নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সমাগত মিথ্যা অপসৃত

আল ইনসাফ

শিক্ষক, গবেষক ও কলামিস্ট

আল ইনসাফ › বিস্তারিত পোস্টঃ

যারা ছেলে সন্তানের আশায় বুক বাঁধছেন শুধু তাদের জন্য

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯

বন্ধুরা ! তোমাদের যাদের প্রথম মেয়ে সন্তান হয়েছে, তোমরা যদি ভবিষ্যতে ছেলে সন্তানের আশা কর, তাহলে প্রথম মেয়েটির নাম বুশরা (بشري) রাখ। আশা করা যায় পরবর্তী সন্তানটি ছেলে হবে। (ইনশা-আল্লাহ) কেননা বুশরা অর্থ সু-সংবাদ, আনন্দ। হযরত ইউসুফ আ. কে যখন বণীক কাফেলা কুফে পেয়েছিলো তখন সে বললো:
وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَى دَلْوَهُ قَالَ يَا بُشْرَى هَذَا غُلَامٌ وَأَسَرُّوهُ بِضَاعَةً وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ (১৯)

অর্থ: এবং একটি কাফেলা এল। অতঃপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে বালতি ফেলল। বললঃ কি আনন্দের কথা। এ তো একটি কিশোর .....
অর্থাৎ হে কাফেলা ! সু-সংবাদ এতো একটি ছেলে। (সূরা ইউসুফ আয়াত নং ১৯)
সুতরাং আশা করা যায় প্রথম মেয়ের নাম যদি “বুশরা” সু-সংবাদ বা আনন্দ রাখা হয় তাহলে পরবর্তীটি সন্তানটি আনন্দদায়ক হবে।
এবং কিশোর হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫১

মুদ্‌দাকির বলেছেন:

ভাই আপনি একজন শিক্ষক??!! ভাবতেই কষ্ট হচ্ছে!

কেন ভাই ছেলে জন্মানো আপনার কাছে সুসংবাদ মনে হইল ?

মেয়ে জন্মানো কি সুসংবাদ না ?

কেউ যদি মেয়ে জন্মানোর জন্য পূর্বে জন্মনেয়া ছেলের নাম বুশরা রাখে তাহলে কি হবে?

ভাই মেয়ে সন্তান জন্ম দান কেন ছেলে সন্তান জন্ম দানের আনন্দের সমান হবে না, এই ব্যাপারটা আপনি একজন শিক্ষক ও গবেষক হিসাবে কুরয়ান , সুন্নাহ, বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিবেন। আমি অপেক্ষা করব। দরকার হলে প্রতিদিন ২ মিনিট করে হলেও ব্লগে আসবো।

আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম।

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৪

গোধুলী রঙ বলেছেন: ভালো শিক্ষায় শিক্ষিত শিক্ষক ওরকম ট্যাগ ঝুলিয়ে বসে থাকেন না, শিক্ষক, গবেষক ও কলামিস্ট। তবে শিক্ষাটা যে ভালো হয়নি সেটা পোস্টেই প্রমান।

মুদ্‌দাকির ভাইয়ের মত আমিও অপেক্ষায় থাকলাম, কবে আপনি কুরয়ান , সুন্নাহ, বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিবেন ছেলে সন্তান মেয়ে সন্তান থেকে আনন্দের সংবাদ নিয়ে আসে। মেয়ে সন্তান বোঝা এই মনোভাব সমাজ তৈরী করে দিয়েছে, না কোরআন, না হাদিস, না বিজ্ঞান।

মাঝে মাঝে আপনার ব্লগে ঢু মারবো জানার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.