নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

সময় এসেছে রাস্ট্রপতি শাসিত শাসনের কথা ভাবার

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭

আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রধাণ বিরোধী দলের ডাকা ৪৮ ঘন্টার লাগাতার হরতাল। আর হরতাল সফল করার জন্য রাজনৈতিক দলগুলো কি করছে:

১। নির্বিচারে রাজধানী সহ বিভিন্ন জায়গায় গাড়ি ভাংচুর

২। যাত্রি থাকা অবস্থাতে গাড়িতে আগুন

উপরের দুটি কারণই বোঝানোর জন্য যথেষ্ট যে সরাসরী জনগণের বিরোধী অবস্থানে রাজনৈতিক দলের অবস্থান। আবার দলের মহাসচিব বলছেন- সরকার (যা একটি রাজনৈতিক দল চালায়) ফ্যাসিবাদি আচরণ করছেন।

আবার বিএনপির নেত্রি সরকারকে (একটি রাজনৈতিক দল) টেনে হেচড়ে নামানোর হুমকী দিয়ে রেখেছেন। যা নিশ্চয় এখনও বহাল আছে।

রাজনৈতিক দলগুলো নিশ্চয় একটি ইন্সটিটউশনে পড়বেন। আপনারা কি কখনও ভেবেছেন এ ইন্সটিটউশনের কি দূরাবস্থা?

প্রধাণমন্ত্রি শাসিত শাসন এক্ষেত্রে দূর্বলতার পরিচয় দিচ্ছে। আমাদের রাস্ট্রপতি শাসিত শাসনের কথা জোরালো ভাবে ভাবা উচিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আরও এক বছর ক্ষমতায় থাকা দেশের শান্তি নয়
বরং বিরুধি দলকে নির্বাচন মুখি করার মত পরিবেশ সৃষ্টি করা এবং সংলাপের মাধ্যমে সহিংসতা নিরসন করা এখন
গনমানুষের দাবি ।

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

জীবনকেসি বলেছেন: গণতন্ত্রটাই বাদ দেয়া উচিত। মাহথির টাইপ, কিংবা মায়ানমার টাইপে কিংবা এরশাদ টাইপে ২০ বছর চলুক। ঘুনে ধরা /ব্যবসায়ী , রাজনীতির ফেরীওয়ালারা বিদায় হয়ে যাক। তারপর ভাবা যাবে ।।।।

৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

ইকবাল১৫০২ বলেছেন: গণতন্ত্র বলতে সভ্য সমাজে যা বুঝায় তা বাংলাদেশে ঠিকভাবে নাই। খুবই সিম্পল আইনের শাসন এখানে নাই। তবে মূল প্রবেলেমটা রাজনীতির গোড়ায়। সম্ভবত ধংসের মধ্যে মানুষ এক ধরণের আনন্দ পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.