![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর পাড় থেকেই চোখে পড়ে সে হ্যামার। ট্রলারে নদীর ভেতরে গিয়ে দেখা গেলো হ্যামারের মূল চেহারা। বিশ্বের অন্যতম শক্তিশালী ও আধুনিক প্রযুক্তির প্রায় আড়াই হাজার টন ক্ষমতাসম্পন্ন এই হ্যামারই বহুল প্রতিক্ষিত হাইড্রোলিক হ্যামার।
এটিই এখন পদ্মা সেতু প্রকল্পের প্রধান আকর্ষণ। কারণ এর আগে বাংলাদেশে এত বড় হ্যামার কোনো স্থাপনার কাজে ব্যবহার করা হয়নি। আর বলা হচ্ছে বিশ্বের কোথাও এত শক্তিধর হ্যামারের ব্যবহার হয়নি। পদ্মাসেতু প্রকল্পের জন্য বিশেষ অর্ডারে বানানো হয়েছে এই হাইড্রোলিক হ্যামার।
হ্যামারের দিকেই শ্রমিক থেকে শুরু করে সবার কৌতুহলের দৃষ্টি
জাং জিং পিং ভাঙ্গা ভাঙ্গা কয়েকটি ইংরেজি বাক্যে হ্যামার সম্পর্কে কিছু তথ্য জানালেন। পিং বলেন, এটা বিশ্ব সেরা হ্যামার। পদ্মাসেতু নির্মাণের জন্য এটি বিশেষভাবে জার্মান প্রযুক্তির তৈরি। পুরো হ্যামারটি সেট করতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। জুলাই মাস থেকে এই হ্যামারের ব্যবহার শুরু হবে।’
পদ্মাসেতুর সেতুর পাইলগুলো ১২০ মিটার বা ৪০ তলা ভবনের সমান কাঠামো পানির নিচে থাকবে। পাইলগুলো বসানো হবে এই হ্যামারের সাহায্যে। সেই জন্যই পদ্মাপাড়ে বিশেষ এই হ্যামারের প্রতি সৃষ্টি হয়েছে বিশেষ কৌতুহল
সুত্র: বাংলা নিউজ ২৪
২| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:৪৬
হালদার গৌতম বলেছেন: মান বজায় রেখে দ্রুত শেষ হোক পদ্মা সেতুর সেটাই আমাদের এখনকার প্রত্যাশা।
শুভকামনা, সংশ্লিষ্ট সবার জন্য।
৩| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:০০
সময় হলো বলেছেন: বিশ্ব ব্যাংকে চ্যালেন্জ দিয়ে সেতু বানানোর ইতিহাস অামাদেরই হোক।
৪| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:০৪
কোবিদ বলেছেন: বিশ্ব ব্যাংকের মুখে চপেটাঘাত করে বাংলাদেশ তার নিজস্ব
অর্থায়নে করছে পদ্মা সেতু এটা্ বাংঙ্গালীদের অহংকার, গর্বের বিষয়।
বিশ্ব অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়।
৫| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: কাজ যেহেতু শুরু হয়েছে , শেষ হবে এটা আশা করাই যায়। সংশ্লিষ্ট সকলে সুস্থ থাকুক প্রতিনিয়ত এটা কামনা।
৬| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৭| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
কলাবাগান১ বলেছেন: জিয়াউদ্দীন সাহেব (উপরে নেগেটিভ কমেন্টকারী) দের খুবই মন খারাপ কেন সেতু হচ্ছে। না হলেই খুশী হতেন। এখন প্রথম আলোর মত আফসোস করা আরম্ভ না করলেই হয় কেন সেতু হচ্ছে... এতে পদ্মা পাড়ে যে লোকজন গুলি হোটেলে কাজ করত, ট্রলার চালাতো তা বন্ধ হয়ে ওরা বেকার হয়ে যাবে।
৮| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
রায়হান চৌঃ বলেছেন: বিশ্বর সেরা হ্যামার..........!!!!
গলায় জুলাইয়া রাখেন.... কাজে দিব
৯| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
কলাবাগান১ বলেছেন: রায়হান চৌঃ (উপরে নেগেটিভ কমেন্টকারী) দের খুবই মন খারাপ কেন সেতু হচ্ছে। না হলেই খুশী হতেন। এখন প্রথম আলোর মত আফসোস করা আরম্ভ না করলেই হয় কেন সেতু হচ্ছে... এতে পদ্মা পাড়ে যে লোকজন গুলি হোটেলে কাজ করত, ট্রলার চালাতো তা বন্ধ হয়ে ওরা বেকার হয়ে যাবে।
১০| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: বাংলাদেশের মতো ১৮ কোটী মানুষের দেশ এমন সেতু নিজেদের অর্থেই বানাইতে পারে আরো। দরকার হইলে মোবাইল কলচার্জের উপর আরো ১৫% চার্জ আরোপ কইরা অবকাঠামো উন্নয়নের কাজে লাগাইতে পারে সরকার। যেই দেশে এডিপির ৫০% ব্যয় করতে পারেনা সরকার, সেইখানে অর্থায়ন নিয়া বেশি চিন্তা না করলেও হবে। দরকার হইলে নিজেদের বোইদেশিক মুদ্রার রিজার্ভ খরচ করা যাইতে পারে, কারন এইসব অবকাঠামো উন্নয়নের সুফল ৫-১০ বছর না, আরো ১০০ বছর ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্ম।
১১| ০৩ রা জুন, ২০১৫ রাত ৮:১২
ঢাকাবাসী বলেছেন: এইসব হাজার হাজার কোটি টাকার কাজে কিচু মাইনষের পকেট ভালই ফুলতাসে। যাক তবু শেষ হলেই হয়। যত দেরী তত বেশী মাল পকেটে আসবে!
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:১৫
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: বিশ্বসেরা হ্যামার যদি বাংলাদেশে বানিয়ে বিদেশে রপ্তানী করতো তাহলে খুশি হতাম,
বিশ্ব ব্যাংকের সাথে দুর্নীতি করে এখন যাই হোক সেতুর কাজ তাড়াতাড়ি শেষ করলেই ভাল।
আর এর ব্যয় তো সরকার নিজের পকেটের টাকা থেকে দিবে না, জনগনের পকেটের টাকা থেকেই দেয়া হবে।
এতো আনন্দিত হওয়ার কিছু নাই।