![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা কি আনন্দ ভেতরে বাহিরে,
আহা কি আনন্দ মনেরও মননে।
ভালবাসা সারাদিন, সারাটি সময়,
ভালবাসা সে কি নেশা, সে কি অনুজ্বলনে।
দিবানিশি জ্বলছি সে আগুণে।
তোরা দিস না জল সে স্ফুলিংয়ে
দিস না রে নিভিয়ে।
আমি ভালবাসি...
ভালোবাসি তোরে পরাণও ভরিয়া
বিস্তৃত হয়েছিস তুই
আঁখিপটের দিগন্তে আসিয়া,
বন্ধু! মরি যেন তোরে জাস্ট ভালোবাসিয়া!!
ভালোবাসা ভালবাসি!! মনে থাকে দ্বিধা, ভয়,
থাকুক না শংকা, থাকুক সংশয়!!
দেনু হেরি তারে পরাণ-ও ভরিয়া
©somewhere in net ltd.