| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
প্রজন্ম চত্তর, শাহবাগ। নানান বর্ণীল পোশাকের মানুষের উপস্থিতি। হাজির হয়েছে মা-বাবার হাত ধরে অথবা কোলে চড়ে শুন্য বয়সের শিশু থেকে বয়সের ভারে নুইয়ে পড়া (কিন্তু মানসিকভাবে শক্ত সামর্থ) ব্যক্তি। তারুণ্যের শক্তির প্রকাশ শাহবাগ। আবেদন অত্যন্ত সাধারণ- একজন মানুষ যার কিনা সুযোগ ছিল দেশবাসিকে বাচাঁনো সে তার সেই সুযোগকে কাজে লাগালো তার দেশবাসিকে মারার জন্য। তার উপস্থিতিতে বা তার পরিকল্পনায় হত্যা করা হলো শতাধিক মানুষকে। এই মানুষদের অপরাধ ছিল তারা স্বাধীন দেশ চেয়েছিল। মানুষ মারার পক্ষে জামাতীদের সাফাই ছিল ধর্মীয় কারণে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি।
সেই মানুষদের যারা বাচাতে চায় তারা কি কখনো বাংলাদেশের ভাল চায়? প্রথমত জামাত দ্বিতীয়ত তাদের রাজনৈতিক সহযোগী।
তারা আসলে কি চায়? জামাতীরা ৭১’র পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। সে কারণে তারা মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু বিরোধীদের নানাভাবে প্রলোভিত করে সফল হয়েছে।
একটা সময় তৈরি হয়েছিল যখন রাজাকার শব্দটি বলা কঠিন ছিল। তারা বীর দর্পে বলত- আমারা সবাই রাজাকার, মুক্তিযোদ্ধারা দেশ ছাড়। এটা তরুণদেরকে দেখতে হয়েছে। আর যেন কখনই সেটা না হয়। এজন্য অবিরত জেগে থাকতে হবে।
রাজনীতিবিদদের বলছি-কখনো জামাতীদের সাথে সখ্যতা আবার কখনো বিরোধীতা এটা তুরুণরা পছন্দ করে না। তাদের ভাষা বোঝার চেষ্টা করুন। দেশ পরিচালনার ভার আপনাদের, আপনারা জনগণের ভাষা না বুঝলে কে বুঝবে?
প্রিয় রাজনৈতিক ভাই ও বোনেরা শাহবাগের প্রজ্বলনকে নিয়ে যেতে হবে অনেক দূরে। আজকে জামাতীদের শক্তিশালী সহযোগী দেশের প্রধাণ বিরোধী দল। অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্টিত। অনেক প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে বিভিন্নভাবে সরকারে থেকে বা সরকারের সাথে সখ্যতা করে।
বন্ধুরা ভয় পাবেন না জনতা আপনাদের সাথে। সাময়িকভাবে রাজনীতিবিদদের প্রতি বিতশ্রদ্ধ হলেও তুরুণ জানে দীর্ঘমেয়াদীতে বাংলাদেশের উন্নয়ন দক্ষ রাজনীতিবিদদের কাছ থেকেই আসতে হবে। আমরা আশা করতে পারি শাহবাগের এই তরুণরাই আগামীতে দেশের নের্তৃত্বে থাকবে।
শাহবাগের উদাত্ত আহ্ববান ‘জয় বাংলা’
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
ইকবাল১৫০২ বলেছেন: ভাই যাযাবর আপনার দেয়া কবিতাটি অনেক সুন্দর।
৪|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: জয় বাংলা।
৫|
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
ইকবাল১৫০২ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
বাবা নুড়া বলেছেন: জয় বাংলা - Je koibo Oida o Rajakar!! Tui Rajakar