![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে দেখা যাচ্ছে, পরকালের পাসপোর্ট দেখতে অবিকল বাংলাদেশের পাসপোর্ট এর মতো। তার মানে এই চক্র বাংলাদেশের পাসপোর্ট বানাতে সক্ষম কিংবা তাদের সেই অভিজ্ঞতা আছে। মাথার মধ্যে নানান প্রশ্ন তৈরি হচ্ছে; এই পাসপোর্ট কার জন্য? কি কাজে ব্যবহৃত হয় কিংবা হবে? আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্য তৈরি করা হয়নি তো?
বেশ কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়লো, একজন আত্মঘাতী বোমা হামলাকারী কিশোরের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে; ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে; রক্তক্ষরণের ফলে যে কোনো সময় মৃত্যু হতে পারে। উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে, হঠাৎ জ্ঞান ফিরে পেলে সে জিজ্ঞেস করছে,
-আমি কোথায়? হুরপরীরা কই? হুজুরে কই?’
-কোন হুজুর?
-আমাগো মাদ্রাসার বড় হুজুর। টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে বোমা দিয়া কইছে, ‘তুমি যাও, আমি আসতেছি, দেখা হবে বেহেস্তে...শীঘ্রই।’
এসব কথা ভাবতে ভাবতে কল্পনায় সেই মৃত্যুপথযাত্রী অবুঝ কিশোরের মুখটি আবছা আবছা দেখতে পেলাম। তার জন্য ভীষণ মায়া হলো। এসব কিশোরের পরিচয় কি? তাদের ঠিকানা কোথায়? যদ্দুর জানি, তারা অধিকাংশই এতিম-মিসকিন।
কি পাকিস্তান অথবা আফগানিস্তানের অপেক্ষায় আছেন তো???
২| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৮
রিপন বর্মণ বলেছেন: পরকালের পাসপোর্ট ++++++++
৩| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৫
দার্শনিক বলেছেন: পাসপোর্ট তো পাইলাম, ভিসা কে দিব?
৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ভিসা কে দিব এইটা আমারো প্রশ্ন। আর এই বস্তু কতদিন টিকবে? কেয়ামত পর্যন্ত টিকবেতো? কোন ভল্টের ব্যবস্থ্যা আছে যে সেফলি সংরক্ষন করা যাইবো পরকাল পর্যন্ত?
৫| ১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:২৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই পাসপোর্ট জামাত বানিয়েছে তার প্রমাণ কি? আমি জামাতের লোকদেরকে যতটুকু চিনি, তাতে এসব ফালতু বিশয় নিয়ে তাদের কোন ইন্টারেস্ট নেই বলেই জানি।
৬| ১৪ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভিসা দিবে কে?
৭| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:২২
আলী আকবার লিটন বলেছেন: লেখা এবং লেখার সুত্র দুটিই ভিত্তিহীন...
৮| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
শাশ্বত স্বপন বলেছেন: বেশ কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়লো, একজন আত্মঘাতী বোমা হামলাকারী কিশোরের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে; ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে; রক্তক্ষরণের ফলে যে কোনো সময় মৃত্যু হতে পারে। উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে, হঠাৎ জ্ঞান ফিরে পেলে সে জিজ্ঞেস করছে,
-আমি কোথায়? হুরপরীরা কই? হুজুরে কই?’
-কোন হুজুর?
-আমাগো মাদ্রাসার বড় হুজুর। টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে বোমা দিয়া কইছে, ‘তুমি যাও, আমি আসতেছি, দেখা হবে বেহেস্তে...শীঘ্রই।
এই ঘটনা কবে কোথায় ঘটেছিল,দয়া করে জানান।আমি আপনার চেয়ে বেশি জামাত-শিবিররে ঘৃণা করি কিন্তু কিন্তু অসত্য তথ্য নিয়ে জামাত-শিবিরের মত যদি আমরাও করি, তাহলে আমাদের আর ওদের মধ্যে তফাৎ কি
৯| ১৫ ই জুন, ২০১৫ ভোর ৪:৫৫
মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন: আমরা আজকাল কাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিছু জানি কি?
১০| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:১৮
ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন:
চাপাবাজিটা বাড়াবাড়ি রকমের!!! জুজুর ভয় আর কত।
সামু কিন্তু তার আসল রূপটা দেখায়া দিল এই লেখাটারে নির্বাচিত কইরা!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই ভয়ঙ্কর ব্যাপার