![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার হাত ভাল না। মুলত পোষ্ট পড়া এবং মন্তব্য করার জন্য নিকটি খুলেছি তবে মাঝেমধ্যে বালছাল লিখে পোষ্ট করতে পারি, ভালো না লাগলে মাইনাস দিয়ে যাবেন।
ইহা নিতান্তই একটি আজগুবি ঘটনা.... তথাপি বাস্তবের সহিত ইহার কোন মিল খুজিতে যাবেন না।
*********
আমার রুম থার্ড ফ্লোরে। সেদিন রাত বাজে নয়টা। আমি একটা কলা খেয়ে ছিল্কা জানালা দিয়ে বাইরে ফেলে ঘুমিয়ে গেলাম।
সকালে উঠেই হঠাৎ জানালার দিকে চোখ
গেল। দেখলাম একটা কলাগাছ, আমার
জানালার পাশেই।
জলদি করে জানালা দিয়ে নিচে তাকালাম...
দেখলাম একটা কলাগাছ হয়ে আছে এবং সেটা মাটি থেকে তিনতলা পর্যন্ত বেড়েছে।
পরক্ষনেই বুঝতে পারলাম কাল রাতে যে ছিল্কা টা ফেলেছিলাম সেটা থেকেই হয়ত গাছটা হয়েছে আর এক রাতের ভেতরে তিনতলা পর্যন্ত বেড়ে গেছে। হাউ স্ট্রেঞ্জ!
যাইহোক, আই ওয়াজ সো হ্যাপি। কজ কলা ইজ মা ফেভ্রিট। .......জানালা দিয়ে হাত বাড়ালাম। এক ফানা কলা ছিঁড়ে আনলাম। ১ফানায় ১০০ টা কলা ছিল এবং সেটা আমার জানালার গিরিলের ফাকা দিয়েই
ভেতরে আনলাম... ভেরি স্ট্রেঞ্জ না?
তারপর ১বছর লাগিয়ে খেয়ে খেয়ে দেন
ঐ গাছের কলা শেষ করতে পেরেছি।
আমি নিজে গুনে দেখেছি গাছটাতে মোট ১০,০০০ টা কলা ছিল।
এরপর থেকে আমি শুধু কলা খেয়েছি আর
ছিল্কা ছুড়ে ছুড়ে ফেলেছি.. আর এটাই ছিল
আমার অনেক বড় ভুল। এখন আমাদের
এলাকা বিশাল এক কলাবন হয়ে গেছে।
[ কলা ইস অনে অফ মি ফাভৌরিতে ফোদ,
দন্ত মিন্দ, টাকে ইত আস ফুন থিং ]
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
In2the Dark বলেছেন: আমার কলাগুলো হয়তো নতুন কোন প্রজাতির ছিল, শুধু ছিল্কা থেকেই বাড়ে।
খতিয়ে দেখতে হবে :p
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
আলম দীপ্র বলেছেন: হা হা হা ভাই হাস্লাম ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬
In2the Dark বলেছেন: হাসাতে পেরে ভাল লাগল
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
ইমিনা বলেছেন: আজগুবি ঘটনা আমি পড়ি না।
তাই পড়তে এসেও চলে গেলাম
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
In2the Dark বলেছেন: আপনার ভাল লাগেনি বলে দুঃক্ষিত
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
In2the Dark বলেছেন: অন্তত একবার পড়ে দেখুন [ কিছু একটা ইমো হবে ]
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
জনাব মাহাবুব বলেছেন: যান্ত্রিক যুগে মাঝে মাঝে এইরকম আজবগুবি ঘটনা ভাবতে ভালোই লাগে।
আপনার আজবগুবি পোষ্টে আজবগুবি প্লাস
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
In2the Dark বলেছেন: ১ নং ধন্যবাদ আপনার + এর জন্য ২ নং ধন্যবাদ কমেন্টের জন্য
ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো .
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
ইমিনা বলেছেন: আচ্ছা, পড়া শুরু করলাম তবে ...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
In2the Dark বলেছেন: কেমন লাগলো জানাবেন ভয়ে আছি।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
আলম দীপ্র বলেছেন: আছেন কেমন ! দেখা পাইনা!
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
In2the Dark বলেছেন: কোচিং নিয়া বিজি থাকতে হয়। ভার্সিটিতে এডমিশন হইয়া গেলে ষেষে নিস্তার পাব।
আপনি আছেন কেমন?
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
আমি অথবা অন্য কেউ বলেছেন: voy paisi
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২
In2the Dark বলেছেন: দেইখেন ভয়ে আবার মুতে দিয়েন না যেন।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
খেলাঘর বলেছেন:
আপনি নিজেও আজগুবি হতে পারেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৭
In2the Dark বলেছেন: নাহ! তবে মাঝেমধ্যে এমন আজগুবি চিন্তাভাবনা চলে আসে।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
আরজু পনি বলেছেন:
লিখতে থাকুন আজগুবি সব চিন্তা...
আপনার পড়াশুনার আপডেট জানাবেন আশা করি।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
In2the Dark বলেছেন: ধন্যবাদ আপু
আর পড়াশুনা, এবার এইচএসসি দিলাম।
ভাল থাকবেন, শুভকামনা!
১১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৬
শায়মা বলেছেন: ভাইয়া সেইভাবে মনে হয় কলাবাগান এলাকাটা সৃষ্টি হয়েছে!
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
In2the Dark বলেছেন: হাহা আপনার কমেন্টটা পড়ে অনেক মজা পেলাম ^_^ #শায়মা আপু
১২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বেশ।
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
In2the Dark বলেছেন: ধন্যবাদ ভাইয়্যা ^_^
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা হলো, কলায় বিচি ছিল না। বিচি থাকলে সর্বনাশ হতো। কারণ একটা কলায় এক লাখের মতো বিচি থাকে।
বাইচ্ছা গেছেন!