| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
আমার প্রাইমারীতে পড়া শিশুটি হরতালের কারণে স্কুলে যেতে পারছে না। বাসায় বাসায় থাকতে থাকতে বোরড হয়ে গেছে।
গত কয়েক দিন থেকে সে আমাকে প্রশ্ন করছে- বাবা ওরা হরতাল দেয় কেন? আমি ঠিক তাকে কি বলবো তা বুঝতে পারছি না। সাধারণত আমি তার স্কুলের বাংলা, ইংরেজি বা অন্যান্য বিষয় হেল্প করে থাকি। তাই তার ধারণা এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কিন্তু আমিত কনফিউজড, কি বলবো তাকে?
ওরা লেখাপড়া চায় না
ওরা শিশুদের কষ্ট বোঝে না
আমি ঠিক জানিনা এটার সমস্যা নাকি অনেক বাবারই সমস্যা। আমি সত্যিই শিশুর প্রশ্নের উত্তর দিতে অসহায় বোধ করছি, হেল্প করবেন প্লিজ।
২|
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এইডা এইদেশের সঙ্কৃতির অংশ !
গাছে ধরেছে অনেক তাল
তাই হরতাল হরতাল
এই দলে ঐ দলের কূট-কূট চাল
তাই হরতাল হরতাল !!
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
ইকবাল১৫০২ বলেছেন: ধন্যবাদ, আপনার উত্তরটি বুঝানো যেতে পারে। তবে সেখানেও সভ্যতা/ অসভ্যতা নিয়ে প্রশ্ন করবে; বিপদ পুরাপুরি কাটছে না। রাজারা এভাবেই তার প্রজাদের ভাতে কাপড়ে মারছে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভাই, আমিও আপনার মতো ভুক্তভোগী। সামনে পরীক্ষা অথচ এই সপ্তাহে ওদের ক্লাস হয়েছে মাত্র ১ দিন।