নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্ট করার ক্ষেত্রে স্থায়ী ও বর্ত মান ঠিকানা আলাদা হলে কি কি সমস্যা হতে পারে? হেল্প প্লিজ.

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

আমি পাসপোর্ট করতে যাচ্ছি। শুনলাম স্থায়ী ও বর্তমান ঠিকানা ভিন্ন হলে নানান অসুবিধা হয়। আমার ক্ষেত্রে স্থায়ী ও বর্তমান ঠিকানা ভিন্ন। অভিজ্ঞদের কাছে পরামর্শ্ব চাচ্ছি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: কোন সমস্যা নাই,শুধু প্রবলেম হলো পুলিশ দুইজায়গাই ভেরিফিকেশনের জন্য যাবে এবং দুই জায়গায় আপনাকে পুলিশি চা এর পয়সা দিতে হবে এবং অবশ্যই তা ৫০০ টাকা। কম ও না বেশী ও না। তারমানে আপনাকে দুই ঠিকানায় খরচ করতে হবে এক হাজার।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ইকবাল১৫০২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুধু ৫০০ টাকা হলেত সহ্য করা যায়। আরও কোন জটিলতা যেমন, স্থায়ী ঠিকানার জায়গায় করতে হবে বা দীর্ঘ দিন লেগে যাবে ইত্যাদি।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অসাধারণ একটি পোস্ট!

পোস্টে +++++++++

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

নীল আকাশ আর তারা বলেছেন: স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আলাদা আলাদা পুলিশ ভেরিফিকেশন হবে। দুই জায়গায় টাকা ঢালতে হবে। আর টাইম একটু বেশি লাগবে। ১৫ দিনের টা ২ মাস আর ১ মাসের টা ৩ মাস লাগবে। আর নবাবজাদারা যদি আপ্নের স্থায়ি ঠিকানার কাগজ ভুল করে আরেক জায়গায় পাথায় তো ......... থাক...... অশুভ চিন্তা না করাই ভাল। শুধু মাত্র এত টুকুই প্রব্লেম । বাকি সব ঠিক আছে ............

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মাত্র ৫০০ টাকার চা খেয়ে যদি পুলিশ ঠিক ঠিক বিদায় নেয় তাহলে তো ভালাই।


৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সামির কবির বলেছেন: - স্থায়ী আর বর্তমান ঠিকানা ২ স্থানে হতেই পারে, যেমন আমার বাড়ী রাজশাহী কিন্তু বর্তমানে থাকি ঢাকা। সো কোন সমস্যা নাই

- উপরে যারা কমেন্ট করেছেন সবই সত্য ও সঠিক, তাই আর লিখলাম না

এবার শুনুন আমার অভিঞ্জতা - আমাকেও একজন পরামর্শ দিছিলেন যে স্থায়ী আর বর্তমান ঠিকানা ২ স্থানে হলে ২ স্থানেই পুলিশ ভ্যারিফিক হবে, সময় বেশী লাগবে, টাকা বেশী লাগবে আর ঝামেলা, তাই আমি যেন ২টি ঠিাকানাই একই দেই।

আমি উনার কথা মতো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করি। অথচ যেটা সত্য নয়, কেননা ঢাকায় আমি ভাড়া থাকি, এটা আমার স্থায়ী ঠিকানা নয়। পরবর্তীতে প্রথম বার আমার রিপোর্ট আসে বিপক্ষে, আর আবার আবেদন করি, কি যে ঝামেল হয়েছে সে কথা আর নাই বললাম।

আর একটি পরামর্শ আপনি অবশ্যই Online এ আবেদন করবেন http://passport.gov.bd/ তাহলে অনেক কাজ কম হবে আর লাইন হবে খুব অল্প।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

আশমএরশাদ বলেছেন: কোন সমস্যা নেই তবে ৫০০ টাকা না দিলে ভুল করবেন!!! দেরী হবার সম্ভাবনা নেই । আপনার অবস্থান যদি ঢাকায় হয় তাহলে আপনি মালিবাগ ডিবি অফিসে আপনার ডেলিবারী ডেইটের পর যোগাযোগ করবেন। নির্দৃষ্ট একটা সময়ের মধ্যেই ভেরিফিকেশন রিপোর্ট দিতে পুলিশ বাধ্য। আপনার পাসপোর্টের স্ট্যাটাস আপনি মেসেজের মাধ্যমেও জেনে নিতে পারেন। আর যদি দেখেন দেরী হচ্ছে তাহলে ডিবি অফিসে যোগাযোগ করবেন এবং তারা একটা প্রিন্ট আউট দিবে সেটা নিয়ে আবার পাসপোর্ট অফিসে গিয়ে এন্ট্র শাখায় এন্ট্রি করে নিবেন। তাহলেই সমস্যা অনেকটা কেটে যাবে। ডিবি অফিস ভালোই সহযোগীতা করে এ ক্ষেত্রে।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

গ্য।গটেম্প বলেছেন: কোন সমস্যা হবেনা।ঢাকার মধ্যে হলে শুধু বর্তমান ঠিকানায় যাবে।১৫ দিনের টা ১৫ দিনেই হবে।

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

ইকবাল১৫০২ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সামুকে। আমি সত্য দিয়েই আবেদন করতে যাচ্ছি। বাকিট আল্লাহ ভরসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.