নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা এবং অত:পর.......:D:D

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

দৃশ্যপট: এক পারিবারিক অনুষ্ঠান

গত সপ্তাহে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম। ডিনারের পর হালকা আড্ডা। স্বভাবতই আলোচনায় উঠে আসলো-কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি। হঠাতই আলোচনাই চলে আসলেন একজন বয়স্ক ব্যক্তি, বলা শুরু করলেন- ‘বড়ই আপসোস কোন দেশে বাস করছি। আমি কোন দল করিনা কিন্তু জনগণ কি রাস্তায় প্রতিবাদ করতে পারবে না। রাস্তায় নামলে পুলিশ তাকে গুলি করে মারবে? প্রত্যেকেরই ভুল ছিল, হয়ত তাদেরও (মনে হয় জামাতের কথা বলতে চাইছে) ভুল ছিল। মিডিয়া কেবল গাড়ি ভাংচুরকেই বড় করে দেখাচ্ছে’ উনি শেষ করলেন- আমাদের উচিত সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য করা।

দৃশ্যপট: একটি অফিস

বস বলছে- ওরা কি মানুষ? শিবগঞ্জের পল্লি বিদ্যুত অফিস পুড়িয়ে দেবার ঘটনা উল্লেখ করে বলছিলেন। কি অপরাধ ছিল ঐ ইঞ্জিনিয়ারের? তার বাচ্চাদের এখন কি হবে?

দৃশ্যপট: কিছু ধর্মীয় রাজনৈতিক দলের বক্তব্য

ব্লগাররা নাস্তিক তাদের প্রতিরোধের জন্য সবকিছু করা হবে।



প্রিয় পাঠক, কার ভালবাসা কোন দিকে? সবাই কিন্তু তার জায়গায় অনড়। তবে একটা বিষয় সত্য একাধিক হতে পারে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.