![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওবায়দুল কাদের কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে উদ্ধৃত করে বলেন, ‘আমি হিমালয় দেখিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। শেখ মুজিব ছিলেন হিমালয়ের মতো বিশাল।’বিলবোর্ড লাগানো নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান সময়ের নতুন উপদ্রবের নাম হল বিলবোর্ড। বিলবোর্ডে বঙ্গবন্ধুর কোনো রকম একটা ছবি দিয়ে নিজের ছবি দেয় কয়েকগুণ বড়। এতে তাকে ছোট করা হয়। আর এ বিলবোর্ডের মূল লক্ষ্য হল আত্মপ্রচার। বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার কৌশল। এসব বন্ধ করতে হবে।
ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে তিনি বলে, কারও পেছনে ঘুরে রাজনীতি শিখতে হবে না, জাতির জনকের জীবনী পড়লেই তার আদর্শ, সংগ্রাম সম্পর্কে জানা যাবে।
উপরের কথা গুলো শুনতে অনেক ভালো লাগে কিন্তু বাস্তবায়ন করা গেলে তবেই এই ভালো লাগা র্পুণতা পাবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
ছাসা ডোনার বলেছেন: সেটাই তো বলা সহজ কিন্তু করা এত সহজ না। তারপরও ভাল লাগে মুখে মুখে তো কথা শুনা যায়। লীগের সবাই যেন একটু হলেও মনুষ্যত্ত অর্জন করে। বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার কৌশল যেন বন্ধ করে। তাহলে আমাদের জাতির পিতা ও উনার পরিবারের সবাই পরকালে শান্তি পাবে।