![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা কি আনন্দ ভেতরে বাহিরে,
আহা কি আনন্দ মনেরও মননে।
ভালবাসা সারাদিন, সারাটি সময়,
ভালবাসা সে কি নেশা, সে কি অনুজ্বলনে।
দিবানিশি জ্বলছি সে আগুণে।
তোরা দিস না জল সে স্ফুলিংয়ে
দিস না রে নিভিয়ে।
আমি ভালবাসি তারে, সে-কি নাহি বুঝে?
সে কি জানে? বসে না মন কোনই কা-জে।
ভালবাসি বন্ধু তোরে, কেন বুঝিস না মোরে।
আমি সঁপিয়া দেব সবি, তোরে।
ভালবাসি যতনে, তোরে ভালবাসি আমি।
দিবস রাত্রি যা-মি।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ৷ বেশ ভাল
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: আহারে! কী কবিতা রে!
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
নিমগ্ন বলেছেন: রবিন্দ্রময়______
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: বাহ! সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
বনমহুয়া বলেছেন: বাহ । রাবিন্দ্রিক যুগের কবিতার মত ভালোবাসায় মধুর কবিতা।