![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কোনোদিন ভোরের সূর্যের প্রথম আলো স্পর্শ করেছেন? সমুদ্রের তীরে দাঁড়িয়ে বিকেলের সূর্যের শেষ আলো কখনও মাথায় নিয়েছেন? ওয়াঘা সীমানায় দাঁড়িয়ে এক হতে দেখেছেন দুই দেশ কে? দুধের মত সাদা বরফের মাঝে কোনোদিন হারিয়ে গেছেন? বাঁশবনের মাঝে সোঁ সোঁ হাওয়ায় কোনোদিন কান পেতেছেন? তিন সাগর কে এক জায়গায় কোনোদিন মিলতে দেখেছেন?
যদি দেখে থাকেন, তবে জেনে রাখবেন যে আপনি ভাগ্যবান, তাই এই বিশ্ব প্রকৃতির খুব স্বল্প এবং অনবদ্য কিছু নমুনা আপনার দেখার সুযোগ হয়েছে, এবং ভবিষ্যতে আরও দেখার আশা আছে। আর যদি না দেখে থাকেন, তাহলে আর দেরী নয়, এখুনি ব্যাগ গছান, আর বেড়িয়ে পড়ুন অনন্তের খোঁজে। সাথে রাখুন সাহস, বিশ্বাস আর পিপাসা। না জলের নয়, আজানা কে জানার পিপাসা। কী টাকার চিন্তা করছেন? না না শুধু শুধু Tension করে নিজের সময় আর আয়ু , দুই ই নষ্ট করবেন না। মনে রাখবেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তবে মশাই , ইচ্ছা টা একটু জোরদার হওয়া চাই , নাহলে উপায় নয়, হয়রানি পাবেন।
নমস্কার সকলকে। অধমের নাম শ্রীমান সাগ্নিক গাঙ্গুলী (Sagnik Ganguly), আপনাদের সকলের ঋজু (Riju ) । আসলে নামের আগে এখনও কোনো degree বসানোর সুযোগ হয়নি , তাই আপাতত শ্রীমান দিয়েই "ফাঁক-পূরণ"। আসলে Higher Secondary(10+2) দেওয়ার এক বছরের মধ্যেই যে degree লাভ সম্ভব নয় , তা না চাইলেও মেনে নিতে হয়েছে আর কী। যাই হোক , এক বছর drop দেওয়ার পরে অবশেষে আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের কিছু সুযোগ পেলাম , তাই আর ধরে রাখতে পারিনি নিজেকে ,শুরু করলাম blog লেখা ,আশা করি আপনারা আমায় স্বাগতম জানাবেন।
আপনারা হয়ত ভাবতে চাইবেন ,যে ছেলের সবে গোঁফ গজিয়েছে সে আবার কী লিখবে। হ্যাঁ প্রশ্ন টি বাস্তবসম্মত। আমি কী লিখব ? হ্যাঁ সত্যই তো , কী লেখা যায় বলুন তো ? কী লিখি ,কী লিখি ! আচ্ছা আমি এই ছোট্ট বয়সেই অনেক জায়গায় ঘুরেছি। সেগুলো যদি ভাগ করে নিতে চাই পড়বেন ? আচ্ছা আমি গান ,সিনেমা ,খেলা ভালোবাসি। সেগুলো নিয়ে আলোচনা চলবে ? আচ্ছা যদি আমাদের রোজকার জীবনের কিছু ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরি , মন্দ হবে না, কী বলেন ? আর যদি থাকে কিছু গল্প , কিছু কথা , কিছু কবিতা ,কিছু পঙ্তি ? ভালো এগোচ্ছি বলুন ? হবে তাহলে আমার ? বেশ ইয়ে হচ্ছে , মানে গর্ব হচ্ছে জানেন তো , collar টা তুলব তুলব করছি। কী বললেন ? একটা সমস্যা ? কী সমস্যা ? ও কী ভাষায় লিখব ? আরে এটা কোনো ঝামেলা নাকি , আমার মাতৃভাষা বাংলায় লিখব , আর হ্যাঁ , মাঝে মাঝে একটু ইংরাজি ও আসতে পারে কিন্ত, রাগ করবেন না যেন। কী বলছেন ? ও কবে থেকে শুরু করব ? আরে এই তো করে দিলাম , এতক্ষণ তাহলে কী পড়লেন ? কী ? মাথা ধরে যাচ্ছে ? ওরে বাবা , দিনকাল ভালো নয় , এখুনি 'attempt to murder' এ ফেঁসে যাব , চুপচাপ কেটে পড়ি বরং। তবে চিন্তা নেই , tablet কিনে ফেলুন , আপনাদের মাথা ধরা আবার ফিরবে। নীচে আমার বদনের একটি ছবি দিলাম , আশা করি মাথা ধরা বেড়ে যাবে আরও।
ভালো থাকবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
পাশে থাকবেন।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: মজা আছে লেখা।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
হাবিব বলেছেন: সুন্দর লেখা.......
চালিয়ে যান........
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। খুব চেষ্টা করব।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন।