নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিক হাসান

In2the Dark

লেখার হাত ভাল না। মুলত পোষ্ট পড়া এবং মন্তব্য করার জন্য নিকটি খুলেছি তবে মাঝেমধ্যে বালছাল লিখে পোষ্ট করতে পারি, ভালো না লাগলে মাইনাস দিয়ে যাবেন।

In2the Dark › বিস্তারিত পোস্টঃ

কেউ আমারে টমেটো খাওয়া শিখাইবেন

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

আমার বর্তমানে সতের বছর বয়স। এখনো টমেটো খাওয়া শিখলাম না। আসলে টমেটো খেতে আমার ভাল লাগে না (না খেয়ে বলছি না, খেয়ে দেখেছি কিন্তু টমেটোতে কোন মজা খুজে পাই না)



কোন তরকারিতে টমেটো দিলে তরকারিই খাই না।



ছোটবেলা এমন আরো অনেক কিছুই খেতাম না যা এখন খাই। হয়ত আরো যখন বড় হব তখন টমেটোটাও ভাল লাগবে খেতে।



কিন্তু, কিন্তু এখনকারটা কি হবে। টমেটো দেয়াতে যে আমি আজকে তরকারি খেতে পারছি না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

যাযাবর বেদুঈন বলেছেন: যেটা খেতে পারেন না কষ্ট করে শেখার দরকার নাই। আমিও অনেক কিছুই খেতে পারিনা কিন্তু সেগুলো খাওয়া নিয়ে কোন ইচ্ছাও কাজ করেনা। এই যেমন যে তরকারি এখন টমেটোর জন্য খেতে পারছেন না তার বদলে ডিম ভাঁজি খেয়ে নিন। তাও কষ্ট করে অপছন্দের খাবার খাওয়া চলবে না কিছুতেই।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

In2the Dark বলেছেন: ধন্যবাদ, দেখি ডিম অথবা আলু ভর্তা দিয়ে খেয়ে নেব। তবে আমাকেই করতে হবে আম্মু এখন ঘুম :)

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

bakta বলেছেন:







এসো দেখি খাওয়াতে তোমায়
পারি নাকি টমাটো আজ,
বিশ্বাস করো ছুটে এলাম তাই
ফেলে যে বিস্তর কাজ ।
প্রথমে বাজার হতে টাকা দিয়ে
আনো কিনে টমাটো পাকা,
বাড়িতে এনে ধুয়ে নিয়ে তুমি
কেটে ফেলো চাকা চাকা ।
মিশিয়ে ফেলো লবণ,লেবু
পরিমান মত বুঝে,
চামচে দিয়ে খামচে ধরে
দাও দেখি মুখে গুঁজে।
চিবিয়ে দেখো লাগছে কেমন
টক নোনা আর মিষ্টি,
সাবধানে খেয়ো দেখো যেন কেউ
দিয়ে ফেলে না দৃষ্টি ।
আলুর দমে,মাংসে,ইচড়ে
আর যত সব সব্জি,
টমাটো মিশিয়ে খেয়ে দেখো ভাই
ডুবিয়ে তোমার কব্জি।



২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

In2the Dark বলেছেন: অনেক কষ্ট করলেন ^_^ ধন্যবাদ :)

কবিতাটা ভাল লাগল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: bakta বলেছেন: এসো দেখি খাওয়াতে তোমায়
পারি নাকি টমাটো আজ,
বিশ্বাস করো ছুটে এলাম তাই
ফেলে যে বিস্তর কাজ ।
প্রথমে বাজার হতে টাকা দিয়ে
আনো কিনে টমাটো পাকা,
বাড়িতে এনে ধুয়ে নিয়ে তুমি
কেটে ফেলো চাকা চাকা ।
মিশিয়ে ফেলো লবণ,লেবু
পরিমান মত বুঝে,
চামচে দিয়ে খামচে ধরে
দাও দেখি মুখে গুঁজে।
চিবিয়ে দেখো লাগছে কেমন
টক নোনা আর মিষ্টি,
সাবধানে খেয়ো দেখো যেন কেউ
দিয়ে ফেলে না দৃষ্টি ।
আলুর দমে,মাংসে,ইচড়ে
আর যত সব সব্জি,
টমাটো মিশিয়ে খেয়ে দেখো ভাই
ডুবিয়ে তোমার কব্জি।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

In2the Dark বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.