নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সংজ্ঞায় বন্ধু আসে একটু অন্যভাবে।\nআমার মতে প্রিয় বন্ধু সেই \"যে\" আমি কারাগারে গেলে আমাকে জামিন করিয়ে বের করে আনার জন্য ব্যস্ত না হয়ে, কোনো ক্রমে ছোটখাটো অপরাধ করে নিজেই কারাগারে এসে আমায় সঙ্গ দিয়ে আয়েশ করে বলে--\"দোস্ত, দারুন জায়গাতো!

সময় হলো

সাদা কে সাদা

সময় হলো › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে এখনো আলোচনায় বাংলাওয়াশ!

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫০


বাংলাদেশের কাছে এমন ধবলধোলাই মেনে নিতে পারেননি পাকিস্তানের অনেক সাবেক তারকা ক্রিকেটারগণ। বাংলাদেশের কাছে এমন ধোলাই তাদেরও লজ্জায় ডুবিয়েছে। এই লজ্জা নিয়ে মে মাসে দেশে ফিরে যায় পাকিস্তান দল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তারা দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ জিতেছে। বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে। কিন্তু এখনো পাকিস্তানে আলোচনায় ‘বাংলাওয়াশ’। এখনো বাংলাওয়াশ তাদের কাছে দুঃস্বপ্নের মতো।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবশেষ গভর্নিং বোর্ড মিটিংয়ে ‘বাংলাওয়াশের’ লজ্জা নিয়ে আলোচনা হয়। কারণ, এই বাংলাওয়াশের কারণেই পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনি¤œ র‌্যাংকিংয়ে নেমে যায়। বর্তমানে তারা বাংলাদেশেরও নিচে অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশের কাছে তাদের এমন হারের ফলে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

তাই এসব নিয়ে বোর্ড সভায় আলোচনা হয়। তারাও কোনোভাবেই এমন হার মেনে নিতে পারছেন না। এ নিয়ে তাদের আক্ষেপের শেষ নেই। বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের ফলে অনেকগুলো ক্ষতির সমুক্ষীন হতে হয়েছে পাকিস্তানকে। তাই বাংলাওয়াশ এখনো তাদের কাছে দুঃস্বপ্নের মতো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!

কি মধুর বাংলা ওয়াশ!!!

আবারো কি সামনে দেখব! দেখবতো নিশ্চয়ই.. ইনশাল্লাহ!

২| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৮

সময় হলো বলেছেন: এবার ভারতকে বাংলাওয়াশ করার পালা.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.