নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিক হাসান

In2the Dark

লেখার হাত ভাল না। মুলত পোষ্ট পড়া এবং মন্তব্য করার জন্য নিকটি খুলেছি তবে মাঝেমধ্যে বালছাল লিখে পোষ্ট করতে পারি, ভালো না লাগলে মাইনাস দিয়ে যাবেন।

In2the Dark › বিস্তারিত পোস্টঃ

অণুকল্পনা 01

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

হঠাৎ করেই যেন সময় থমকে গেল! ছেলেটা আকাশের দিকে মুখ করে আছে। একটা মৃদু হাওয়া গায়ে এসে লাগলো সেটা চলে যেতেই আবার খুব দমকা হাওয়া এসে লাগছে গায়ে। কিন্তু কেন যেন ভাল লাগছেনা তার। চোখগুলো বড় বড় হয়ে এলো, নিজের অজান্তেই একপলক চোখ বুজে আবার চাইল। কাছেই পাখিগুলো উড়ে যাচ্ছে, হাত দুটো বাড়াতে চাইল সেদিকে, পারলোনা; মনে মনে খুব চাইল তাকে যেন সাথে নিয়ে যায়। ঠিক হঠাৎ করেই সব স্তম্ভিত হয়ে গেল। আর হাওয়া বইছেনা, পাখিগুলোও এতক্ষনে দূরে চলে গেছে, সামনেই উঁচু দালানটা; আর রক্তে মাখা রাস্তাটা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

In2the Dark বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়্যা ^_^ :-)

হ্যাপি ব্লগিং।

২| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:১১

এস আলভী বলেছেন: প্রতি মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা প্রিয় সন্ধ্যা। আপনার লেখা আমাকে বিমুগ্ধ করেছে। আপনার লেখা নিয়মিত পড়ব এই প্রত্যয় ব্যক্ত করছি। ভালো থাকবেন সব সময় সব খানে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.