নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

আমি কিভাবে বুঝাবো ... প্লিজ হেল্প করবেন?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

আমার প্রাইমারীতে পড়া শিশুটি হরতালের কারণে স্কুলে যেতে পারছে না। বাসায় বাসায় থাকতে থাকতে বোরড হয়ে গেছে।

গত কয়েক দিন থেকে সে আমাকে প্রশ্ন করছে- বাবা ওরা হরতাল দেয় কেন? আমি ঠিক তাকে কি বলবো তা বুঝতে পারছি না। সাধারণত আমি তার স্কুলের বাংলা, ইংরেজি বা অন্যান্য বিষয় হেল্প করে থাকি। তাই তার ধারণা এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কিন্তু আমিত কনফিউজড, কি বলবো তাকে?

:) ওরা লেখাপড়া চায় না

:D ওরা শিশুদের কষ্ট বোঝে না



আমি ঠিক জানিনা এটার সমস্যা নাকি অনেক বাবারই সমস্যা। আমি সত্যিই শিশুর প্রশ্নের উত্তর দিতে অসহায় বোধ করছি, হেল্প করবেন প্লিজ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভাই, আমিও আপনার মতো ভুক্তভোগী। সামনে পরীক্ষা অথচ এই সপ্তাহে ওদের ক্লাস হয়েছে মাত্র ১ দিন।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এইডা এইদেশের সঙ্কৃতির অংশ ! B-)) B-)) B-)) B-)) B-))


গাছে ধরেছে অনেক তাল
তাই হরতাল হরতাল
এই দলে ঐ দলের কূট-কূট চাল
তাই হরতাল হরতাল !!

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

ইকবাল১৫০২ বলেছেন: ধন্যবাদ, আপনার উত্তরটি বুঝানো যেতে পারে। তবে সেখানেও সভ্যতা/ অসভ্যতা নিয়ে প্রশ্ন করবে; বিপদ পুরাপুরি কাটছে না। রাজারা এভাবেই তার প্রজাদের ভাতে কাপড়ে মারছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.