৮

এ.এস বাশার বলেছেন: খায়রুল ভাই আমি অনেক দুঃক্ষিত অনেক দিন ব্লগের বাহিরে থাকার জন্য। আশাকরি সুস্থ আছেন। নতুন জীবনের সূচনায় কিংকর্তব্যবিমুড় হয়ে পড়েছিলাম। এখন থেকে নিয়োমিত হব।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই কবিতা ভাল হয়েছে। অনেকদিন পর আসলাম। কেমন আছেন? ৌ

১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

এ.এস বাশার বলেছেন: আলহামদুল্লিাহ ভালো আছি। কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত। সুস্থ আছেন নিশ্চয়।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, একটু সময় বের করে আপনার পোস্টে দেয়া পাঠকের মন্তব্যগুলোর উত্তর দিয়ে যাবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

এ.এস বাশার বলেছেন: সময় পেয়েছি আজ সব উত্তর দিব....ধন্যবাদ খায়রুল ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.